বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ সার্কুলার 2022 PDF ডাউনলোড করে নিন এই পোস্টের মাধ্যমে। নতুন সার্কুলারটি সর্বপ্রথম প্রকাশিত হয়েছে অফিসিয়াল ওয়েবসাইট joinairforce.baf.mil.bd -এ। আবেদন শুরু হবে ০৮ মে ২০২২ তারিখ হতে। আবেদন করতে পারেন আপনিও। কিভাবে আবেদন করবেন? আবেদন যোগ্যতা কি? আজ আমরা এ সংক্রান্ত সকল বিস্তারিত তথ্য জানবো বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ এর আলোকে। English Edition.
বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ সার্কুলার 2022
আজ থেকে প্রায় ৪৯ বছর আগে, ১৯৭১ সালের ২৮ সেপ্টেম্বর বাংলাদেশ বিমান বাহিনী প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশ বিমান বাহিনী সশস্ত্র বাহিনীর একটা বিমান যুদ্ধ শাখা। বাংলার আকাশ শত্রুমুক্ত রাখার জন্য এ বাহিনী সর্বদা দায়িত্বরত রয়েছে।
বিমান বাহিনীতে চাকরি করতে আগ্রহী বাংলাদেশের সকল যুবকের জন্য সুখবর! সম্প্রতি এই বাহিনীর এমওডিসি (এয়ার) হিসেবে জনবল নিয়োগের লক্ষ্যে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তবে শূন্যপদ সংখ্যা নির্দিষ্ট করা হয়নি।
চাকরির বিজ্ঞপ্তি অনুযায়ী, শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আবেদন করতে পারবেন শুধু মাত্র এসএসসি (SSC) সার্টিফিকেটধারী হলেই। বিমান সেনা নিয়োগ 2022 এ দেওয়া তথ্যানুসারে চলুন তাহলে আরো বিস্তারিত জেনে নেই।
এক নজরে প্রয়োজনীয় তথ্যাবলী |
---|
|
আরোও পড়তে পারেন:
আবেদন সংক্রান্ত সকল তথ্য
নতুন প্রকাশিত বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ অনুসারে আবেদন সংক্রান্ত সকল তথ্য এই সেকশন হতে জেনে নিতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতা
বিমান বাহিনীতে যোগ দিতে হলে প্রার্থীকে অবশ্যই এসএসসি (SSC) পাশ করতে হবে। তবে অবশ্যই আপনাকে ২.০০ পয়েন্ট পেয়ে পাশ করতে হবে।
অন্যান্য যোগ্যতা
নাগরিকত্ব: বাংলাদেশী।
বৈবাহিক অবস্থা: অবিবাহিত।
বয়স: ১৬ হতে ২১ বৎসর।
উচ্চতা: ৫ ফুট ৮ ইঞ্চি।
বুকের মাপ: ৩০ ইঞ্চি। তবে সম্প্রসারিত অবস্থায় ৩২ ইঞ্চি হতে হবে।
ওজন: বয়স ও উচ্চতা অনুযায়ী।
দৃষ্টিশক্তি: ৬/৬
উল্লেখ্য, বিমান সেনা নিয়োগ ২০২২ অনুযায়ী, বয়স হিসেব করা হবে ০২ অক্টোর ২০২২ তারিখে বয়স যত বছর হবে তত বছর।
প্রার্থীর অযোগ্যতা
- আপনি কোন সরকারি চাকুরী হতে অপসারিত বা বরখাস্ত হলে আবেদন করতে পারবেন না। এছাড়াও আপনি যদি স্বেচ্ছায় সরকারি চাকুরী হতে অবসর গ্রহণ করে থাকেন তাহলেও আবেদন করতে পারবেন না।
- কোন ফৌজধারী অপরাধের জন্য দন্ডপ্রাপ্ত হলে আপনি আবেদনের অযোগ্য বলে বিবেচিত হবে।
- সরকারি চাকরিতে নিয়োগ নিষিদ্ধ ঘোষিত হলেও আপনি আবেদন করতে পারবেন না।
আবেদনের সময়সীমা
Online -এ আবেদন করতে পারবেন ০৮ মে ২০২২ তারিখ হতে। আবেদনের শেষ সময় ১৪ মে ২০২২ তারিখ।
অনলাইনে আবেদন করার নিয়ম
বিমান বাহিনীর এমওডিসি (এয়ার) হিসাবে নিযুক্ত হতে আগ্রহী প্রার্থীগণ কিভাবে অনলাইনে বিমান বাহিনী নিয়োগ ফরম পূরণ করবেন তা নিচে ধাপে ধাপে বর্ণনা করা হলো।
- প্রথমে এই joinairforce.baf.mil.bd ওয়েবসাইট ভিজিট করুন।
- “Apply Now” অপশনটিতে ক্লিক করুন। অপশনটি নিচের স্ক্রিনশটের মত স্ক্রিনের মাঝ বরাবর পাবেন।
- এখন নির্দেশনা অনুসরণ করুন এবং রেজিস্ট্রেশন সম্পন্ন করুন। রেজিস্ট্রেশন সম্পন্ন করতে অনলাইন পদ্ধতিতে ফি বাবদ ১৫০/- টাকা পরিশোধ করতে হবে। ফি পরিশোধ করা হলে প্রার্থীর মোবাইল নম্বরে একটি User ID এবং Password দেওয়া হবে।
- উক্ত User ID এবং Password ব্যাবহার করে ‘Login’ করুন। লগ ইন করে আবেদন ফরম পূরন করুন এবং প্রিন্ট করুন।
আরোও পড়তে পারেন:
বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
নিচে বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ সার্কুলার ২০২২ দেওয়া হলো। বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে নিচের “ডাউনলোড” ব্যাটন প্রেস করুন।
আরোও পড়তে পারেন:
বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ পরীক্ষা
সকল প্রার্থীদের ০৩ টি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পরীক্ষাগুলো হলো-
- লিখিত পরীক্ষা
- ডাক্তারী পরীক্ষা
- ও মৌখক পরীক্ষা।
বিমানবাহিনীর লিখিত পরীক্ষার প্রশ্ন করা হবে বাংলা ও ইংরেজি বিষয়ের উপর।
নিয়োগ পরীক্ষার সময়সূচী
নিচের ছবি হতে নিয়োগ পরীক্ষার তারিখ, কেন্দ্র ও সময়সূচী দেখে নিন।
প্রয়োজনীয় কাগজপত্রাদি
নিম্নে উল্লিখিত কাগজপত্রাদি আপনাকে যথাসময়ে জমা দিতে হবে।
- সকল শিক্ষাগত যোগ্যতার সনদ (সত্যায়িত);
- প্রশংসাপত্র (সত্যায়িত);
- নম্বরপত্র (সত্যায়িত);
- নাগরিকত্ব সনদ;
- চারিত্রিক সনদ;
- বৈবাহিক অবস্থার সনদ;
- স্থায়ী ঠিকানার সনদ;
- ১২ কপি ছবি (সত্যায়িত);
- শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ;
- জন্মনিবন্ধন বা এনআইডি কার্ডের ফটোকপি (সত্যায়িত);
আরোও পড়তে পারেন:
পূর্বে প্রকাশিত বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ সার্কুলার
উল্লেখ্য, আবেদনের পূর্বে উপরে দেওয়া বিমান বাহিনী সৈনিক নিয়োগ বিজ্ঞপ্তি 2022 একবার ভাল করে পড়ে নিতে পরামর্শ দেওয়া যাচ্ছে।
আমি বিমান বাহিনীতে যোগ দিতে চাই
আমি বিমান বাহিনীর সুযোগ সুবিধা সম্পর্কে জানতে চাই
সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পোস্টে উল্লিখিত সার্কুলার সম্পূর্ণ পড়ুন।
আমি বাংলাদেশ বিমান বাহিনী তে যোগ দিতে চাই
নেত্রকোনা জেলার exam কবে থেকে শুরু হবে???
১২ সেপ্টেম্বর হতে পর্যায়ক্রমে তারিখ প্রকাশিত হবে।
আমার রোল নম্বর খুজে পেলাম না এখন কি করবো। খুলনা থেকে,,২২১১৬৫৭২,এটা
আমি আবেদন করবো কিভাবে একটু সাহায্য করবেন প্লিজ।
আপনি ইউটিউব থেকে এপ্লাই করার বিষয়ে ভিডিও দেখতে পারেন। ইউটিউবে একটু খুঁজলেই পাবেন।
আমি এপ্লাই করতে পরতেছিনা