বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ (১৩ টি শূন্যপদ)

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ – বেবিচক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ PDF আকারে অফিসিয়াল ওয়েবসাইট www.caab.gov.bd-এ প্রকাশ হয়েছে। এয়ারপোর্টে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রথম প্রকাশ হয়েছে গত 11 জানুয়ারি 2022 তারিখে। ১৩ টি শূন্যপদে লোকবল নিয়োগ দেওয়া হবে। সিভিল এভিয়েশন অথরিটি তে চাকরি করতে ইচ্ছুক প্রার্থীদের সরাসরি/ডাকযোগে আবেদন করতে হবে। এই পোস্টের মাধ্যমে এয়ারপোর্ট বা বিমানবন্দরে চাকরির নিয়োগ নোটিশ সম্পর্কিত সকল তথ্য বিস্তারিতভাবে জানতে পারবেন। English Edition.

 

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

 

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ একটি সরকারী মালিকাধীন সংস্থা। এটি সংক্ষেপে বেবিচক নামে পরিচিত। বেবিচক বাংলাদেশের বিমান চলাচল এর সকল কার্যক্রম নিয়ন্ত্রন করে থাকে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বিভিন্ন শূন্যপদ পূরণের লক্ষ্যে একটি চাকরির নোটিশ প্রকাশ করেছে। এয়ারপোর্টে চাকরি করতে চাইলে আপনিও আবেদন করতে পারেন।

চলুন তাহলে এই পোস্টের মাধ্যমে বিমানবন্দরে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ সম্পর্কে বিস্তারিত জেনে আসি।

 

এক নজরে বেবিচক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
  • সংস্থা: বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)
  • বিজ্ঞপ্তি প্রকাশ: ১১ জানুয়ারি ২০২২
  • ক্যাটাগরি: ০৮ টি
  • শূন্যপদের সংখ্যা: ১৩ টি
  • চাকরির ধরণ: ফুল টাইম
  • কর্মস্থল: বাংলাদেশের যেকোন স্থান
  • বেতন: ১,১৭,০০০-৫,৭৫,০০০/-
  • আবেদন ফি: ১,০০০/-
  • আবেদন মাধ্যমে: Online
  • অনলাইনে আবেদন শুরু: ১১ জানুয়ারি ২০২২
  • আবেদনের শেষ সময়: ৩০ জানুয়ারি ২০২২
  • অফিসিয়াল ওয়েবসাইট: www.caab.gov.bd

 

আরও পড়ুন: সকল সরকারি চাকরির খবর

 

শূন্যপদ সম্পর্কিত সকল তথ্য

শূন্যপদ সম্পর্কিত বিস্তারিত তথ্য বাংলাদেশ এয়ারপোর্ট নিয়োগ ২০২২ এর আলোকে নিচে তুলে ধরা হলো।

 

১. পদের নাম: বিশেষ পরিদর্শক (Senior Flight Operation Inspector)- ফিক্সড উইং

শূন্যপদের সংখ্যা: ০৩ টি;

বেতন স্কেল: ৫,৭৫,০০০/- টাকা;

শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান গ্রুপ হতে এইচএসএসি (HSC) পাশ করতে হবে;

বয়স: সর্বোচ্চ ৬০ বছর।

২. পদের নাম: বিশেষ পরিদর্শক (SMS)

শূন্যপদের সংখ্যা: ০১ টি;

বেতন স্কেল: ১,৬২,০০০/- টাকা;

শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিষয়ে স্নাতক পাশ;

বয়স: সর্বোচ্চ ৬০ বছর।

৩. পদের নাম: বিশেষ পরিদর্শক (Aviation Public Health)

শূন্যপদের সংখ্যা: ০১ টি;

বেতন স্কেল: ১,৬২,০০০/- টাকা;

শিক্ষাগত যোগ্যতা: এমপিএইচ পাশ করতে করতে হবে;

বয়স: সর্বোচ্চ ৬৫ বছর।

৪. পদের নাম: বিশেষ পরিদর্ষক (Operations)-AT

শূন্যপদের সংখ্যা: ০২ টি;

বেতন স্কেল: ১,৬২,০০০/- টাকা;

শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর পাশ;

বয়স: সর্বোচ্চ ৬০ বছর।

৫. পদের নাম: এভিয়েশন এটর্নী

শূন্যপদের সংখ্যা: ০১ টি;

বেতন স্কেল: ১,১৭,০০০/- টাকা;

শিক্ষাগত যোগ্যতা: আইন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী;

বয়স: সর্বোচ্চ ৩৫ বছর।

৬. পদের নাম: বিশেষ পরিদর্শক (Personnel Licensing) 

শূন্যপদের সংখ্যা: ০১ টি;

বেতন স্কেল: ১,১৭,০০০/- টাকা;

শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান গ্রুপ হতে এইচএসএসি (HSC) পাশ করতে হবে;

বয়স: সর্বোচ্চ ৫৫ বছর।

৭. পদের নাম: বিশেষ পরিদর্শক (Operations)-PEL

শূন্যপদের সংখ্যা: ০২ টি;

বেতন স্কেল: ১,১৭,০০০/- টাকা;

শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান গ্রুপ হতে এইচএসসি (HSC) পাশ করতে হবে;

বয়স: সর্বোচ্চ ৫৫ বছর।

৮. পদের নাম: বিশেষ পরিদর্শক (Operations)-AIR

শূন্যপদের সংখ্যা: ০২ টি;

বেতন স্কেল: ১,১৭,০০০/- টাকা;

শিক্ষাগত যোগ্যতা: নিম্নে উল্লিখিত যে কোন বিষয়ে স্নাতক পাশ করতে হবে-

  • এ্যারোনটিক্যাল
  • ইলেকট্রনিক্স
  • ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স প্রকৌশল
  • এরোস্পেস
  • ইলেকট্রনিক্স ও টেলিকম প্রকৌশল

বয়স: সর্বোচ্চ ৫৫ বছর।

 

আরও পড়ুন: ৪৫ টি শূন্য পদে জনবল নিয়োগ দেবে তথ্য অধিদফতর

 

এয়ারপোর্টে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি 2022

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বা সিভিল এভিয়েশন অথরিটি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ নিচে দেওয়া হলো। বিজ্ঞপ্তির সাথে PDF ডাউনলোড বাটন যুক্ত করে দেওয়া হয়েছে।

 

 

আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য

আবেদন করতে হবে ডাকযোগে অথবা সরাসরি। তবে আপনি যেভাবেই আবেদন করেন আপনাকে অবশ্যই ৩০ জানুয়ারি ২০২২ তারিখের মধ্যে নিম্নবর্ণিত ঠিকানায় অফিস চলাকালীন সময়ের মধ্যে আবেদনপত্র পৌঁছাতে হবে।

 

আবেদনপত্র প্রেরণের ঠিকানা

চেয়ারম্যান,

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ,

সদর দপ্তর, কুর্মিটোলা, ঢাকা-১২২৯।

ঠিকানাটি নতুন প্রকাশিত এয়ারপোর্ট নিয়োগ বিজ্ঞপ্তি 2022 হতে নেওয়া।

 

প্রয়োজনীয় তথ্যাদি

সাদা কাগজে লিখিত দরখাস্তে নিম্নবর্ণিত তথ্যাদি অবশ্যই থাকতে হবে:

  • নাম (বাংলা ও ইংরেজিতে);
  • পিতার নাম (বাংলা ও ইংরেজিতে);
  • মাতার নাম (বাংলা ও ইংরেজিতে);
  • বর্তমান ঠিকানা;
  • স্থায়ী ঠিকানা;
  • মোবাইল নম্বর;
  • ই-মেইল;
  • শিক্ষাগত যোগ্যতা;
  • জন্ম তারিখ ও বয়স (১৫ জানুয়ারি ২০২২);
  • জাতীয়তা;
  • ধর্ম;
  • অভিজ্ঞতা।

 

প্রয়োজনীয় কাগজপত্রাদি

আবেদনপত্রের সাথে অবশ্যই নিম্নবর্ণিত কাগজপত্র সংযুক্ত করতে হবে।

  • জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি;
  • জাতীয়তা সনদপত্রের মূলকপি;
  • ০৩ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি;
  • শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত কপি;
  • এভিয়েশন সংক্রান্ত লাইসেন্স/সার্টিফিকেট ও অভিজ্ঞতার সত্যায়িত কপি;
  • ১,০০০/-টাকা মূল্যের ব্যাংক ড্রাফট/পে-অর্ডার।

 

আরও পড়ুন: ৫৮ টি শূন্য পদে জনবল নিয়োগ দেবে বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি

 

অন্যান্য তথ্য

  • অবশ্যই খামের উপর পদের নাম ও এরিয়া উল্লেখ করতে হবে।
  • চাকুরীরত প্রার্থীদের অবশ্যই No-objection লেটার প্রদর্শন করতে হবে।
  • অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।
  • প্রার্থীকে সাক্ষাৎকার/মৌখক পরীক্ষার জন্য কোন প্রকার যাতায়াত/দৈনিক ভাতা প্রদান করা হবে না।
  • অবশ্যই বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ কোন কারণ দর্শানো ব্যাতিরেকে এয়ারপোর্টে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি 2022 সংশোধন/বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।

Similar Posts

3 Comments

  1. আমি জব করতে চাই
    লক্ষ্মীপুর জেলা থেকে বলছিলাম

  2. নাম অমিদ হাসান
    আমি জব করতে চাই
    লক্ষ্মীপুর জেলা থেকে বলছিলাম
    মোবাইল নাম্বার
    01894319876
    আমাকে জানাবেন
    আমি জব করতে চাই

Comments are closed.