বিটিসিএল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ (শূন্যপদের সংখ্যা ৯১)

বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড – বিটিসিএল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ PDF প্রকাশিত হয়েছে। নতুন এ চাকরি বিজ্ঞপ্তি প্রথম প্রকাশিত হয়েছে অফিসিয়াল ওয়েবসাইট www.btcl.com.bd-এ। সহকারী ম্যানেজার পদে মোট ৯১ জন লোক নিয়োগ দেওয়া হবে। ১৩ জানুয়ারি ২০২৩ তারিখ Online-এ আবেদনের শেষ সময়। যোগ্য প্রার্থীগণ আবেদন করতে পারেন। চলুন আরোও বিস্তারিতভাবে জেনে নেই BTCL নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২-এর আলোকে। English Edition.

 

বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড – বিটিসিএল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

বিটিসিএল বা বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড বাংলাদেশের বৃহত্তম একটি টেলিযোগাযোগ কোম্পানি। স্বাধীনতার পর কোম্পানিটি বাংলাদেশ টেলিগ্রাফ অ্যান্ড টেলিফোন বোর্ড নামে প্রতিষ্ঠিত হয়। যেটি সংক্ষেপে বিটিটিবি নামে পরিচিত ছিলো।

তবে ২০০৮ সালের জুলাই মাসের ০১ তারিখে বিটিটিবি একটি পাবলিক লিমিটেড কোম্পানিতে পরিণত হয়। পরে এর নাম পরিবর্তন করে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড করা হয়। উইকিপেডিয়া থেকে পাওয়া এক তথ্য মতে, বর্তমানে এই কোম্পানিতে ১২ হাজার ৬ শত ৩৬ জন কর্মী রয়েছে।

কর্মী সংখ্যা আরো বৃদ্ধির জন্য এই কোম্পানি সম্প্রতি একটি চাকরির বিজ্ঞপ্তি পাব্লিশ করেছে। আজ আমরা এই পোস্টের মাধ্যমে নতুন প্রকাশিত এই বিজ্ঞপ্তির আদ্যোপান্ত জানবো।

এক নজরে বিটিসিএল নিয়োগ বিজ্ঞপ্তি
  • সংস্থা: বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানী লিঃ (বিটিসিএল)
  • পদের সংখ্যা: ০২ টি
  • শূন্যপদের সংখ্যা: ৯১ টি
  • চাকরির ধরণ: ফুল টাইম
  • কর্মস্থল: বাংলাদেশের যে কোন স্থানে
  • আবেদন ফি: ১,০০০/- টাকা
  • আবেদন মাধ্যম: অনলাইন
  • অনলাইনে আবেদন শুরু: ১৫ ডিসেম্বর ২০২২
  • আবেদনের শেষ সময়: ১৩ জানুয়ারি ২০২৩

 

আরও পড়ুন: সকল এনজিও চাকরির খবর

 

আবেদন সংক্রান্ত সকল তথ্য

বিটিসিএল চাকরির বিজ্ঞপ্তি 2022-এর আলোকে আমরা আবেদন সংক্রান্ত সকল তথ্য জানবো এই সেকশন হতে।

 

আবেদন যোগ্যতা

বয়স: ২৫ মার্চ ২০২০ তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। কোটাধারী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর। তবে বিটিসিএল এ বর্তমানে কর্মরত আছেন এমন প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।

শিক্ষাগত যোগ্যতা: এ সম্পর্কে বিস্তারিত দেখুন নিচে দেওয়া সার্কুলার হতে।

উল্লেখ্য, আপনি যদি শিক্ষা জীবনের কোন পর্যায়ে তৃতীয় শ্রেণি/সমমান গ্রেড পেয়ে পাশ করে থাকেন তাহলে আপনি আবেদন করতে পারবেন না।

 

আবেদনের সময়সীমা

নিয়োগের জন্য অনলাইনে আবেদন গ্রহণ কার্যক্রম আরম্ভ হবে ১৫ ডিসেম্বর ২০২২ তারিখ সকাল ১০.০০ ঘটিকা হতে। এ কার্যক্রম চলবে ১৩ জানুয়ারি ২০২৩ তারিখ বিকাল ০৫.০০ ঘটিকা পর্যন্ত। আগ্রহী প্রার্থীদের অবশ্যই নির্ধারিত সময়সীমার মধ্যেই আবেদন করতে হবে।

 

আবেদন করার নিয়ম

বিটিসিএল আবেদন ফরম অনলাইনে কিভাবে পূরণ করবেন তা জানতে নিচে দেওয়া নির্দেশাবলী অনুসরণ করুন।

 

 

  1. উপরে প্রদত্ত বাটনে প্রেস করুন অথবা এই লিঙ্ক btcl.teletalk.com.bd ভিজিট করুন।
  2. “BTCL Circular: 14.33.0000.027.11.003.22-5, Dated: 14/12/2022 & 14.33.0000.027.11.001.22-10, Dated: 14/12/2022”-এ ক্লিক করুন।
  3. স্ক্রিনে প্রদর্শিত পেজ থেকে “Application Form”-এ ক্লিক করুন।
  4. “Assistant Manager (Technical) অথবা Assistant Manager (Finance/Acct./Audit/Rev)”-এ ক্লিক করুন।
  5. আপনি কি “AllJobs” এর Premium Member? “Yes” অথবা “No” সিলেক্ট করুন তারপর “Next”-এ ক্লিক করুন।
  6. আবেদন ফরম পেয়ে যাবেন। এবার নির্দেশাবলী অনুসরণ করে আবেদন ফরম পূরণ করুন এবং সাবমিট করুন।

 

আরও পড়ুন: ১০৭ টি শূন্য পদে জনবল নিয়োগ দেবে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র

 

আবেদন ফি জমাদান পদ্ধতি

Online-এ Application form যথাযথভাবে পূরণ করলে প্রার্থী একটি Applicant’s copy পাবেন। উক্ত Applicant’s copy-তে থাকা User ID ব্যবহার করে ১,০০০/- টাকা আবেদন ফি হিসেবে জমা করতে হবে।

Teletalk pre-paid mobile নম্বর ব্যবহার করে আবেদন ফি দিতে হবে। মাত্র ০২ টি SMS করে ফি পরিশোধ করতে পারবেন। পেমেন্ট পদ্ধতি নিচে দেওয়া হলো।

প্রথম SMS: BTCLR <স্পেস> User ID লিখে 16222 নম্বরে SMS পাঠান।

দ্বিতীয় SMS: BTCLR <স্পেস> Yes <স্পেস> PIN লিখে 16222 নম্বরে SMS পাঠান।

 

BTCL নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

বিটিসিএল এর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি মাত্র এক ক্লিকেই ডাউনলোড করে নিন।

 

বিটিসিএল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ বিটিসিএল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

 

 

বিটিসিএল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ বিটিসিএল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

 

 

আরও পড়ুন: ৬৮,৩৯০ টি শূন্য পদে জনবল নিয়োগ দেবে বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ

 

বিটিসিএল নিয়োগ পরীক্ষা

সকল আবেদনকারীদের প্রথমে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। লিখিত পরীক্ষার মোট মান হবে ৮০। পাশ নম্বর হবে ৪০। লিখিত পরীক্ষায় যে সকল প্রার্থী উত্তীর্ণ হবেন তাদের মধ্য হতে প্রথম ১/৩ জন মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।

মৌখিক পরীক্ষার মোট মান হবে ২০। পাশ নম্বর হবে ১০। বিটিসিএল এ নিয়োগ লাভ করতে হলে অবশ্যই মৌখিক পরীক্ষায় পাশ করতে হবে।

লিখিত পরীক্ষার তারিখ ও স্থান যথাসময়ে বিটিসিএল এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে। মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের পরীক্ষার তারিখ ও স্থান জানানো হবে এসএমএস (SMS) এর মাধ্যমে।

 

প্রবেশপত্র ডাউনলোড

btcl.gov.bd/career ওয়েবসাইটে প্রবেশপত্র ডাউনলোড সংক্রান্ত বিষয়ে জানানো হবে। যোগ্য প্রার্থীদের SMS করেও জানানো হবে। এজন্য সকল আবেদনকারীকে আবেদনের সময় প্রদত্ত মোবাইল নম্বর সচল রাখতে হবে।

বিটিসিএল এর নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে User ID এবং Password প্রয়োজন হবে। সুতরাং Applicant’s copy তে থাকা User ID এবং আবেদন ফি দেওয়ার পরে পাওয়া Password সংরক্ষণ করে রাখতে হবে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *