বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) এইচএসসি ভর্তি তথ্য ২০২১-২০২২ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে এই পোস্টে। 2021-2022 শিক্ষাবর্ষে বাউবি এইচ এস সি কোর্সে ভর্তি চলছে। ভর্তির শেষ তারিখ ৩১ জানুয়ারি ২০২২। নির্ধারিত সময়ের মধ্যে কিভাবে আবেদন করবেন বা আবেদনের জন্য কি যোগ্যতা থাকতে হবে চলুন তা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) এইচএসসি ভর্তি বিজ্ঞপ্তি ২০২১-২০২২ এর আলোকে জেনে নেই। English Edition.
৩১ জানুয়ারি পর্যন্ত ভর্তির সময়সূচী বৃদ্ধি করা হয়েছে!
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) এইচএসসি ভর্তি তথ্য ২০২১-২০২২
Bangladesh Open University বা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় একটি পাবলিক বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টি সংক্ষেপে বাউবি নামে পরিচিত। 2020-2021 শিক্ষাবর্ষে এ বিশ্ববিদ্যালয়ের এইচ এস সি প্রোগ্রামে ভর্তি চলেছে।
Online এ ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে ০৩ জুন ২০২১ তারিখ হতে। ভর্তি প্রক্রিয়া চলবে ৩১ জানুয়ারি ২০২২ তারিখ পর্যন্ত। বিশ্ববিদ্যালয়টিতে ভর্তি হতে আগ্রহী শিক্ষার্থীগণ নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারেন।
এক নজরে প্রয়োজনীয় তথ্যাবলী |
---|
|
আরোও পড়তে পারেন:
হেল্পলাইন নম্বর
নিচে OSAPS এর হেল্পলাইন নম্বর দেওয়া হলো। ভর্তিচ্ছু প্রার্থীগণ ভর্তি সম্পর্কিত যে কোন তথ্য জানতে নিম্নোক্ত হেল্পলাইন নম্বরে কল করতে পারেন। এছাড়াও Online এ আবেদন কালে কোন সমস্যা হলে হেল্পলাইন নম্বরে কল করলে OSAPS এর সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় দিক নির্দেশনা নিতে পারেন।
নম্বর | সময় | |
+8801635832845 | : | সকাল ৯.০০ ঘটিকা হতে দুপুর ১.০০ ঘটিকা |
+8801907451614 | : | |
+8801635832846 | : | দুপুর ২.০০ ঘটিকা হতে বিকাল ৬.০০ ঘটিকা |
+8801907451612 | : |
ভর্তির ন্যূনতম যোগ্যতা
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এইচ এস সি ভর্তি যোগ্যতা হলো শুধুমাত্র এসএসসি/সমমানের পরীক্ষায় পাশ করলেই হবে।
উল্লেখ্য, আপনি যে প্রতিষ্ঠান থেকে এসএসসি/সমমানের পরীক্ষায় পাশ করেছেন সেই প্রতিষ্ঠানটি অবশ্যই সরকার কর্তৃক স্বীকৃত হতে হবে।
ভর্তি ফি
নিচে মানবিক, ব্যবসায় শিক্ষা এবং বিজ্ঞান বিভাগে ভর্তির জন্য ভর্তি ফি এর পরিমাণ টেবিলের মাধ্যমে উপস্থাপন করা হলো।
বিভাগ | ভর্তি ফি |
মানবিক | ঐচ্ছিক কোর্স সহ ৫,২৩৬/- টাকা |
ঐচ্ছিক কোর্স ছাড়া ৫,৫২৩/- টাকা | |
ব্যবসায় শিক্ষা | ঐচ্ছিক কোর্স সহ (প্র্যাক্টিক্যাল ফি ছাড়া) ৫,১১১/- টাকা |
ঐচ্ছিক কোর্স সহ (প্র্যাক্টিক্যাল ফি সহ) ৫,২৩৬/- টাকা | |
এবং ঐচ্ছিক কোর্স ছাড়া ৪,৫২৩/- টাকা | |
বিজ্ঞান | ঐচ্ছিক কোর্স সহ ৫,৬১১/- টাকা |
ঐচ্ছিক কোর্স ছাড়া ৪,৮৯৮/- টাকা |
বিশেষ দ্রষ্টাব্যঃ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) এইচ এস সি ভর্তি তথ্য ২০২১-২০২২ অনুসারে, উল্লিখিত ভর্তি ফি প্রদানের সময় অতিরিক্ত কিছু চার্জ কাটা হবে।
যেমনঃ বিকাশের মাধ্যমে ফি প্রদান করলে অতিরিক্ত ১.৫%, শিউর ক্যাশের মাধ্যমে প্রদান করলে অতিরিক্ত ১% এবং ডিবিবিএল এর মাধ্যমে প্রদান করলে অতিরিক্ত ১৫ টাকা চার্জ হিসেবে কাটা হবে।
অনলাইনে আবেদন ও ভর্তি ফি জমাদান পদ্ধতি
এইচএসসি কোর্সে ভর্তির জন্য অনলাইনে কিভাবে আবেদন করবেন, ভর্তি ফি কিভাবে প্রদান করবেন এবং সব শেষে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে কি কি লাগে তা নিচে বর্ণনা করা হলো।
- আগ্রহী শিক্ষার্থীকে প্রথমে এই osaps.bou.edu.bd ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
- যে পেজটি সামনে আসে উক্ত পেজ থেকে Higher Secondary Certificate (HSC) – Registration/Admission (Apply Now) অপশনে ক্লিক করতে হবে।
- এবার স্ক্রিনে আবেদন এবং ভর্তি সম্পর্কিত কিছু তথ্য দেখানো হবে। তথ্যসমূহ ভাল করে পড়ুন তারপর Next এ ক্লিক করুন।
- এখন আপনার কাঙ্খিত আবেদন ফরমটি দেখতে পাবেন। আবেদন ফরমটি সঠিক তথ্য দিয়ে পূরণ করুন। পূরণ করা শেষ হলে আপনাকে SMS এর মাধ্যমে একটি User ID ও Password দেওয়া হবে।
- এবার Payment Option থেকে bKash/SureCash/DBBL এর মাধ্যমে চার্জ সহ ভর্তি ফি পরিশোধ করুন। বিভিন্ন বিভাগের জন্য ভর্তি ফি কত নির্ধারণ করা হয়েছে তা উপরে দেওয়া হয়েছে।
- Transaction ID এবং প্রার্থীর মোবাইল নম্বর সঠিক স্থানে প্রদান করে Submit করলেই SMS এর মাধ্যমে “Payment Successful” ম্যাসেজ পাবেন।
উল্লেখ্য, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এইচএসসি ভর্তি তথ্য 2021-2022 এ দেওয়া দিক নির্দেশনা অনুযায়ী, যদি “Payment Successful” ম্যাসেজ পাওয়ার ক্ষেত্রে কোন সমস্যা হয় তাহলে প্রার্থীকে তাৎক্ষনিকভাবে OSAPS এর হেল্পলাইন নম্বরে কল করে যোগাযোগ করতে বলা হয়েছে। OSAPS এর হেল্পলাইন নম্বর উপরে দেওয়া হয়েছে।
“Pyament Successfull” হলে এবার ভর্তির শেষ ধাপ সম্পন্ন করার মধ্য দিয়ে ভর্তি হতে হবে।
শেষ ধাপ
- osaps.bou.edu.bd ওয়েবসাইট থেকে আবেদনের সময় পাওয়া User ID এবং Password ব্যবহার করে আবেদনপত্র প্রিন্ট করুন।
- তারপর আবেদনপত্রের সাথে নিম্নে উল্লিখিত কাগজপত্রাদি যুক্ত করে সংশ্লিষ্ট স্টাডি সেন্টারে জমা করুন।
যেসব কাগজপত্রাদি আবেদনপত্রের সাথে জমা দিতে হবে তা হলোঃ
- শিক্ষাগত যোগ্যতার সনদপত্র (সত্যায়িত);
- জাতীয় পরিচয় পত্র/জন্ম নিবন্ধন সনদ;
- ০১ কপি পাসপোর্ড সাইজের ছবি।
উল্লেখ্য, কাগজপত্রাদি অবশ্যই ভর্তির ভর্তির শেষ সময় এর আগে অর্থাৎ ৩১ জানুয়ারি ২০২২ তারিখের ভিতরে জমা করবেন।
আরোও পড়তে পারেন:
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) এইচএসসি ভর্তি বিজ্ঞপ্তি ২০২১-২০২২
আমাদের ওয়েবসাইট www.notice24x7.com নিয়মিত ভিজিট করতে পারেন যদি আপনি উন্মুক্ত কলেজে ভর্তি ২০২১-২০২২ এর মত অন্যান্য সকল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য সম্পর্কে জানতে আগ্রহী হয়ে থাকেন।
আরোও পড়তে পারেন:
আমি HSC 1st Year এ ভরতি হতে চাই। এখন কোন সুযোগ আছে?
আচ্ছা দুই বছর এসএসসি পাস করতে আমার কত টাকা খরচ হবে?
বিজ্ঞান বিভাগে গনিত বিষয় নেই ?
নতুন করে কি HSC ভর্তির সুযোগ বাড়ানো হয়েছে?
এখন কি আর ভর্তির সুযোগ আছে??
অনলাইনে আবেদনের সময় শেষ। আপনি কলেজে যোগাযোগ করতে পারেন।
Open university তে jsc তে ভর্তির ব্যবস্থা আছে কী না? দয়া করে জানাবেন প্লিজ
স্যার আমি এইবার এসএসসি পরিক্ষা দিয়েছি কিন্তু আমার রেজাল্ট এখনো আসেনি আমি কি এইচএসসি ভর্তি হতে পারবো,,,,রেজাল্ট এখনো দিচ্ছে না,, এই দিকে ভর্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে,,, কি করবো বুঝতে পারছি না।
ভর্তি হতে হোলে আমাকে কি গাজীপুরে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে গিয়ে ওখানে টাকা জমা দিয়ে ভর্তি হতে হবে,,? নাকি গাজীপুরে উন্মুক্তর যেই শাখা আছে সেই কলেজ গুলোতে গিয়ে টাকা দিতে হবে,,? দ্য়া করে জানালে উপকৃত হতাম।
এস,এস,সি ২০২১ ডিসেম্বর
ভর্তি হতে পারব ??
স্যার ভর্তি কত দিন বাকী আছে এইচএসসি ২বর্ষ
এইচএসসি ২য় বর্ষে ভীতি সময় কতটা দিন এবং কিস্তিতে কি ভাবে দিব
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি কবে থেকে শুরু হবে?
২০২১-২০২২ এসএসসি মানবিক বিভাগের বিষয় গুলোর বিস্তারিত তথ্যগুলো কিভাবে জানতে পারবো? দয়াকরে লিংক দেন।
Sir, Chittagong, Anowara te ki kono shakha ache sir???
আমি বই পেয়েছি, কিন্তু আই ডি কার্ড পাইলাম না, এখন কি করতে হবে, আমাকে
আইডি কার্ডের জন্য কলেজের প্রশাসনিক ভবনে যোগাযোগ করতে পারেন।
স্যার একটা বিষয় জানার ছিলো, অনলাইনে ভর্তি আবেদন করা ছাড়া ডিরেক্ট গিয়ে কোথায় টাকা এবং কাগজ পত্র জমা দিয়ে ভর্তি হতে পারবো?
I want to admit my sun H.S.C for 2021-2022
Swapan debnath
আসসালামুয়ালাইকুম সবাই কেমন আছেন
স্যার আমি এখনো জাতীয় পরিচয় পত্র পাইনি।আমার ভোটার করা হয়নি
তাহলে আপনাকে সংশ্লিষ্ট কলেজের সাথে যোগাযোগ করে আপনার সমস্যা জানাতে হবে।
যিনি ভর্তি হবেন উনি ব্যাতিত অন্য কেউ (পরিবারের সদস্য) ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে পারবেন?
স্টাডি সেন্টার মানে যেখানে ক্লাস করবে সেখানে নাকি আঞ্চলিক অফিসে জমা দিতে হবে?
Vaiya online sara collagea gia sorasori vorti hoya jai ki, plz bolben aktu
স্যার,আমি এইচএসসি তে ভর্তি হতে চাই। আমার জন্মনিবন্ধন কার্ডটি হারিয়ে গেছে।কিন্তু আমার এসএসসি এর সার্টিফিকেট আছে।আমি কি জন্মনিবন্ধন ছাড়া ভর্তি হতে পারব?
জন্ম নিবন্ধন সনদ না দিতে পারলে জাতীয় পরিচয় পত্রের কপি দিতে হবে।
আমি আল আমিন। ২০১১ সালে এস এস সি পরীক্ষায় পাস করেছি।
এখন কিভাবে এইচএসসি তে ভর্তি হবো?
ভর্তি প্রক্রিয়া পোস্টে লেখা আছে।
আমি ২০১৭ সালে HSC পাস করেছি। এখন honours এ ভরতি হতে চাই। এখন কিভাবে ভরতি হবো। এক টু সাহায্য করুন।
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি বিজ্ঞপ্তি এখনও প্রকাশ হয়নি।
স্যার আমি ২০১৭ তে এস এস সি তে পাশ করেছি
আমি এখন উন্মুক্তে ভর্তি হতে চাচ্ছি এইচ এস সি তে ভর্তির আবেদন কবে করতে পারবো
স্যার, অামার জে-এসসি সার্টিফিকেট নেই।অামি কি ৯ম শ্রেণীতে ভর্তি হতে পারবো,,?? প্লিজ একটু জানাবেন।
আমি এইস এস সি প্রগ্রামে ভর্তি হতে চাই। নির্ধারিত সময় সীমা জানতে চাই।
গত ৩১ জানুয়ারি ২০২২ তারিখে অনলাইনে আবেদনের সময় শেষ হয়েছে।
ক্লাস শুরু হবে কত তারিখে
ভর্তি কার্যক্রম শেষ হলে জানানো হবে।
স্যার আমি 2020সালে Hsc কোর্সে মানবিক শাখায় ভর্তি হয়েছি, 2021সালে 1stইয়ারের এসাইনমেন্ট পরিক্ষা দিয়েছে, এখন 2য় বর্ষের রেজিষ্ট্রেশন কবে এবং বই পাবো কিনা?
Sir ami boi pai naih. H. S. C 1st year re akon ki korbo?
আপনি আমাদের ফেইসবুকে পেজে একটা ম্যাসেজ দিয়ে রাখেন।