বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ PDF প্রকাশিত হয়েছে। মোট ৩৩ টি শূন্যপদ নিয়ে ০১ টি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অফিসিয়াল ওয়েবসাইট bpdb.gov.bd -এ। আবেদন শুরু হবে ১৭ অক্টোবর ২০২১ তারিখ হতে। আগ্রহী প্রার্থীগণ Online-এ আবেদন করতে পারেন। চলুন, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি 2021 অনুসারে আরো বিস্তারিত ভাবে জানি। English Edition.
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
একটি সরকারি মালিকাধীন সংস্থা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিডিবো); যেটি ১৯৭২ সালে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের পর প্রতিষ্ঠিত হয়েছিলো। দেশের বিদ্যুৎ খাতের উন্নয়নের লক্ষ্যে মূলত সংস্থাটি তৈরি করা হয়েছিল।
এই সরকারি সংস্থাটি বাংলাদেশের বিদ্যুৎ অবকাঠামো পরিকল্পনা ও উন্নয়ন এবং বিদ্যুৎ উৎপাদন সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনা করে থাকে। তবে সংস্থাটি প্রধানত দেশের শহরাঞ্চলে বিদ্যুৎ উৎপাদন ও বন্টনের একটা বড় অংশের দায়িত্বে রয়েছে।
০৬ টি ক্যাটেগরিতে ৩৩ টি শূন্যপদ পূরণের লক্ষ্যে সংস্থাটি সম্প্রতি একটি সার্কুলার প্রকাশ করছে। এই পোস্টের মাধ্যমে এই বিদ্যুৎ বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ -এর আদ্যোপান্ত সম্পর্কেই আমরা জানবো।
এক নজরে গুরুত্বপূর্ণ তথ্যাবলী |
---|
|
আরো পড়তে পারেন:
পদ সংক্রান্ত তথ্যাবলী
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী পদ সংক্রান্ত বিভিন্ন তথ্যাবলী চলুন এক নজরে দেখে নেই।
ক্র. নং. | পদ | পদ সংখ্যা | বেতন স্কেল |
০১ | সহকারী পরিচালক (প্রশাসন) | ১১ টি | ২২,০০০/- থেকে ৫৩,০৬০/- |
০২ | সহকারী পরিচালক (নিরাপত্তা ও অনুসন্ধান) | ০৪ টি | “ |
০৩ | সহকারী পরিচালক (জনসংযোগ) | ০২ টি | “ |
০৪ | রসায়নবিদ | ০৯ টি | “ |
০৫ | ক্রয়/ভান্ডার/সিএন্ডএফ কর্মকর্তা | ০৫ টি | “ |
০৬ | সহকারী নিরাপত্তা কর্মকর্তা/ আঞ্চলিক গোয়েন্দা কর্মকর্তা | ০২ টি | ১২,৫০০/- থেকে ৩০,২৩০/- (সংশোধিত) |
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
নিম্নে ডাউনলোড লিঙ্কসহ বিজ্ঞপ্তিটি দেওয়া হলো।
আরোও পড়তে পারেন:
অনলাইনে আবেদন পদ্ধতি
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নোটিশ অনুসারে আবেদন সংক্রান্ত বিভিন্ন তথ্য নিচে তুলে হরা হলো।
আবেদন যোগ্যতা
বয়স: ২৫ মার্চ ২০২০ তারিখে আবেদনকারী প্রার্থীর বয়স বয়স ১৮ থেকে ৩০ বছর পর্যন্ত হতে পারবে। তবে প্রতিবন্ধী এবং মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে সর্বোচ্চ ৩২ বছর।
শিক্ষাগত যোগ্যতা: বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নিয়োগ 2021 -এ উল্লখিত ০৬ টি পদের জন্য ভিন্ন ভিন্ন শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। আবেদনকারী প্রার্থী অবশ্যই যেকোন অদে আবেদনের পূর্বে বিজ্ঞপ্তি থেকে শিক্ষাগত যোগ্যতা দেখে নিবেন।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড অনলাইন আবেদন ফরম পূরণ
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের Online আবেদন ফরম পূরণ ও পরীক্ষার ফি জমা নেওয়া শুরু হবে ১৭ অক্টোবর ২০২১ তারিখ সকাল ১০.০০ ঘটিকা হতে। এই প্রক্রিয়া শেষ হবে আগামী ১৫ নভেম্বর ২০২১ তারিখ রাত ১২.০০ ঘটিকায়।
আবেদন করতে ইচ্ছুক প্রার্থীকে অবশ্যই বেঁধে দেওয়া সময়সীমার মধ্যেই আবেদন করতে হবে। কিভাবে আবেদন করবেন তা ধাপে ধাপে নিম্নে বর্ণনা করা হলো।
১) প্রথমে bpdb.teletalk.com.bd ওয়েবসাইট ভিজিট করতে হবে।
২) এরপর “Application Form” অপশনটিতে ক্লিক করত হবে।
৩) এবার যে পেজ আপনার স্ক্রিনে প্রদর্শিত হবে সেখান থেকে একটি পদ সিলেক্ট করবেন। তারপর “Next” এ ক্লিক করতে হবে।
৪) পরবর্তী পেজে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড আবেদন ফরম পেয়ে যাবেন। ফরমটি প্রয়োজনীয় তথ্য দিয়ে পূরণ করে সাবমিট করুন।
৫) আবেদনপত্র সাবমিট করা শেষ হলে একটি User ID সম্বলিত Applicant’s Copy পাবেন। এটি সংরক্ষণ করে রাখুন। আবেদন ফি দেওয়র সময় এবং এডমিট কার্ড ডাউনলোডের সময় এই User ID দরকার হবে।
আবেদন ফি
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ -এর ০১ থেকে ০৫ নং ক্রমিকে উল্লিখিত পদের বিপরীতে আবেদন করলে আবেদন ফি বাবদ ১,০০০/- টাকা জমা দিতে হবে। এবং ০৬ নং ক্রমিকে উল্লিখিত পদের বিপরীতে আবেদন করলে ৬০০/- টাকা আবেদন ফি হিসেবে জমা দিতে হবে।
আবেদন ফি জমাদান
Applicant’s Copy থেকে পাওয়া User ID ব্যবহার করে আবেদন ফি জমা দিতে হবে। আবেদন ফি জমা দিতে পারবেন মাত্র ০২টি SMS করে। তবে অবশ্যই আবেদন ফি টেলিটক অপারেটরের প্রিপেইড সিমের মাধ্যমে দিতে হবে।
- প্রথম SMS: BPDB <স্পেস> User ID লিখে 16222 নম্বরে SMS সেন্ড করতে হবে।
- দ্বিতীয় SMS: BPDB <স্পেস> Yes <স্পেস> PIN লিখে 16222 নম্বরে SMS সেন্ড করতে হবে
মনে রাখা প্রয়োজন, আবেদন সম্পন্ন হওয়ার ৭২ ঘন্টার মধ্যে আবেদন ফি জমা করতে হবে। অন্যথায় আপনার আবেদন গ্রহণ করা হবে না।
আবেদন সংক্রান্ত অন্যান্য তথ্যাবলী
১) আপনি যদি বাংলাদেশী নাগরিক না হন তবে আপনি আবেদন করতে পারবেন না।
২) অসম্পূর্ণ বা ভুল তথ্য প্রদান করলে আবেদনপত্র বাতিল করা হবে।
৩) বাংলাদেশ বিদ্যুৎ উন্নায়ন বোর্ড কোন কারণ দর্শানো ব্যতিরেকে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন বা বাতিলের ক্ষমতা সংরক্ষণ করে।
৪) নিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ সরকারের অনুমোদিত সকল বিধি-বিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত যেকোন বিধি-বিধানে কোনরুপ সংশোধন হলে তা অনুসরন করা হবে।
৫) বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ অনুসারে, অন্যান্য সকল সরকারি চাকরির মত, সরকারী বা আধা-সরকারী অথবা স্বায়ত্তশাসিত কোন অরগানাইজেশনে চাকুরীরত আবেদনকারীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। তারপর আবেদন করতে হবে।
আরোও পড়তে পারেন:
আপনি সরকারি চাকরী প্রার্থী হয়ে থাকলে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করতে পারেন। আমাদের ওয়েবসাইটে নিয়মিত সকল সরকারি চাকরির খবর প্রকাশ করা হয় যে রকম বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি 2021 প্রকাশ করা হয়েছে।
সহকারী পরিচালক এই পোস্ট এর নিয়োগ কোথায় কোথায় হয় এই বিষয়ে বললে উপকৃত হবো। (পোষ্টিং শুধু কি ঢাকাতে নাকি জেলা, উপজেলাতে বিভিন্ন পল্লী বিদ্যুৎ সমিতিতেও হয়)
সরকারি চাকরির ক্ষেত্রে পোস্টিংয়ের ব্যাপারটা আসলে নির্দিষ্টভাবে বলা যায় না। তবে এইটুক বলা যায় যে শুধু ঢাকার মধ্যেই পোস্টিং হবে এটা আশা করা যায় না। অন্য কোন জেলায়ও হতে পারে।