ভূমি মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

ভূমি মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ প্রকাশিত হয়েছে। 31 জানুয়ারি 2023 তারিখে প্রকাশিত এ জব সার্কুলার অনুযায়ী, শুধুমাত্র সার্ভেয়ার পদে ২৮১ জন লোক নিয়োগ দেওয়া হবে।

ভূমি মন্ত্রণালয়ে চাকরি করতে আগ্রহী প্রার্থীদের minland.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।

আপনিও কি ভূমি অফিসে কাজ করতে আগ্রহী? চলুন তাহলে আবেদন ফরম পূরণ প্রক্রিয়া সহ চাকরির সকল খবর বিস্তারিত সহকারে জেনে নেই Vumi montronaloy job circular 2023-এর আলোকে। English Edition.

 

ভূমি মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

বাংলাদেশের একটি সরকারী মন্ত্রক হল ভূমি মন্ত্রণালয় যা ভূমি এবং অন্যান্য বিষয়গুলির উপর জাতীয় নীতি প্রণয়ন ও বাস্তবায়নের জন্য দায়ীত্বরত রয়েছে। এটি ২০ জানুয়ারি ১৯৭২ সালে গঠিত হয়েছিলো।

ভূমি মন্ত্রণালয় এ জনবল নিয়োগ দেওয়া হবে। যথাযথ যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন আপনিও।

চলুন ভূমি অফিসে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ এর আদ্যোপান্ত জেনে নেই এই পোস্টের মাধ্যমে।

 

এক নজরে গুরুত্বপূর্ণ তথ্যাবলী
  • সংস্থা: ভূমি মন্ত্রণালয়
  • বিজ্ঞপ্তি প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৩
  • ক্যাটাগরি: ০১ টি
  • শূন্যপদের সংখ্যা: ২৮১ টি
  • চাকরির ধরণ: ফুল টাইম
  • কর্মস্থল: বাংলাদেশের যেকোন স্থান
  • আবেদন মাধ্যম: অনলাইন
  • আবেদন ফি: ২২৩/- টাকা
  • অনলাইনে আবেদন শুরু: ০৮ ফেব্রুয়ারি ২০২৩
  • আবেদনের শেষ সময়: ০৯ মার্চ ২০২৩

 

আরও পড়ুন: সকল এনজিও চাকরির খবর

 

শূন্যপদ সম্পর্কিত সকল তথ্য

ভূমি মন্ত্রণালয় জব সার্কুলার ২০২৩ এ উল্লিখিত শূন্যপদ সংক্রান্ত বিস্তারিত তথ্য নিম্নে বর্ণনা করা হলো।

পদের নাম: সার্ভেয়ার
শূন্যপদের সংখ্যা: ২৮১ টি
বেতন স্কেল: ১০,২০০ – ২৪,৬৮০/- টাকা
গ্রেড: ১৪ তম
শিক্ষাগত যোগ্যতা: ডিপ্লোমা ডিগ্রী
অভিজ্ঞতা: প্রয়োজন নেই
বয়স: অনূর্ধ্ব ৩০ বছর।

 

প্রার্থীর বয়স সংক্রান্ত কিছু তথ্য

চলুন আবেদনের পূর্বে বয়স সংক্রান্ত কিছু তথ্য জেনে নেই।

  • ০১ মার্চ ২০২৩ তারিখে প্রার্থীর সর্বোচ্চ বয়স ৩০ (ত্রিশ) বছর হতে পারবে;
  • তবে আপনার কোটা থাকলে আপনার জন্য সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর;
  • বয়স প্রমাণের জন্য যে কোন প্রকার Affidavit অগ্রহণযোগ্য বলে বিবেচিত হবে।

 

আবেদন সংক্রান্ত সকল তথ্য

আপনাকে টেলিটক লিমিটেড এর আবেদন সংক্রান্ত ওয়েবসাইট minland.teletalk.com.bd এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আগামি ০৮ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ হতে আবেদন প্রক্রিয়া শুরু হবে। আবেদনের শেষ সময় ০৯ মার্চ ২০২৩ তারিখ। চলুন Bhumi montronaloy job circular 2023 এর আলোকে দেখি কিভাবে আবেদন করবেন।

 

আবেদন পদ্ধতি

  1. minland.teletalk.com.bd ওয়েবসাইট ভিজিট করুন।
  2. Apply Now এ ক্লিক করুন।
  3. Surveyor পদের নামের উপর ক্লিক করুন।
  4. “No” সিলেক্ট করে Next এ ক্লিক করুন।
  5. ভূমি মন্ত্রণালয় আবেদন ফরম পেয়ে যাবেন।

 

আবেদন ফি জমাদান পদ্ধতি

টেলিটক সার্ভিস চার্জসহ আবেদন ফি ২২৩/- টাকা। শুধুমাত্র User ID প্রাপ্ত প্রার্থীগণ নিম্নোক্ত পদ্ধতিতে এসএমএস এ আবেদন ফি জমা দিতে পারবেন।

প্রথম SMS: MINLAND <স্পেস> User ID লিখে 16222 নম্বরে Send করতে হবে।

দ্বিতীয় SMS: MINLAND <স্পেস> Yes <স্পেস> PIN লিখে 16222 নম্বরে Send করতে হবে।

উল্লেখ্য, এসএমএস করতে হবে টেলিটক সিমের মাধ্যমে।

 

ভূমি মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি 2023

Vumi montronaloy job circular 2023 নিম্নে দেওয়া হলো।

৩১ জানুয়ারি ২০২৩ তারিখে প্রকাশিত ভূমি মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ৩১ জানুয়ারি ২০২৩ তারিখে প্রকাশিত ভূমি মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি

 

আরও পড়ুন: ০৫ টি শূন্য পদে জনবল নিয়োগ দেবে বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান

 

ভূমি মন্ত্রণালয় নিয়োগ পরীক্ষা ও প্রবেশপত্র ডাউনলোড

লিখিত পরীক্ষা MCQ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই কেবল মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। সকল প্রার্থীকে স্বাস্থ্য বিধি মেনে লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

নিয়োগ পরীক্ষার স্থান, তারিখ ও সময় সংক্রান্ত যাবতীয় খবর ভূমি মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইট minland.gov.bd ও minland.teletalk.com.bd এর মাধ্যমে জানতে পারবেন। এডমিট কার্ড ডাউনলোড সংক্রান্ত নোটিশও একি সময়ে পাবেন।

তবে যে সকল আবেদনকারী প্রাথমিকভাবে যোগ্য বলে বিবেচিত হবেন তারা SMS এর মাধ্যমেই নিয়োগ পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য জানতে পারবেন।

 

প্রয়োজনীয় কাগজপত্রাদি

মৌখিক পরীক্ষার যে সকল কাগজপত্রাদির মূলকপি দেখাতে হবে তার লিস্ট ভূমি মন্ত্রণালয়ে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী নিম্নে বর্ণনা করা হলোঃ

  • সকল সনদ/প্রত্যয়ন পত্র;
  • অনাপত্তিপত্র (প্রযোজ্য ক্ষেত্রে);
  • সংশ্লিষ্ট জেলার স্থায়ী বাসিন্দা হিসেবে সিটি কর্পোরেশন/পৌরসভা/ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রদত্ত সনদ;
  • জাতীয় পরিচয়পত্র;
  • চারিত্রিক সনদপত্র।

 

অন্যান্য তথ্য

  • নির্দিষ্ট কিছু জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
  • আবেদনকারীকে অবশ্যই তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার বিষয়টি আবেদনে উল্লেখ্য করতে হবে।
  • আবেদনকারীর সকল তথ্য যেমনঃ নিজের নাম, পিতার নাম, মাতার নাম ইত্যাদি সংশ্লিষ্ট সনদে যেভাবে লেখা রয়েছে ঠিক সেভাবেই লিখতে হবে।
  • প্রার্থীগণকে নিজ নিজ স্থায়ী ঠিকানা দিয়ে আবেদন করতে হবে। অস্থায়ী ঠিকানা দিয়ে আবেদন করা যাবে না।
  • চাকুরীরত প্রার্থীদের অবশ্যই নিয়োগ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করতে হবে।

 

আরও পড়ুন: ১১০ টি শূন্য পদে জনবল নিয়োগ দেবে BIWTC

 

বিশেষ দ্রষ্টাব্যঃ আবেদন করার পূর্বে সকল প্রার্থীকে ভূমি মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ একবার ভাল করে পড়ে নিতে পরামর্শ দেওয়া যাচ্ছে।

Similar Posts

14 Comments

  1. আমি এটা চাকরি করতে চাই অফিস পদে আমি এইচ এস সি পাশ

  2. ডিগ্রী করলাম 3 বৎছর মেয়াদী। প্রিলি তে ভর্তি হইলাম । 1 বৎছর ছয় মাস ডিসি অফিজে রেকর্ড রুমে চাকরী করলাম ।তারপর ভুমি অফিসে 3 মাস চাকরী করলাম । তারপরে এসি ল্যান্ড অফিসের চাকরী করতেছি 7 মাস প্লাস । কিন্তু বিঞ্জান বিভাগে স্নাতক বা সমমান কোনটাই নাই তার জন্যে চাকরীতে এপ্লাই করতে পারলাম না । আমার একটা প্রশ্ন আছে । বিঞ্জান বিভাগে স্নাতক যারা করবে তারা কোন দুঃখে 3 বৎসর মেয়াদী এই কাজ এ যোগদান করবে । যোগ্যতা থাকা সত্বেও পারলাম না এপ্লাই করতে। এই দেশে চাকরীর আশা না করে তাই এখন টাকা যোগার করে বিদেশে যাবার প্লানিং করতেছি । অন্তত ভাল কোন দেশে পারমানেন্ট হতে পারলে নিজের যোগ্যতা অনুযায়ী চাকরী করতে পারব

    1. ভূমি অফিসে চাকরি করছেন কিভাবে??
      কোনো সার্কুলারের মাধ্যমে ঢুকছেন?
      ডি,সি অফিসের নিয়োগে ঢুকছেন?

  3. আমার ছোট ভাই ভূমি অফিসে চাকরি নিতে ইচ্চুক খবরটা আমি জানার কারণে ছোট ভাইয়ের হয়ে আমি apply করতেছি. আসি করি ছোট ভাইয়ের চাকরিটা হলে তার বেকারত্ব দোর হবে এবং তার জীবনটা সুন্দর হবে সে সাথে আমিও আমার পরিবার ভুমি অফিসের প্রতি কৃতঙ্গ থাকিব!
    নামঃ আবুল মনজুর (ছোট ভাই) কক্সবাজার

  4. আমি ভুমি অফিসে চাকরি করতে চাই,আমি এইচএসসি পাস করেছি,আমাকে চাকরির দিলে আমার সন্তানদের সুশিক্ষিত করতে পারবো,অসচ্ছলতার কারণে সন্তান রা সমাজে পিছিয়ে আছে,তাদের ভবিষ্যত কি হবে দু:শচিন্তায় আছি।

    1. জ্বি, আপনি আবেদন করুন। আশা করি আপনি চাকরিটা পেয়ে যাবেন।

    2. চাকরি টা কি এত সহজ, চাকরি টা ও প্রেম এর মতো প্রেমিক বুঝলে, প্রেমিকা বোঝেনা। প্রেমিকা বুঝলে প্রেমিক বুঝে না। আর দুজনে বুঝলে মা, বাবা বুঝে না। চাকরি টা ঠিক তেমনি এস,এস, সি থাকলে এইচ,এস,সি লাগবে, এইচ এস সি থাকলে স্নাতক লাগবে, অবিজ্ঞতা না থাকলে, অভিজ্ঞতা লাগবে, অভিজ্ঞতা থাকলে শিক্ষাগত যোগ্যতা লাগবে।
      ২টার একটা খুজেন হয় অভিজ্ঞতা না হয় শিক্ষা। এত দিন প্রতিটি অফিসে যারা দক্ষতার সহিত কাজ করছে তাদের নিন। উল্ট পাল্টা চিন্তা বাদ দেন।

  5. আমি ভুমি মন্ত্রালয়ে কাজ নিতে ইচ্ছুক।
    আমার নাম শেখ সাহাবুদিদন।
    আমার বাসস্থান নওয়াপাড়া,অভয়নগর, যশোর।
    আমি এস,এস,সি পাশ।
    আমার GPA হচ্ছে ৩.০৬।

  6. আমি ভুমি মন্ত্রালয়ে কাজ নিতে ইচ্ছুক।
    আমার নাম সাইফুল ইসলাম।
    আমার বাসস্থান ঢাকা,নবাবগঞ্জ।
    আমি ইন্টারমিডিয়েট পাস।
    আমার GPA হচ্ছে ২.৯২।

      1. আমি ভূমি মন্ত্রালয়ে কাজ নিতে ইচ্ছুক।
        আমার নাম অভি শিকদার।
        আমান বাসস্থান কোটালিপাড়া,গোপালগঞ্জ,ঢাকা।
        আমি এসএসসি পাশ।(বিজ্ঞান বিভাগ)
        আমার জিপিএ ৪.০০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *