সরকারি হোমিওপ্যাথিক, ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ভর্তি ২০২১

সরকারি হোমিওপ্যাথিক, ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ভর্তি ২০২১ প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে DGHS এর অফিসিয়াল ওয়েবসাইট www.dghs.gov.bd -এ। ভর্তির নোটিশ অনুযায়ী, ২০২০-২০২১ শিক্ষাবর্ষে বিএএমএস, বিইউএমএস এবং বিএইচএমএস কোর্সে ভর্তি নেওয়া হবে। যেসব শিক্ষার্থীগণ ইউনানী, আয়ুর্বেদিক এবং হোমিও কোর্স সমূহ করতে আগ্রহী তারা পোস্টটি সম্পূর্ণ পড়তে পারেন।

 

বেসরকারি/সরকারি হোমিওপ্যাথিক, ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ভর্তি ২০২১

 

হোমিওপ্যাথি হলো বিকল্প ওষুধের একটি সিউডোসায়েন্টিফিক সিস্টেম। এটি ১৭৯৬ সালে জার্মান চিকিৎসক স্যামুয়েল হ্যানিম্যান (Samuel Hahnemann) প্রথম আবিষ্কার করেছিলেন।

হোমিওপ্যাথি আমাদের দেশের বিকল্প চিকিৎসা ব্যবস্থা হিসেবে ব্যাপকভাবে সফলতা অর্জন করেছে। বাংলাদশে এমন অনেক মানুষ আছেন যারা শুধুমাত্র হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতিতেই বিশ্বাস রাখেন।

তবে হোমিওপ্যাথি চিকিৎসা ব্যবস্থার পাশাপাশি বাংলাদেশে কিংবা প্রতিবেশী দেশ ভারতেও ইউনানি এবং আয়ুর্বেদিক চিকিৎসার ভাল চল রয়েছে।

তো যেসব শিক্ষার্থীগণ এসব চিকিৎসা পদ্ধতির চিকিৎসক হতে চান তাদের জন্য সুখবর!

বেসরকারি/সরকারি হোমিওপ্যাথিক, ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ভর্তি 2021 বিজ্ঞপ্তি অনুযায়ী, ব্যাচলের অব হোমিওপ্যাথিক মেডিসিন এন্ড সার্জারী (বিএইচএমএস), ব্যাচলের অব ইউনানি মেডিসিন এন্ড সার্জারী (বিইউএমএস), এবং ব্যাচলের অব আয়ুর্বেদিক মেডিসিন এন্ড সার্জারী (বিএএমএস) কোর্স সমূহে ভর্তি চলছে।

চলুন ইউনানী, আয়ুর্বেদিকসহ সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ পরিচিতি ও ভর্তি তথ্য বিস্তারিত সহকারে জেনে নেই।

 

এক নজরে গুরুত্বপূর্ন তথ্যাবলী
  • অনলাইনে আবেদন শুরু: ১৩ জুন ২০২১
  • আবেদন শেষ: ১৩ জুলাই ২০২১
  • আবেদন ফি: ১,০০০/- টাকা
  • ভর্তি পরীক্ষা: তারিখ ঠিক হয়নি।
  • প্রবেশ পত্র:
  • আবেদন লিঙ্ক: dghs.teletalk.com.bd
  • অফিসিয়াল ওয়েবসাইট: www.dghs.gov.bd

 

 

আরও পড়ুন: টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ভর্তি বিজ্ঞপ্তি

 

আবেদন যোগ্যতা

বিইউএমএস, বিএএমএস এবং বিএইচএমএস ভর্তি যোগ্যতা নিচে দেওয়া হলো-

 

ক) আবেদনকারী শিক্ষার্থীকে অবশ্যই বাংলাদেশের প্রকৃত নাগরিত হতে হবে।

খ) এসএসসি/সমমান পরীক্ষায় ২০১৭ বা ২০১৮ সালের পাশ করতে হবে।

গ) এইচএসসি/সমমান পরীক্ষায় ২০১৯ বা ২০২০ সালে পাশ করতে হবে।

ঘ) উভয় পরীক্ষায় পদার্থ বিজ্ঞান, রসায়ন এবং জীববিজ্ঞান সাবজেক্টসহ পাশ করতে হবে।

ঙ) এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষায় আলাদাভাবে কপমপক্ষে জিপিএ ৩.৫০ পেতে হবে। এবং উভয় পরীক্ষার মোট জিপিএ সর্বনিম্ন ৮.০০ হতে হবে।

চ) উপজাতীয় ও পার্বত্য জেলার যেকোন প্রার্থীর ক্ষেত্রে এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষায় একক ভাবে কপমপক্ষে জিপিএ ৩.০০ পেতে হবে। এবং উভয় পরীক্ষার মোট জিপিএ ন্যূনতম ৭.০০ হতে হবে।

ছ) সকল প্রার্থীর ক্ষেত্রে এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষায় জীববিজ্ঞানে সর্বনিম্ন জিপিএ ৩.৫০ থাকতে হবে।

 

আসন সংখ্যা

সকল বেসরকারি/সরকারী হোমিওপ্যাথিক, ইউনানী, ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজের বিএইচএমএস, বিইউএমএস ও বিএএমএস কোর্সের মোট আসন সংখ্যার বিভাজন নিচে দেওয়া হলো।

সরকারি হোমিও মেডিকেল কলেজে ভর্তি ২০২১ অনুসারে হোমিও কোর্স এর জন্য আসন সংখ্যা ডাবল (৫০) রাখা হয়েছে।

 

কলেজ কোর্স আসন সংখ্যা
সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ বিএইচএমএস ৫০
সরকারি ইউনানী মেডিকেল কলেজ বিইউএমএস ২৫
সরকারি আয়ুর্বেদিক মেডিকেল কলেজ বিএএমএস ২৫

 

ভর্তি পরীক্ষা

হোমিওপ্যাথিক, ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা হবে মোট ১০০ মার্কের। এমসিকিউ (MCQ) পদ্ধতিতে পরীক্ষা হবে। নিচে ভর্তি পরীক্ষার মানবন্টন দেওয়া হলে।

 

মানবন্টন

বিষয় নম্বর
জীববিজ্ঞান ৩০
রসায়নবিদ্যা ২৫
পদার্থবিদ্যা ২০
ইংরেজি ১৫
সাধারণ বিজ্ঞান ১০

মোট = 

 ১০০ নম্বর

 

ভর্তি পরীক্ষার সিলেবাস

ভর্তি পরীক্ষার প্রশ্নসমূহ এইচএসসি/সমমান পরীক্ষার সিলেবাস হতে নেওয়া হবে। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীদের এইচএসসি/সমমান পরীক্ষার সিলেবাস অনুযায়ী প্রস্তুতি নিতে হবে।

 

আরও পড়ুন: ৭ কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি

 

বেসরকারি/সরকারি হোমিওপ্যাথিক, ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ভর্তি ২০২১

সকল বেসরকারি বা সরকারি ইউনানী, আয়ুর্বেদিক এবং হোমিও মেডিকেল কলেজে ভর্তি ২০২১ বিজ্ঞপ্তি নিচে দেওয়া হবে যখন প্রকাশ করা হবে।

 

আবেদন এবং আবেদন ফি জমাদান পদ্ধতি

হোমিওপ্যাথিক, ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজের ০৩টি কোর্স ব্যাচেলর অফ হোমিওপ্যাথিক মেডিসিন এন্ড সার্জারী (BHMS), ব্যাচেলর অফ ইউনানি মেডিসিন এন্ড সার্জারী (BUMS), এবং ব্যাচেলর অফ আয়ুর্বেদিক মেডিসিন এন্ড সার্জারী (BAMS) কোর্সে এ ভর্তির জন্য আবেদন পদ্ধতি একই। চলুন তাহলে আবেদন প্রক্রিয়া দেখে নেই।

 

আবেদনের সময়সীমা

অনলাইনে আবেদনপত্র জমা দিতে পারবেন ১৩ জুন ২০২১ তারিখ হতে। এ আবেদন গ্রহণ প্রক্রিয়া চলবে ১৩ জুলাই ২০২১ তারিখ পর্যন্ত। আবেদনের সময়সীমা শেষ হয়ে গেলে কোন প্রার্থী আর আবেদন করতে পারবেন না।

 

অনলাইন আবেদন প্রক্রিয়া

অনলাইন আবেদন প্রক্রিয়া নিচে ধাপে ধাপে বর্ণনা করা হলো। সরকারি হোমিও মেডিকেল কলেজে ভর্তি ২০২১ সহ ইউনানী বা আয়ুর্বেদিক মেডিকেল কলেজে ভর্তি হতে আগ্রহী প্রার্থী নিম্নে বর্ণিত পদ্ধতি অনুসরণ করুন।

 

১) ভর্তি পরীক্ষায় অংশগ্রহনে ইচ্ছুক প্রার্থীকে প্রথমে dghs.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।

২) BUMS/BAMS/BHMS অপশনটি সিলেক্ট করুন।

৩) এই পেজে প্রার্থী ২টি অপশন দেখতে পাবেন।

  • SSC/HSC/Alim
  • O-Level/A-Level

আপনি যাদি বাংলাদেশে পড়ুয়া শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে প্রথম অপশন অর্থ্যাৎ SSC/HSC/Alim অপশন সিলেক্ট করবেন।

কিন্তু যদি আপনি অন্য কোন দেশে পড়ালেখা করে থাকেন তাহলে দ্বিতীয় অপশন অর্থাৎ O-Level/A-Level সিলেক্ট করবেন। তারপর “Next” বাটনে ট্যাপ করুন।

৪) আপনার কাঙ্ক্ষিত আবেদন ফরম পেয়ে যাবেন। ফরমটি প্রয়োজনীয় তথ্য দিয়ে পূরণ করুন এবং শেষে সাবমিট করুন।

যেসব গুরুত্বপূর্ণ তথ্যাবলী আবেদন ফরম পূরণের সময় প্রয়োজন হবে তা নিম্নে উল্লেখ করা হলো।

 

আবেদনের জন্য প্রয়োজনীয় তথ্যাবলী

১) প্রার্থীর নিজের একটি ছবি এবং একটি স্বাক্ষরের ছবি প্রয়োজন হবে।

যেখানে প্রার্থীর ছবির মাপ হতে হবে ৩০০X৩০০ পিক্সেল এবং সাইজ হতে পারবে সর্বোচ্চ ১০০কেবি।

স্বাক্ষরের ছবির মাপ হতে হবে ৩০০X৮০ পিক্সেল এবং সাইজ হতে পারবে সর্বোচ্চ ৬০কেবি।

২) আবেদনের সময় প্রার্থীর ঠিকানা প্রয়োজন হবে। বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানার যাবতীয় তথ্য নির্ভুল ইংরেজিতে দরকার পড়বে।

৩) আবেদনকালে ভর্তিচ্ছু সরকারী হোমিওপ্যাথিক, ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ এর কোর্স কোড সমূহ প্রয়োজন হবে। আপনার পছন্দের কোর্স অনুযায়ী কোর্স কোড বসাতে হবে। নিচে কোর্স এবং কোর্স কোড দেওয়া হলো।

 

কোর্স কোড কোর্স প্রতিষ্ঠান
১১১ BUMS সরকারি ইউনানী মেডিকেল কলেজ
১১২ BAMS সরকারি আয়ুর্বেদিক মেডিকেল কলেজ
১১৩ BHMS সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ

 

আবেদন ফি

ব্যাচেলর অব হোমিওপ্যাথিক মেডিসিন এন্ড সার্জারী (বিএইচএমএস), ইউনানি মেডিসিন এন্ড সার্জারী (বিইউএমএস), এবং আয়ুর্বেদিক মেডিসিন এন্ড সার্জারী (বিএএমএস) কোর্স এ ভর্তির জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১,০০০/- টাকা।

 

আবেদন ফি জমাদান পদ্ধতি

আবেদন ফি জমা দেওয়া যাবে টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে। আবেদন ফি জমা না দেওয়ার পর্যন্ত অনলাইনে আবেদনকৃত আবেদনপত্র চূড়ান্ত ভাবে গৃহীত হবে না।

ফি জমা দেওয়া যাবে মাত্র দুটি SMS এর মাধ্যমে। নিচে কিভাবে SMS করবেন তা দেখানো হলো।

উল্লেখ্য আবেদন ফি জমা দিতে হলে Invoice No. এর প্রয়োজন হবে। Invoice No. পাওয়া যাবে অনলাইনে আবেদন ফরম সফলভাবে সম্পন্ন করার পর।

  • প্রথম SMS: UNAH <স্পেস> Invoice No. লিখে ম্যাসেজ সেন্ড করুন 16222 নম্বরে।
  • দ্বিতীয় SMS: UNAH <স্পেস> Yes <স্পেস> PIN No. লিখে ম্যাসেজ সেন্ড করুন 16222 নম্বরে।

প্রথম SMS সফল ভাবে সেন্ড করার পর ফিরতি ম্যাসেজ একটি PIN No. পাবেন যেইটি দ্বিতীয় SMS এ বসাতে হবে। দ্বিতিয় SMS টি সফল ভাবে পাঠালেই কেবল মাত্র আবেদন ফি কাটা হবে এবং আবেদন পত্র চূড়ান্তভাবে গৃহীত হবে।

 

প্রবেশ পত্র ডাউনলোড

এডমিট কার্ড বা প্রবেশ পত্র Download করতে পারবেন dghs.teletalk.com.bd এই ওয়েবসাইট থেকে। তবে প্রবেশ পত্র যখন অনলাইনে এভাইলেবল হবে শুধুমাত্র তখনি ডাউনলোড করতে পারবেন।

এডমিট কার্ড এভাইলেবল হলে আবেদনকারী প্রার্থীকে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। আবার এই www.dghs.gov.bd ওয়েবসাইটেও নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

Similar Posts

2 Comments

  1. প্রতি সপ্তাহে একদিন ক্লাস করে ডিএইচএমএস কোর্সটি করা যাবে?

    1. বিএইচএমএস কোর্সের জন্য সরকারি কোন প্রতিষ্ঠান এ ধরণের সুযোগ রাখে এমন কোন তথ্য আমাদের হাতে নেই।

      তবে আপনি বেসরকারি অনেক প্রতিষ্ঠান পাবেন যে সকল প্রতিষ্ঠান চাকরিজীবী শিক্ষার্থীদের জন্য এ ধরণের সুযোগ-সুবিধা দিয়ে থাকে। প্রতি সপ্তাহে শুধুমাত্র শুক্রবার ক্লাস নেয়।

      আমাদের এই পোস্টে সরকারি প্রতিষ্ঠানের হেল্পলাইন নম্বর এবং ই-মেইল এড্রেস দেওয়া আছে। সরকারি প্রতিষ্ঠানে বিএইচএমএস কোর্সের ক্লাস নেওয়ার ব্যাপারে জানতে হেল্পলাইন নম্বর কিংবা ই-মেইল ব্যবহার করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *