বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ – বিসিএসআইআর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ PDF আকারে প্রকাশিত হয়েছে। নতুন বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বি সি এস আই আর এর অফিসিয়াল ওয়েবসাইট www.bcsir.gov.bd-এ।

মোট ০৫ টি পদের বিপরীতে ২৫ জন লোক নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া শুরু হবে 14 এপ্রিল 2023 তারিখ হতে।

চলুন এই পোস্টের মাধ্যমে Bangladesh biggan o shilpo gobeshona porishod job circular অনুসারে আরো বিস্তারিত জেনে নেই। English Edition.

 

বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি

সংক্ষেপে বিসিএসআইআর (BCSIR) নামে পরিচিত বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ একটি সরকারি মালিকাধীন সংস্থা। এটি একটি বৈজ্ঞানিক ও শিল্প গবেষণা সংস্থা।

এই সংস্থার মূল লক্ষ্য বাংলাদেশী মানুষের উন্নতির জন্য বৈজ্ঞানিক গবেষণা করা। সংস্থাটি ১৯৭৩ সালের ১৬ই নভেম্বর প্রতিষ্ঠিত হয়েছিল।

সম্প্রতি বিসিএসআইআর এর ২৫ টি শূন্যপদ পূরনের লক্ষে একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আজ এই পোস্টের মাধ্যমে আমরা এই চাকরি বিজ্ঞপ্তির আদ্যোপান্ত জানবো।

এক নজরে বিসিএসআইআর নিয়োগ বিজ্ঞপ্তি
  • সংস্থা: বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বি সি এস আই আর)
  • পদ: ০৫ টি
  • শূন্যপদ সংখ্যা: ২৫ টি
  • চাকরির ধরণ: ফুল টাইম
  • কর্মস্থল: বাংলাদেশের যেকোন স্থান
  • বেতন: নিচে দেখুন
  • আবেদন মাধ্যম: অনলাইন
  • আবেদন ফি: ৩০০/- টাকা
  • অনলাইনে আবেদন শুরু: ১৪ এপ্রিল ২০২৩
  • আবেদনের শেষ সময়: ১৮ মে ২০২৩

 

আরও পড়ুন: সকল সরকারি চাকরির খবর

 

2023 সালের বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি ডাউনলোড করুন

নিচে বিসিএসআইআর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ দেওয়া হলো।

বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

 

আবেদনের সময়সীমা

অনলাইনে আবেদন এবং ফি জমাদান প্রক্রিয়া শুরু হবে ১৪ এপ্রিল ২০২৩ তারিখ সকাল ১০.০০ ঘটিকা হতে। আবেদন প্রক্রিয়া চলবে ১৮ মে ২০২৩ তারিখ বিকাল ০৫.০০ ঘটিকা পর্যন্ত।

প্রাথমিকভাবে এক বৎসরের জন্য সকল ফেলোশিপ প্রদান করা হবে। গবেষণার সন্তোষজনক অগ্রগতি সম্পর্কে পরিষদ কর্তৃক গঠিত এতদসংক্রান্ত মূল্যায়ন কমিটির সুপারিশ এবং বোর্ড অনুমোদনের শর্তে বৎসর ভিত্তিক নবায়নের মাধ্যমে ফেলোশিপের মেয়াদ বর্ধিত হতে পারে। সাধারণভাবে ফেলোশিপের মোট মেয়াদ কখনও ৪ বৎসরের অধিক হবে না। ফেলোদের নির্ধারিত হারে ভাতা/আনুতোষিক প্রদান করা হবে।

সিএসআইআর পোস্ট ডক্টরাল ফেলোশিপে বিদেশী প্রার্থীরাও আবেদন করতে পারবেন। তবে সেক্ষেত্রে প্রার্থীকে বিসিএসআইআর-এর একজন গবেষণা তত্ত্বাবধায়কের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনপত্রের নির্ধারিত ফরম বিসিএসআইআর সচিবালয় হতে অথবা বিসিএসআইআর-এর ওয়েবসাইট (www.bcsir.gov.bd) থেকে ডাউনলোড করে সংগ্রহ করা যাবে।

আবেদনপত্রের সাথে সদ্য তোলা ২ (দুই) কপি পাসপোর্ট সাইজের ছবি (সত্যায়িত), শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত কপি ও বিভিন্ন পরীক্ষার নম্বরপত্রের সত্যায়িত অনুলিপি, জাতীয় পরিচয়পত্রের অথবা জন্ম নিবন্ধন কার্ডের সত্যায়িত অনুলিপি এবং সচিব, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ, ঢাকা এর অনুকূলে ৩০০/- (তিনশত) টাকার অফেরতযোগ্য পে-অর্ডার/ব্যাংক ড্রাফট সংযুক্ত করতে হবে।

আবেদনপত্র ব্যক্তিগতভাবে অথবা ডাকযোগে সচিব, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ, ড. কুদরাত-এ-খুদা সড়ক, ধানমন্ডি, ঢাকা-১২০৫ এই ঠিকানায় আগামী ১৮.০৫.২০২৩ তারিখের মধ্যে পৌছাতে হবে।

আবেদন করার নিয়ম

চাকরি পরীক্ষায় অংগ্রহণের ইচ্ছুক ব্যাক্তিকে bcsir16.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। কিভাবে আবেদন করবে তা ধাপে ধাপে নিচে বর্ণনা করা হলো।

 

 

  1. প্রথমে bcsir16.teletalk.com.bd-এই লিঙ্কে প্রবেশ করুন কিংবা উপরে বাটনে ক্লিক করন।
  2. উক্ত লিঙ্কে প্রবেশের পর উপরের স্ক্রিনশটের মত একটি পেজ দেখতে পাবেন। উক্ত পেজ থেকে “Application Form”-এ ক্লিক করুন।
  3. এবার উপরের স্ক্রিনশটের মত আরেকটি পেজ দেখতে পাবেন। ওখান থেকে আপনার পছন্দের পদের নামের উপর ক্লিক করুন।
  4. এবার প্রশ্ন অনুযায়ী “Yes”/”No” সিলেক্ট করে “Next”-এ ক্লিক করুন।
  5. এবার আপনার স্ক্রিনে আবেদন ফরমটি দেখতে পাবেন। প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন ফরমটি পূরণ করে সাবমিট করুন।

 

আবেদন ফি

নিচে টেবিলের মাধ্যমে আবেদন ফি দেখানো হলো-

পদ (ক্রমিক নং অনুযায়ী) আবেদন ফি
সকল পোষ্টের জন্য ৩০০/-

 

আবেদন ফি জমা দেওয়ার পদ্ধতি

Online-এ আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে সাবমিট করলে প্রার্থী একটি Applicant’s Copy পাবেন। উক্ত Applicant’s Copy তে একটি User ID থাকবে। এই User ID ব্যবহার করে আবেদন ফি জমাদান প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

আবেদন ফি জমা দেওয়া যাবে মাত্র ০২ টি SMS এর মাধ্যমে। তবে অবশ্যই টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমেই আবেদন ফি পরিশোধ করতে হবে।

  • প্রথম SMS: BCSIR16 <স্পেস> User ID লিখে SMS সেন্ড করতে হবে 16222 নম্বরে।

প্রথম SMS পাঠানোর পর একটি PIN নম্বর ফিরতি SMS এ পাবেন।

  • দ্বিতীয় SMS: BCSIR16 <স্পেস> Yes <স্পেস> PIN লিখে SMS সেন্ড করতে 16222 নম্বরে।

নির্দিষ্ট পরিমাণ ব্যালেন্স রেখে ঠিকঠাক ভাবে SMS সেন্ড করলে একটি কনফার্মেশন SMS পাবেন। যেখানে আপনার User ID সহ একটি Password দেওয়া হবে।

 

User ID কিংবা Password পুনরুদ্ধার

শুধুমাত্র Teletalk Pre-paid SIM থেকে প্রার্থীগণ নিম্নে উল্লিখিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID কিংবা Password রিকভার করতে পারবেন।

 

  • User ID জানা থাকলে: BCSIR16 <স্পেস> Help <স্পেস> User <স্পেস> User ID  লিখে SMS সেন্ড করতে 16222 নম্বরে।
  • Password জানা থাকলে: BCSIR16 <স্পেস> Help <স্পেস> PIN <স্পেস> Password  লিখে SMS সেন্ড করতে 16222 নম্বরে।

 

আবেদন সংক্রান্ত অন্যান্য তথ্যাবলী

বাংলাদেশ  বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ অনুযায়ী, আবেদন সংক্রান্ত অন্যান্য কিছু তথ্য নিচে দেওয়া হলো।

  • আবেদন ফরম পূরণ কালে প্রদত্ত তথ্যই পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে। সুতরাং অনলাইনে আবেদনপত্র পূরণ করে সাবমিটের পূর্বে সকল তথ্য যাচাই করে নিবেন।
  • সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাশিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে (বিসিএসআইআর -এর ওয়েব সাইটে প্রকাশিত নমুনা মোতাবেক) নির্দিষ্ট ফরমে অনুমতি পত্র মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে।
  • নিয়োগ সংক্রান্ত সরকারি নিয়মাবলী এবং কোটার ক্ষেত্রে সরকারের সর্বেশেষ সিদ্ধান্ত অনুসৃত হবে।
  • কোন কারণ দর্শানো ব্যাতিরেকে যে কোন আবেদনপত্র বাতিল করা এবং পদসংখ্যা হ্রাস-বৃদ্ধি করার ক্ষ্মতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *