বর্ডার গার্ড বাংলাদেশ – বিজিবি নিয়োগ সার্কুলার ২০২৩

বর্ডার গার্ড বাংলাদেশ – বিজিবি নিয়োগ সার্কুলার ২০২৩ প্রকাশিত হয়েছে। নতুন নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, ১০০ তম ব্যাচে বিজিবির সিপাহী (জিডি) পদে পুরুষ ও মহিলা প্রার্থী নিয়োগ দেওয়া হবে। যে কোন বিভাগ হতে এইচএসসি পাশ করলে আপনিও বাংলাদেশ বডার গার্ড এ যোগ দিতে পারবেন। আবেদন শুরুর হবে 22 জানুয়ারি 2023 তারিখ হতে। আবেদন যোগ্যতা, আবেদন করার নিয়ম এবং বিজিবি সম্পর্কে সকল তথ্য বিস্তারিতসহ এই পোস্টে আলোচনা করা হয়েছে। চলুন তাহলে বি জি বি চাকরির বিজ্ঞপ্তি 2023 এর আদ্যোপান্ত জেনে নেই। English Edition.

 

বর্ডার গার্ড বাংলাদেশ – বিজিবি নিয়োগ সার্কুলার ২০২৩

সংক্ষেপে বিজিবি (BGB) নামে পরিচিত বর্ডার গার্ড বাংলাদেশ (Border Guard Bangladesh)। এটি আগে বাংলাদেশ রাইফেলস (বিডিআর) নামে পরিচিত ছিলো। এটি একটি আধা সামরিক বাহিনী।

এই বাহিনী বাংলাদেশের সীমান্ত প্রহরী হিসেবে দায়িত্বরত আছে। উইকিপিডিয়া অনুসারে, বর্তমানে প্রায় ৭০ হাজার সামরিক এবং বেসামরিক লোক এই বাহিনীতে কর্মরত আছেন।

বিজিবিতে কর্মী সংখ্যা আরো বৃদ্ধির জন্য সম্প্রতি একটি চাকরির খবর প্রকাশিত হয়েছে। খবর অনুযায়ী, 100 তম ব্যাচে সিপাহী পদে অনির্দিষ্ট সংখ্যক লোক নিয়োগ দেওয়া হবে।

চাকরি করতে আগ্রহী পুরুষ এবং মহিলা উভয় ধরণের প্রার্থীগণ আবেদন করতে পারবেন। চলুন তাহলে বাংলাদেশ বডার গার্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ সম্পর্কে আরো বিস্তারিত জেনে নেই।

এক নজরে গুরুত্বপূর্ণ তথ্যাবলী
  • বাহিনী: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)
  • ক্যাটাগরি: ০১ টি
  • শূন্যপদ সংখ্যা: অনির্দিষ্ট
  • বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০/- টাকা
  • আবেদন ফি: ১১০/- টাকা
  • আবেদন মাধ্যম: এসএমএস (SMS)
  • চাকরির ধরণ: ফুল টাইম
  • কর্মস্থল: বাংলাদেশের যেকোন স্থান
  • আবেদন শুরু তারিখ: ২২ জানুয়ারি ২০২৩
  • আবেদনের শেষ সময়: ৩১ জানুয়ারি ২০২৩

 

আরও পড়ুন: সকল এনজিও চাকরির খবর

 

আবেদন সম্পর্কিত সকল তথ্য

বিজিবি সিপাহী পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ অনুযায়ী আবেদন সম্পর্কিত বিস্তারিত তথ্য এই সেকশন থেকে জানতে পারবেন।

 

আবেদনের সময়সীমা

আবেদন করতে পারবেন আগামীকাল ২২ জানুয়ারি ২০২৩ তারিখ হতে। আবেদনের শেষ সময় ৩১ জানুয়ারি ২০২৩ তারিখ। আগ্রহী পুরুষ ও মহিলা প্রার্থীদের বর্ণিত সময়সীমার মধ্যে আবেদন করতে আহবান করা যাচ্ছে।

 

চাকরির যোগ্যতা

বিজিবিতে চাকরির জন্য কি কি যোগ্যতা থাকা আবশ্যক চলুন তা জেনে নেই।

বৈবাহিক অবস্থা: অবিবাহিত (তালাকপ্রাপ্ত নয়)।

বয়স: ০২ জুলাই ২০২৩ তারিখে প্রার্থীর বয়স ১৮-২৩ বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ প্রার্থীর জন্ম তারিখ ০৩ জুলাই ২০০০ হতে ০২ জুলাই ২০০৫ এর মধ্যে হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা (ন্যূনতম):

পরীক্ষা জিপিএ
এসএসসি (SSC) বা সমমান ৩.০০
এইচএসসি (HSC) বা সমমান ২.৫০

শারীরিক যোগ্যতা(ন্যূনতম):

বিবরণ পুরুষ প্রার্থী মহিলা প্রার্থী
উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি ৫ ফুট ২ ইঞ্চি
ওজন ৪৯.৮৯৫ কেজি ৪৭.১৭৩ কেজি
বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি
সম্প্রসারিত অবস্থায় ৩৪ ইঞ্চি
স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি
সম্প্রসারিত অবস্থায় ৩০ ইঞ্চি
দৃষ্টিশক্তি ৬/৬ ৬/৬

 

আরও পড়ুন: সকল সরকারি চাকরির খবর

 

আবেদন করার নিয়ম

বিজিবি তে রেজিস্ট্রেশন বা আবেদন করতে হবে এসএমএস (SMS) এর মাধ্যমে। অবশ্যই এসএমএস করতে হবে টেলিটক প্রিপেইড সিম থেকে। চলুন তাহলে আবেদন করার নিয়ম দেখি।

ক) মোবাইল ম্যাসেজ অপশনে গিয়ে নিচের মত করে টাইপ করে Send করুন 16222 নম্বরে।

BGB <স্পেস> HSC Passing Year <স্পেস>  HSC Board Keyword <স্পেস> HSC Roll <স্পেস> SSC Passing Year <স্পেস> SSC Board Keyword <স্পেস>SSC Roll <স্পেস> Home District Code <স্পেস> Upazilla Name

উদাহারণঃ BGB 2020 BAR 654321 2018 BAR 654321 23 Barisal Sadar

খ) উল্লিখিত পদ্ধতিতে SMS সেন্ড করলে ফিরতি মাসেজ আপনাকে একটি PIN নম্বর দেওয়া হবে। PIN নম্বরটি ব্যবহার করে নিচে দেওয়া পদ্ধতি অনুসরণ করে আরেকটি SMS পাঠাতে হবে। এই SMS টির মাধ্যমে আবেদন ফি ১১০/- টাকা কাটা হবে এবং আপনার আবেদন সফলভাবে সম্পন্ন হবে।

BGB <স্পেস> YES <স্পেস> PIN <স্পেস> Contact Mobile Number 

উদাহারণঃ BGB YES 987654 01xxxxxxxxx

 

শিক্ষা বোর্ডের কীওয়ার্ড ও জেলার কোড

শিক্ষা বোর্ডের কীওয়ার্ড ও জেলার কোড দেখুন নিচের ছবি থেকে। ছবিটি বি জি বি নিয়োগ সার্কুলার ২০২৩ হতে Crop করে নেওয়া হয়েছে।

Board Keyword & District Code

 

বিজিবি নতুন নিয়োগ সার্কুলার ২০২৩

বিজিবি নতুন নিয়োগ সার্কুলার 2023 ডাউনলোড করে নিন এই সেকশন হতে-

বর্ডার গার্ড বাংলাদেশ – বিজিবি নিয়োগ সার্কুলার ২০২৩

 

আরও পড়ুন: ১৯ টি শূন্য পদে জনবল নিয়োগ দেবে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ

বিজিবি নিয়োগ পরীক্ষা

নিয়োগ পরীক্ষার তারিখ ও স্থান SMS এর মাধ্যমে জানানো হবে। পরীক্ষা নেওয়া হবে ধাপে ধাপে। ধাপগুলো হলো-

  1. প্রাথমিক ডাক্তারী পরীক্ষা,
  2. লিখিত পরীক্ষা
  3. এবং চূড়ান্ত ডাক্তারী পরীক্ষা।

প্রাথমিক ডাক্তারী পরীক্ষার সময় যে সব ডকুমেন্ট সংগে নিতে হবে তার লিস্ট নিচে দেওয়া হলো।

  • এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় পাসের মূল সনদপত্র।
  • স্কুল/কলেজ হতে প্রাপ্ত প্রশংসাপত্র। প্রশংসাপত্রে অবশ্যই প্রার্থীর ঠিকানা ও জন্ম তারিখ উল্লেখ থাকতে হবে।
  • পিতা-মাতার অনুমতি পত্র। পত্রটি চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত হতে হবে।
  • নাগরিকত্বের সনদপত্র।
  • চারিত্রিক সনদপত্র।
  • ১১ কপি পাসপোর্ট সাইজের ছবি। ০১ কপি ছবি চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত করতে হবে।
  • পৌরসভার চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত অবিবাহিত সনদপত্র।
  • সত্যায়িত ছায়াকপিসহ জাতীয় পরিচয় পত্রের মূলকপি।
  • সঠিক তথ্য দিয়ে পূরণ করা বিজিবি আবেদন ফরম।

 

বিজিবি আবেদন ফরম

আবেদন ফরম ডাউনলোড লিঙ্কসহ নিচে দেওয়া হলো। PDF ফর্মে ডাউনলোড করে নিন।

বিজিবি ফরম পূরণ করার জন্য আলাদাভাবে কোন নিয়ম নেই। ফরমটি প্রথমে ভাল করে একবার পড়ে নিন।

যেখানে যে সব তথ্য চাওয়া হয়েছে তা দিয়ে পূরণ করুন। তবে মনে রাখতে হবে, কোন প্রকার ভুল তথ্য দেওয়া যাবে না।

 

 

বর্ডার গার্ড বাংলাদেশ – বিজিবি নিয়োগ সার্কুলার ২০২৩ এর মত বাংলাদেশের সকল সামরিক, আধা সামরিক এবং বেসামরিক বাহিনীর চাকরির বিজ্ঞপ্তি পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন।

Similar Posts

46 Comments

  1. আসসালাম আলাইকুম। আমার একটা চাকরির খুব প্রয়োজন দয়া করে আমাকে একটা পদে চাকরি সুযোগ করে দেন

  2. ভাই রংপুর জেলার বিজিবি ১০০ তম ব্যাচ মাঠ কোথায় হবে?? প্লিজ বলবেন??

  3. আমার এসএসসি তে 2.61 আমি কি কোনো ভাবে এপলাই করতে পারবো না? প্লিজ যদি বলতেন।

  4. আমি বিজিবিতে এপ্লাই করেছি আমার এক ফ্রেন্ড ও এপ্লাই করেছে ওর কাল মেসেজ আসছে যে পরশু মাঠ আমার যে নাম্বার দেওয়া ছিল ওইটা এতোদিন আমার ওই সিম অফ ছিল আমার কোনো মেসেজ আসে নাই কি করবো আমি এখন

  5. জুন মাসে আবেদন করছি এখনো কোনো মেসেজ আসে নাই ৩মাস হলে গেলো???মাঠ কখন হবে জানতে পারি??? সিপাহি ৯৯তম।

  6. আমার এসএসসি তে ২ঃ৭৮ আমি বিজিবিতে এপ্লাই করতে পারবো না

  7. ফরিদপুর জেলার বিজিবির মাঠ কোথায় হবে।

  8. আমি কৃষি ডিল্পোমা ৪ বছর মেয়াদি কোর্স করেছি আমি কি আবেদন করতে পারবো।

  9. আচ্ছা আমি জানতাম না যে জব সার্কুলার দিছে তো আমি মিস করে ফেলেছি। এই বছর এ কি আর সার্কুলার দিবে?? আর আমি ৫.২ইঞ্চি…আমার ssc te 4.78 ছিলো আমি কি জব পাবো🥺…

    1. আপনি আজকে আবার আবেদন করেন,২৩ সালের আবেদনের মেয়াদ আজকেই শেষ হয়ে যাবে

  10. বিজিবি তে মহিলাদের মাঠ শুরু হয়েছে কি না অবশ্যই জানাবেন। শুধু ছেলেদের মাঠ হয়েছে এটা জানি কিন্তু মহিলাদের মাঠ কোথাও শুরু হয়েছে?

  11. 11.04.1999 জন্ম আমার আমি কি আবেদন করতে পারবো

  12. আমি বাংলাদেশ বডার গাড কে খুব ভালোবাসি

    1. আসসালামুয়ালাইকুম স্যার এস এম এস কখন আসবে

      1. মেডিকেল আর পরীক্ষার এস এম এস কখন আসবে স্যার

    1. নতুন সার্কুলার বের হলে আবেদন করবেন। আশা করি চাকুরী পেয়ে যাবেন।

  13. দিনাজপুর জেলায় কি বিজিবি ভর্তি পরীক্ষা হয়ে গেছে নাকি???

    1. আবেদন করছি সপ্নগুলোকে যেন আল্লাহ পুরোন করে দেয়

  14. কারো এপ্লাই করার পর রিজেক্ট ম্যাসেস আসছে। আমার আসেনি তার মানে দাড়ায় আমার পরিক্ষার মেসেজ আসবে তাইনা???

  15. আমি আবেদন সম্পূর্ণ করছি ।

    এখনো তো কবে, কোথায়, এইসব sms আসে নাই ।

    কবে নাগাদ এস এম এস আসতে পারে একটু জানাবেন ।

    1. বিজ্ঞপ্তি অনুযায়ী, SMS এর মাধ্যমে জানানো হবে। কবে জানানো হবে এ ব্যাপারে কোন তথ্য আমাদের কাছে নেই। আপনি অপেক্ষা করুন।

    2. ভাই বিজিবিতে বাবুচিতে পদে নিয়োগ করেছিলাম এখনো কোন এসএমএস পাইনি আসলে কি মাঠ হয়ে গেছে না এখনো হয়নি

  16. আমার এসএসসি তে ২.৫৬ আছে, এইসএসসি তে ২.৬৭ আছে… আমি কি আবেদন করতে পারবো। বা আমি কি শুধুমাত্র এইসএসসি রেজাল্ট দিয়ে আবেদন করা যাবে কি? নাকি দুটাই লাগবে…?? দয়া করে জানাবেন?

    1. এসএসসি পরীক্ষায় কমপক্ষে জিপিএ ৩.০০ পাওয়া লাগবে। আপনি আবেদন করতে পারবেন না।

      1. সুকানি পদে অভিজ্ঞতা ছাড়া আবেদন করা যাবে কি?

  17. আমার সব ঠিক আছে কিন্ত আমি উচ্চতায় ৫ ফিট হবে

    1. দুঃখিত!
      উচ্চতা সর্বনিম্ন ৫ ফুট ২ ইঞ্চি হতে হবে।

  18. ভাই SSC তে 3.00 এর কম আর HSC তে 3.00 এর বেশি আছে।

    বিজিবি তে আবেদন করতে পারবো ।

      1. আমি ২০২১ সালে এসএসসি দিছি পয়েন্ট ভালো আসেনি এখন ইন্টারে পড়ি ২০২২ সালে ফর্মফিলাপ করতে পারি নাই ২০২৩ সালে ইমপ্রুভ এসএসসি পরিক্ষা দিতে পারবো জানাবেন ভাইয়া

    1. দুঃখিত! ডিপ্লোমা এইচএসসি সমমান না। আপনি আবেদন করতে পারবেন না।

  19. BGB তে SSC HSC উভয় পাশ করতে হবে নাকি শুধু SSC পাশ করলেও apply করতে পারবে

      1. আমার উচ্চতা ৫ ফুঠ ৬ ইঞ্চি আমি কি BGB তে আবেদন করতে পারবো। আর আমি SSC পাস করেছি যদি একটু বলতেন।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *