বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) এসএসসি ভর্তি তথ্য ২০২২-২০২৩

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) এসএসসি ভর্তি তথ্য ২০২২-২০২৩ বিস্তারিত সহকারে এই পোস্টের মাধ্যমে জানতে পারবেন। 2022-2023 শিক্ষাবর্ষে এস এস সি প্রোগ্রামে ভর্তি প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে। ভর্তি প্রক্রিয়া চলবে ১৪ আগস্ট ২০২২ তারিখ পর্যন্ত। চলুন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) এসএসসি ভর্তি বিজ্ঞপ্তি ২০২২-২০২৩ অনুসারে ভর্তি সম্পর্কিত বিস্তারিত তথ্য জেনে নেই। English Edition.

 

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এসএসসি ভর্তি তথ্য ২০২২-২০২৩

সংক্ষেপে বাউবি নামে পরিচিত বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় একটি পাবলিক বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টি ১৯৯২ সালের ২১ অক্টোবর প্রতিষ্ঠিত হয়েছিলো। এর মূল ক্যাম্পাস গাজীপুর জেলার বোর্ড বাজার এলাকায় অবস্থিত।

উইকিপিডিয়া (Wikipedia) মতে, তালিকাভুক্তি (Enrolemnt) অনুসারে এটি বিশ্বের ৭ম তম বৃহত্তম বিশ্ববিদ্যালয়।

২০২২-২৩ শিক্ষা বর্ষে এই বিশ্ববিদ্যালয়ের এসএসসি প্রোগ্রামে ভর্তির জন্য সম্প্রতি একটি ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। যে সকল শিক্ষার্থী বাউবি’র এস এস সি কোর্সে ভর্তি হতে আগ্রহী তারা এই পোস্টটি সম্পূর্ণ পড়তে পারেন।

এই পোস্টে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) এসএসসি ভর্তি বিজ্ঞপ্তি ২০২২-২০২৩ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

 

এক নজরে প্রয়োজনীয় তথ্যাবলী
  • অনলাইনে আবেদন শুরু: ০১ জুলাই ২০২২
  • আবেদন শেষ: ১৪ আগস্ট ২০২২
  • আবেদন ফি: ১০০/- টাকা
  • মোট ভর্তি ফি: ৪,৬৯৫/- বা ৪,৮৯৫/- টাকা
  • আবেদন লিঙ্ক: osaps.bou.edu.bd
  • অফিসিয়াল ওয়েবসাইট: www.bou.edu.bd

 

আরও পড়ুন: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) এইচএসসি ভর্তি তথ্য ২০২২-২০২৩

 

হেল্পলাইন নম্বর

ভর্তি সংক্রান্ত যে কোন তথ্য বা ভর্তি জন্য Online এ আবেদনের সময় কোন সমস্যার সম্মুখীন হলে জন্য নিম্নে উল্লিখিত হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে পারেন।

নম্বর যখন কল করতে পারবেন
01635832845

:

 

সকাল ০৮.০০ ঘটিকা – বিকাল ০৪.০০ ঘটিকা

01907451612

:

 

ভর্তির ন্যূনতম যোগ্যতা

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এসএসসি ভর্তি যোগ্যতা হলো, সরকার কর্তৃক স্বীকৃত যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান হতে জেএসসি/অষ্টম শ্রেনি/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

 

ভর্তি ফি

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এস এস সি প্রোগ্রামে ভর্তির জন্য ভর্তি ফি হিসেবে কত টাকা কি প্রয়োজন হবে তা নিচে টেবিলের মাধ্যমে তুলে ধরা হলো।

বিভাগ ভর্তি ফি
মানবিক ৪,৬৯৫/- টাকা
ব্যবসায় শিক্ষা ৪,৬৯৫/- টাকা
বিজ্ঞান ৪,৮৯৫ /- টাকা

 

বিশেষ দ্রষ্টাব্য: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এস এস সি ভর্তি তথ্য ২০২২-২০২৩ অনুসারে, ভর্তি ফি প্রদানের সময় নির্ধারিত মাধ্যমের জন্য চার্জ প্রযোজ্য হবে।

বিকাশ, শিউর ক্যাশ এবং ডিবিবিএল মাধ্যমের জন্য চার্জ হিসেবে যথাক্রমে ১.৫%, ১% এবং ১৫ টাকা অতিরিক্ত কাটা হবে। 

 

অনলাইনে আবেদন ও ফি জমাদান পদ্ধতি

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় -এর এসএসসি প্রোগ্রামে ভর্তির আবেদন প্রক্রিয়া নিচে ধাপে ধাপে উল্লেখ করা হলো।

প্রথম ধাপ: 2022-2023 শিক্ষাবর্ষে এস এস সি প্রোগ্রামে ভর্তিচ্ছু শিক্ষার্থী প্রথমে এই ওয়েবসাইট osapsnew.bou.ac.bd ভিজিট করুন।

দ্বিতীয় ধাপ: Open School (OS) অপশনে ক্লিক করুন।

তৃতীয় ধাপ: Secondary School Certificate (SSC) – Apply Now এ ক্লিক করুন।

চতুর্থ ধাপ: স্ক্রিনে প্রদর্শিত পেজে আবেদন ফরমটি দেখতে পাবেন। আবেদন ফরম প্রয়োজনীয় তথ্য দিয়ে পূরণ করুন।আবেদন ফরম যথাযথ ভাবে পূরণ করলে প্রার্থী SMS এর মাধ্যমে একটি টেম্পোরারি (Temporary) User ID ও Password পাবেন। User ID এবং Password সংরক্ষণ করে রাখুন

পঞ্চম ধাপ: এবার পেমেন্ট অপশন (Proceed to Payment) থেকে আর্টস/কমার্স গ্রুপের জন্য ৪,৬৯৫/- টাকা এবং সায়েন্স গ্রুপের জন্য ৪,৮৯৫/- টাকা ও চার্জ/কমিশন bKash/SureCash/DBBL এর মাধ্যমে প্রদান করতে হবে।

ষষ্ঠ ধাপ: ট্রানজেকশন আইডি (Transaction ID) ও নিজ মোবাইল নম্বর যথাস্থানে প্রদান করে সাবমিট (Submit) বাটনে ক্লিক করলেই SMS এর মাধ্যমে “পেমেন্ট সফল ভাবে সম্পন্ন হয়েছে” ম্যাসেজ পাবেন।

উপর্যুক্ত ধাপ গুলো সঠিকভাবে অনুসরণ করলে এবং আবেদন সফলভাবে সম্পন্ন হয়েছে ম্যাসেজ পেলেই আবেদন সম্পন্ন হবে। তবে আবেদনকালে কোন সমস্যার সম্মুখীন হলে উপরে দেওয়া হেল্পলাইন নম্বরে কল করতে হবে।

চলুন এবার আবেদনের শেষ ধাপ জেনে নেই। শেষ ধাপের মাধ্যমে জানতে পারবেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে কি কি লাগে।

 

শেষ ধাপ

  • টেম্পোরারি (Temporary) User ID এবং Passowrd ব্যবহার করে osapsnew.bou.ac.bd লিঙ্ক থেকে আবেদনপত্র ও পেমেন্ট স্লিপ প্রিন্ট করুন।
  • তারপর উক্ত পেমেন্ট স্লিপ এবং আবেদন পত্রের সাথে শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয় পত্র (NID) বা জন্ম নিবন্ধন সনদ এবং দুই কপি পাসপোর্ট সাইজের প্রার্থীর নিজের ছবি সংশ্লিষ্ট স্টাডি সেন্টারে জমা দিন।

উল্লেখ্য, উল্লিখিত কাগজপত্রাদি ০১ জুলাই ২০২২ তারিখ হতে  ১৪ আগস্ট ২০২২ তারিখের মধ্যে জমা করতে হবে।  

 

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) এসএসসি ভর্তি বিজ্ঞপ্তি ২০২২-২০২৩

 

Similar Posts

28 Comments

  1. বিকাশে পেমেন্ট এর ক্ষেত্রে পেমেন্ট রসিদ কিভাবে পাবো

  2. স্যার,,আমি ২০১৩ তে জেডিসি পরিক্ষার জন্য রেজিষ্ট্রেশন করেছিলাম,কিন্তু কিছু পার্সোনার সমস্যার জন্য পরিক্ষা দিতে পারি নাই, এখন আমি আবারও পড়াশোনা করতে চাই, আমি কি এখন ক্লাস ৯ এ ভর্তি হতে পারবো?

  3. আমি ভর্তি হওয়ার জন্য ৫০০০টাকা দিয়েছি আমার জেলার এক ইস্কুলে ওনারা আমাকে বলে মার্স মাসের শেসে ভর্তি করানো হবে

  4. আমার একজন বোন এসএসসিতে ভর্তি করাবো। এখন কি আবেদন করা যাবে?

    1. আমি ক্লাস নাইন এ ভর্তি হতে চাই আমি কি পারবো

  5. আমি ক্লাস নাইনে ভর্তি হতে চাচ্ছি। আমি কি পারব এখন ভর্তি হতে?

  6. আসসালামু আলাইকুম আমি ২০২২ এ ssc তে পরীক্ষা দিতে চাচ্ছি এখন কি ভর্তি হওয়ার সুযোগ আছে।

    1. The honored,
      SSC admission will be possible anyhow this year as online date is closed, or date again will be given this year?
      Pls let me know.

    2. আমার মেয়ে কে নবম শ্রেণিতে ভর্তি করতে চাই সে আগে পি এস সি পাশ করে ছিলো, এখন কি ভাবে ভতি করতে হবে? জানালে উপকার হবে।

  7. আসসালামু আলাইকুম আমি ওপেন এ ক্লাস ৯ এ ভর্তি হয়ছি ২০২২ সাল এ এখন আমি গ্রাম এ চলে আসছি আমি কি ২০২৩ সাল এ ক্লাস ১০ এ ভর্তি হতে পারবো???

  8. এস সি পাস ছাড়া ssc তে ভর্তি হওয়া যাবে কি না? যদি jscপাস ছাড়া ssc তে ভর্তি না হওয়া হয়।তাহলেopen university তে jsc তে ভর্তির ব্যবস্থা আছে কী না?‌‌ দয়া করে জানাবেন প্লিজ

  9. Dear sir,
    জে এস সি পাস ছাড়া ssc তে ভর্তি হওয়া যাবে কি না? যদি jscপাস ছাড়া ssc তে ভর্তি না হওয়া হয়।তাহলেopen university তে jsc তে ভর্তির ব্যবস্থা করেন।

  10. আসসালামু আলাইকুম স্যার আমি মোঃ লুৎফুর রহমান দয়া করে আমাকে যদি ভর্তি করেন আমার জীবন একটা বিরাট বড় উপকার হবে 28 ফেব্রুয়ারি 2022

    1. অনলাইনে আবেদনের সময় শেষ হয়ে গেছে। আপনি এখন কলেজের প্রশাসনিক ভবনে যোগাযোগ করতে পারেন।

    2. অনলাইনে আবেদন করে
      ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে পারবেন
      নিকটস্থ কম্পিউটার দোকান হতে আবেদন করতে পারবেন

      1. আমি এই বছর ক্লাস নাইন এ ভর্তি হতে চাই।এখন কি ভর্তি হওয়া যাবে

        1. আমি এই বছর ক্লাস নাইন এ ভর্তি হতে চাই।এখন কি ভর্তি হওয়া যাবে

          1. আমি এখন নবম শ্রেনী তে র্ভতি হতে চাই যোগাযোগ করব কোথাই পাচ্ছি কেউ হেল্প করেন প্লিজ

        2. আমি ভর্তি হওয়ার জন্য ৫০০০টাকা দিয়েছি আমার জেলার এক ইস্কুলে ওনারা আমাকে বলে মার্স মাসের শেসে ভর্তি করানো হবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *