বাংলাদেশ নৌবাহিনী নাবিক নিয়োগ ২০২২ সার্কুলার PDF প্রকাশিত হয়েছে। নতুন সার্কুলারটি প্রথম প্রকাশিত হয়েছে নেভি’র অফিসিয়াল ওয়েবসাইট joinnavy.navy.mil.bd -এ। নাবিক ও এমওডিসি পদের পর এবার ডাইরেক্ট এন্ট্রি আর্টিফিসার পদে অনির্দিষ্ট সংখ্যক লোক নিয়োগ দেওয়া হবে। অনলাইনে আবেদন শুরু হবে 10 এপ্রিল 2022 তারিখ হতে। নেভিতে জয়েন করতে পারেন আপনিও। চলুন আবেদন যোগ্যতা এবং আবেদন পদ্ধতি সম্পর্কিত বিস্তারিত তথ্য জেনে আসি নাবিক ও এমওডিসি পদে নৌবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ -এর আলোকে। English Edition.
(বেসামরিক/অসামরিক/সিভিল পদে বাংলাদেশ নৌবাহিনী তে লোক নিয়োগ দেওয়ার লক্ষ্যে আরেকটি সার্কুলার সম্প্রতি প্রকাশিত হয়েছে। এই সার্কুলারটিও ডাউনলোড লিঙ্কসহ নিচে আপ্লোড করে দেওয়া হয়েছে। তবে এই পোস্টে এই সার্কুলার নিয়ে কোন আলোচনা করা হয়নি।)
বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ ২০২২ সার্কুলার
নৌবাহিনী হলো বাংলাদেশ সশস্ত্র বাহিনীর নৌ যুদ্ধ শাখা। এ বাহিনী ১৯৭১ সালে গঠন করা হয়েছিলো। বাহিনীটি বাংলাদেশের প্রায় ১ লক্ষ ১৮ হাজার ০৮ শত ১৩ বর্গ কিলোমিটার সামুদ্রিক অঞ্চল এবং গুরুত্বপূর্ণ বন্দর, সামরিক ঘাঁটি এবং অর্থনৈতিক অঞ্চলের নিরাপত্তার দায়িত্বে রয়েছে।
উইকিপেডিয়া (Wikipedia) অনুসারে, এই বাহিনীতে বর্তমানে প্রায় ২৫ হাজার ৮১ জন সৈনিক কর্মরত রয়েছেন। এছাড়াও ০৩ হাজার ০৮ শত জন সিভিল বা বেসামরিক ব্যাক্তি কর্মরত রয়েছেন।
গত 09 এপ্রিল 2022 তারিখে এই বাহিনীতে পুরুষ নাবিক ও এমওডিসি পদের পর এবার ডাইরেক্ট এন্ট্রি আর্টিফিসার পদে জনবল নিয়োগের লক্ষ্যে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। শুধুমাত্র এসএসসি (SSC) পাশ করলেই আবেদন করতে পারবেন আপনিও।
এক নজরে প্রয়োজনীয় তথ্যাবলী |
---|
|
আরোও পড়তে পারেন:
শিক্ষাগত যোগ্যতা
পদের নাম | শিক্ষাগত যোগ্যতা |
ডাইরেক্ট এন্ট্রি আর্টিফিসার | নিম্নবর্ণিত বিষয়ে সিজিপিএ ৩.০০ সহ ডিপ্লোমা ডিগ্রী:
|
শারীরিক যোগ্যতা (ন্যূনতম)
উচ্চতা: ৫ ফুট ৪ ইঞ্চি।
বুকের মাপ: স্বাভাবিক অবস্থায় ৩০ থেকে ৩২ ইঞ্চি এবং সম্প্রসারণ ২ ইঞ্চি।
ওজন: বয়স ও উচ্চতা অনুযায়ী ওজন হিসেব করা হবে।
চোখের দৃষ্টি: ৬/৬
অন্যান্য যোগ্যতা
বাংলাদেশ নৌবাহিনী নাবিক ও এমওডিসি পদে নিয়োগ ২০২২ বিজ্ঞপ্তি অনুযায়ী চলুন অন্যান্য কিছু যোগ্যতা দেখে নেই। আবেদন করতে করতে হলে এসব যোগ্যতাও অবশ্যই থাকতে হবে।
- জাতীয়তা: বাংলাদেশী।
- সাঁতার: অবশ্যই জানা থাকতে হবে।
- বৈবাহিক অবস্থা: বিবাহিত/অবিবাহিত হতে হবে।
- বয়স: ০১ জুলাই ২০২২ তারিখে ডাইরেক্ট এন্ট্রি আর্টিফিসার পদের জন্য বয়স ১৮ – ৩০ বছর হতে হবে।
নাবিক ও এমওডিসি পদে নৌবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
বাংলাদেশ নৌবাহিনী বেসামরিক নিয়োগ ২০২২ সার্কুলার
বাংলাদেশ নৌবাহিনী তে সিভিল বা অসামরিক লোক নিয়োগ দেওয়ার লক্ষ্যে আরেকটি সার্কুলার প্রকাশিত হয়েছে। নিচের বাটনে ক্লিক করে এটিও ডাউনলোড করতে পারবেন।
আরোও পড়তে পারেন:
অনলাইন আবেদন ফরম পূরণ পদ্ধতি
নৌবাহিনীর অনলাইনে আবেদন ফরম পূরণ পদ্ধতি নিচে ধাপে ধাপে করা হলো।
১) প্রথম ভিজিটি করুন – joinnavy.navy.mil.bd.
২) “SAILOR” -এর নিচের “Apply Now” বাটনে প্রেস করুন।
৩) এবার নিচের মত একটি ফরম পাবেন। পূরণ করে “Submit” বাটনে প্রেস করুন। তারপর পরবর্তী নির্দেশনা মোতাবেক আবেদনের বাকি কাজ সম্পন্ন করুন।
উল্লেখ্য, আবেদন কালে প্রার্থীকে ২০০/- টাকা আবেদন ফি বাবদ মোবাইল ব্যাংকিং (বিকাশ, নগদ ইত্যাদি) এর মাধ্যমে জমা দিতে হবে। আবেদন ফি না দেওয়া পর্যন্ত আবেদন সম্পন্ন হবে না।
ভর্তি পদ্ধতি
নাবিক হিসেবে ভর্তি নেওয়া হবে মোট ০৫ টি ধাপ সফল ভাবে অতিক্রম করতে পারলে। ধাপ ০৫ টি হলোঃ
- প্রাথমিক নির্বাচন।
- চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা।
- লিখিত পরীক্ষা।
- ব্যবহারিক পরীক্ষা।
- এবং মৌখিক পরীক্ষা।
প্রথম ধাপ অর্থাৎ প্রাথমিক নির্বাচনী পরিক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীকে নিম্নে উল্লিখিত কাগজপত্রাদি নিয়ে নিজ জেলার নির্ধারিত কেন্দ্রে নির্ধারিত সময় উপস্থিত থাকতে হবে।
ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজপ্ত্রাদি
শিক্ষাগত যোগ্যতার সনদপত্র:
- এসএসসি পাশের মূল সনদনপত্র।
- মূল মার্কশিট।
- মূল এডমিট কার্ড এবং রেজিষ্ট্রেশন কার্ড।
- পেশাগত ডিপ্লোমার সনদপত্র।
উল্লেখ্য, কোন কারণে মূল কিছু জমা দিতে না পারলে সত্যায়িত ফটোকপি জমা দিলেও চলবে। তবে সত্যায়িত করতে হবে অবশ্যই প্রথম শ্রেনির গেজেটেড অফিসার কর্তৃক।
অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রাদি:
- পৌরসভার মেয়ের বা চেয়ারম্যান/ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ওয়ার্ড কাউন্সিলরের নিকট হতে প্রাপ্ত চরিত্রিক ও জাতীয়তার সনদপ্রাপ্ত।
- জাতীয়র পরিচয়পত্র কিংবা জন্ম নিবন্ধন -এর সত্যায়িত ফটোকপি।
- বাবার জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি।
- অভিভাবকের সম্মতিপত্র।
- পাসপোর্ট সাইজের প্রার্থীর ১৫ কপি, পিতার ০১ কপি ও মাতার ০১ কপি সত্যায়িত রঙিন ছবি।
ভর্তি কেন্দ্র
বিশেষ দ্রষ্টাব্য: আবেদন করার পূর্বে এবং নির্ধারিত ভর্তি কেন্দ্রে প্রয়োজনীয় কাগজপত্রসহ যাওয়ার পূর্বে উপরে দেওয়া বাংলাদেশ নৌবাহিনী নাবিক ও এমওডিসি নিয়োগ ২০২২ বিজ্ঞপ্তি ভাল করে একবার পড়ে নিবেন।
পূর্বে প্রকাশিত বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ সার্কুলার
আরোও পড়তে পারেন:
ডিপ্লোমাতে ৩ পয়েন্ট চেয়েছে আমার আছে ২.৯৭ আমি কি আবেদন করতে পারবো
ami apply koreci kintu technical karone payment korte pari nai 72 hour er moddhe ekhon ki abar punoray apply korte parbo
আমার বয়স ১৭ আমি কি সুজগ পাব
স্যার
আমি চাঁদপুর জেলা থেকে আবেদন করেছি এখন আমাকে ২৫ এপ্রিল কোথায় যেতে হবে জানাতে পারলে ভালো হতো
আমি ব্যাচ ২০২২ এ আবেদন করচি।।তবে কেন্দ্রে কি প্রবেশ পএ নিয়ে যেতে হবে।।।। না কি আবেদন পএ নিয়ে গেলে হবে।।
স্যার আমার নাম লাবিব আমি বিজ্ঞান শাখা হতে ৩’৬১ পেয়েছি আমার উচ্চতা 5 ফুট 8 ইঞ্চি
আসসালামু আলাইকুম স্যার…
স্যার, আমার নাম মোঃ সাকিব মিয়া।
স্যার আমার উচ্চতা ৫’৯” ইঞ্চি
স্যার আমার পড়ালেখা ক্লাস ৬ পর্যন্ত পড়েছি, স্যার পরিবারের অভাবের জন্য আর পড়াশোনা করতে পারিনি, স্যার আমি কি নৌবাহিনী তে জয়েন করবেন। দয়া করে,
স্যার দয়া করে জানাবেন?
আবেদন করার শেষ তারিখ ৭ই মার্চ কিন্তু “বাংলাদেশ প্রতিদিন” পত্রিকায় প্রকাশিত হয় ৮ইমার্চ, এ প্রসঙ্গে কিছু বলুন
অফিসিয়াল সার্কুলারে যেইটা দেওয়া আছে এইটাই আসল তারিখ।
Sar amar ssc result 4.61 ar hsc result 4.33 akhon ami ki direct entry artificer pode apply korte parbo?
মাঠ কয়টার সময় শুরু হবে????
আসসালামু আালায়কুম। স্যার,,,
নেীবাহিনীর মাঠের ডেট নাকি চেন্জ করা হয়েছে
স্যার আমি (SSC) ব্যবসা বিভাগ থেকে 3:78 পেয়েছি।আমার উচ্চতা ৫:৪ ইঞ্চি আমি কি নৌবাহীতে নিয়োগ দিতে পারব।হ্যা আর আমি কোন পদে নিয়োগ দিতে পারবো বলবেন Plz.
আমি মানবিক শাখার ছাত্র আমি কি আবেদন করতে পারবো।
Your comment here…স্যার আমি ২০২১ সালে এসএসসি পরীক্ষায় পাশ করেছি আর আমি নৌবাহিনির নাবিক পদের সিম্যান শাখায় আবেদন করেছি এখন আবেদন পত্রে বলা হয়েছে মূল/সাময়িক সনদপত্রের কথা এখন আমার কাছে তো কোনোটাই নাই।এখন আমি কি করব । বলবেন প্লিজ?
আসসালামু আলাইকুম
স্যার
আমি নৌবাহিনীতে এপলাই করছি স্টোর পদে তো আমরে আবেদনের পর যে এডমিট কার্ডটা দিছে ওখানে পদে ওই যায়গা sallor-store লেখা এটা আর স্টোর পদ কি একি
হ্যাঁ একি
স্যার উপজাতিদের জন্য কি কোন সুবিধা আছে আমার ৫’৫ উচ্চতা আাছে এবং আমার বয়স ২০ বছর আমি HSC পাশ করেছি ব্যাবসা শাখায় ৩.৮৩ পয়েন্ত পেয়েছি আমি কোন পদে নিয়োগ করতে পারবো জানাবেন দয়া করে
আপনি সম্পূর্ণ সার্কুলার পড়লে ভাল হয়।
আমার এসএসসি আর HSC দুইটাতেই রেজাল্ট ৪.৫০+ কিন্তু আমার এসএসসি তে উচ্চতর গণিত এ A- ছিলো।ম্যাথ আমার 4th subject ছিলো।তবে ফিজিক্স এ এসএসসি A আর hsc তে A+ আছে।আর ম্যাথ এ hsc তে A আছে।কিন্তু এসএসসি তে A- ছিলো।আমি কি আবেদন করতে পারবো?
স্যার,
আসসালামুয়ালাইকুম।
স্যার, আমার বয়স ২০বছর ৬মাস।
আমি কি এমওডিসি পদে আবেদন করতে পারবো।
প্লীজ একটু বলবেন।
আমারও
নৌ বাহিনী তে লোক নেবে…সার্কুলারে যে দেওয়া আছে এতো জন লোক নিবে ঔখানে কি মুক্তিযোদ্ধাদের কোটা মিলিয়ে ঔ কয় জন নিবে… নাকি কোটা ছারা অতো জন.. কোটার,জন্য আলাদা?? .?
আসসালামু আলাইকুম স্যার এই সার্কুলার অনুযায়ী আমার বয়স 1
জুলাই 2022 এ 21 বছর 6 মাস 11 দিন আমার এসএসসি এইচএসসি উভয় পরীক্ষায় জীববিজ্ঞান এবং উচ্চতর গণিতে A+ আছে ssc 4.55 HSC 4.75 উচ্চতা 5.6 মেডিকেল আসনটির জন্য আমি কি আবেদন করতে পারবো
আসসালামু আলাইকুম স্যার মেডিকেলে আবেদন করার জন্য নূন্যতম বয়স এই সার্কুলার অনুযায়ী কত হতে হবে আমার জন্ম তারিখ 21 ডিসেম্বর 2000। Ssc 4.55 HSC=4.75 science উভয়। উচ্চতা 5.6 । উভয় পরীক্ষায় জীব বিজ্ঞান ও উচ্চতর গণিত এ A+ আছে। এই সার্কুলার অনুযায়ী 1 জুলাই 2022 আমার বয়স 21 বছর 6 মাস 11 দিন। আমি কি আবেদন করতে পারব।
আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহ কেমন আছেন স্যার ।
আমি JSC পাশ কারিগরি থেকে SSC দিব আমি এখন চাকরিতে জয়েন হতে চাই ।
পরবর্তী তবে কী SSC সার্টিফিকেট দিয়ে উপরের পদে নিয়োগ দিতে পারবো ।
ওয়ালাইকুম আসসালাম। জ্বি, আপনি এসএসসি পাশ করলে আবেদন করতে করতে পারবেন।
স্যার, আমার বাবা মুক্তিযুদ্ধা,,আমার কোটা আছে,,,তবে বয়স ২৩ বছর ৪ মাস হয়ে গেছে,,,আমি কি আবেদন করতে পারবো
দুঃখিত! আপনি আবেদন করতে পারবেন না।
স্যার আমি আবেদন করছি । আমি আবেদন করার সময় male যায়গায় female হয়ে গেছে। এখন কি কোনো সমস্যা হবে । plz স্যার কমেন্টের রিপ্লে দিবেন ।
আবেদন করার পর ফর্মে আমার ছবি আসে নাই তাহলে কি কোন সমস্যা হবে বড় ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি কেউ প্লিজ?
Sir store man e abedon korchi…
Ekhon ki mobile sms asbo naki.
Reply plz sir
আসসালামুআলাইকুম। স্যার আমি কারিগরি শাখা থেকে এসএসসি পাস করছি আমার উচ্চতা ৫ফুট ৬ইঞ্চি আর আমার এসএসসির রেজাল্ট ৪.৫৭ আমি কি আবেদন করতে পারবো? এবং কোন পদে আবেদন করতে পারবো? আর স্যার আমার বাবা একজন মুক্তিযোদ্ধা। আমার এসএমএস টা পড়ে তা রিপ্লে দিলে আমি খুবই উপকৃত হতাম স্যার।
আপনি নাবিক পদে আবেদন করতে পারবেন।
এখন কি আর apply করা যাবে
আমি কি ভাবে আবেদন করবো বুঝতে পারছিলাম না আমাকেই একটু জলি বুজীয়ে দিতেন
স্যার আমার নাম ; সাইফুল্লাহ। আমার উচ্চতা ৫ফুট১০” আমি এসএসসিতে বিজ্ঞান শাখার জীববিজ্ঞান কমন সাবজেক্ট নিয়ে পাস করি । আমার এসএসসি রেজাল্ট ৩.৭২।আমি কি মেডিকেল পদে চাকরির আবেদন করতে পারব।দয়া করে আপনি যদি আমাকে তা বলেন আমি আপনার প্রতি কৃতজ্ঞ থাকিব।
জ্বী পারবেন। আপনার যোগ্যতা আছে।
সেলাইয়ের দাঁগ থাকলে কি সমস্যা হবে?
ছোট সেলাইয়ের দাগে সমস্যা হয় না
স্যার,
টোপাস শাখার জন্য বয়স একটু বেশি হলে কি আবেদন করতে পারব না?
আমার বয়স এখন 24.
বয়স বেশী হলে আবেদন করতে পারবেন না।
আসসালামুআলাইকু।স্যার দাতে হালকা ফাকা ফাকা থাকলে কি করতে পারবো না ।।
স্যার আমি মো রোকনুজ্জামান রনি, লালমনিরহাট এর হাতিবান্ধা উপজেলা থেকে। আমার মা মারা গেছে অনেক আগে, তার কোনো ছবি নাই আমার কাছে। এখন তার ছবি দেওয়া লাগবে কি?
মুক্তিজোদ্ধা এর কোঠায় কি আলাদা লোক নিবে না সব মিলিয়েই লোক নিবে?
স্যার আমি 2021 সালে এসএসসি পরীক্ষা দিয়েছি বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ 4.11 পেয়েছি। আমার উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি।আমার 11 ই জুলাই 2022 সালে 17 বছর পূর্ণ হবে আমি কি নৌবাহিনীতে আবেদন করতে পারব।
স্যার,,, চোখে সমস্যা থাকলে ( ট্যারা)
আর জুড়ে দৌড়াতে না পারলে কোনো সমস্যা হবে কি,?
আমার বয়স ২০বছর ৫ মাস আমি কি মেডিকেল বিভাগে আবেদন করতে পারবো??
স্যার আমি এবার ২০২১ এসএসসি পাস করেছি.
এখন কি আমি কলেজে এবং এখানে আবেদন করতে পারব. যদি এখানে যোগ্য হতে না পারি এবং কলেজেও আবেদন না করি তাহলে আমার ১ বছর নষ্ট হয়ে যাবে. স্যার প্লিজ একটু জানান
আপনি কলেজে ভর্তি হতে পারবেন।
স্যার এটা কি জব নাকি ভর্তি. বেতন দেওয়া হবে কি
জব
আসসালামুয়ালাইকুম স্যার আমি এস এসএসসি পাস। আমার জিপিএ 4,61 এবং উচ্চতা 5,5 ইঞ্চি আমি কি আবেদন করতে পারবো স্যার । আমাকে একটু বলুন।
জ্বি, পারবেন।
আসসালামু আলাইকুম, স্যার আমি এবার (২০২১ সালে) ব্যাবসায় বিভাগ থেকে এসএসসি পাস করেছি৷ আমি কি এখানে আবেদন করতে পারবো? বা আবেদন করতে কি কি লাগবে? এবং আমি যদি চয়েস হই, তাহলে মাঠে যাওয়ার সময় আমাকে কি কি কাগজ পত্র নিতে হবে?
এসব বিষয়ে বিস্তারিতভাবে জানতে আপনাকে সম্পূর্ণ পোস্ট/সার্কুলার পড়তে হবে।
সার নাবিক এবং এমডিসি এর জন্য ssc কোন গুরুপ থেকে নেওয়া হবে এবং কত পয়েন্ট লাকবে
যে কোন গ্রুপ থেকে আবেদন করা যাবে। আপনি এই পোস্টের শিক্ষাগত যোগ্যতা সেকশন পড়লেই বুঝতে পারবেন।
আসসালামু আলাইকুম স্যার আমি
বাংলাদেশ নৌবাহিনী কাজ করবো
আমার উচ্চতা ৫.৪ আমি কি পারবো
এসএসসি পাস
স্যার বয়স যদি ২৪ হয় তাহলে কি কোনো ভাবে আবেদন করা যাবে?
স্যার, ডাইরেক্ট এন্ট্রি সেইলর ফর ডকইয়ার্ড সার্কুলারটি
কবে দিবে??
স্যার আমি একটা প্রবলেমের কারণে পরীক্ষায় এটেন্ড হতে পারি নাই।
আমি কি জেলা কোটার অবশিষ্ট শূন্য পদে 9 তারিখে আবার পরীক্ষা দিতে পারব???
আপনি হেল্পলাইন নম্বর/ই-মেইলে যোগাযোগ করুন। পোস্টে নম্বর, ই-মেইল ২ টাই উল্লেখ করা আছে।
আমার জন্ম তারিখ ৮ এপ্রিল ২০০২..কিন্তু এমওডিসি বাদে অন্য কোন পদে আবেদন করতে পারছিনা কেন?
স্যার,,,আমি ময়মনসিংহ থেকে আবেদন করেছি।।
কিন্তু, ময়মনসিংহে দুই ভাগে পরীক্ষা নেয়া হবে।।এখন,,আমি কোন ভাগে পরীক্ষা দিব,এটা কীভাবে জানব?
আমি ssc পাশ করেছি রেজাল্ট ৩.৩৯
আবেদন করতে গিয়েছিলাম কিন্তু নাবিক পদে আবেদন করতে পরি নাই ওখানে কুক পদে আবেদন করতে বলে কিন্ত আমি আবেদন করি নাই?
কি কারণে আমার আবেদনের সময় কুক পদ আসলো দয়া করে বলতে পরবেন ? please
স্যার আমি আবেদন করেছি। আমার আবেদন ফর্মমে পরীক্ষার তারিখ ৭-১১-২০২১ দেওয়া আছে। কিন্তু এখনতো হরতালের কারণে সব গাড়ি চলাচল বন্ধ আছে। হরতালের কারণে কি পরীক্ষার তারিখ পিছিয়ে দিতে পারে? পরীক্ষার তারিখ পিছিয়ে দিলও আমি কিভাবে জানবো? plz help,,. আামার বাসা অনেক দূরে তাই এটা জানা খুব জরুরি।
আপনি আমাদের ফেসবুকে পেজে একটা ম্যাসেজ দিয়ে রাখুন।
1. আচ্ছা ভাই চারিত্রিক ও জাতীয়তার সনদপত্র কি চেয়ারম্যান সার্টিফিকেট
2. অভিভাবক সম্মতি পত্র কি
3. ১ম শ্রেণির গেজেটের অফিসার কে
স্যার আসসালামু আলাইকুম! প্রশংসাপত্র কি জরুরি?
স্যার আমি টোপাশ পদে আবেদন করতে চাই, বাড়ী আমাদের নোয়াখালী। উপরে পদ গুলো খালি থাকলে আমাদের ঐ স্থানে নিবে এমন কেনো? যদি খালি না থাকে তাহলে কি আমাদের নিবে না?
আর ৪ টা পরিক্ষার জন্য কি আলাদা আলাদা টাইমে আসতে হবে? নাকি একসাথে সব নিবে।?
আমি ssc বিজ্ঞান বিভাগ থেকে পাস করেছি আর Hsc মানবিক বিভাগ হতে পাস করেছি।আমি কি নৌবাহিনীতে আবেদন করতে পারবো।
সার আমার রেজিষ্ট্রেশন কার্ড হারিয়ে গেছে, তবে এডমিট কার্ড আছে,,এডমিট কার্ড এ রেজিষ্ট্রেশন নম্বর দেয়া আছে ,,,আমি তো আবেদন করে ফেলেছি,, এখন কি কোনো সমস্যা হবে
কিসের রেজিস্ট্রেশন কার্ড?
স্যার পরীক্ষা কি সার্কুলার তারিখ নাম অনুযায়ী হবে আর স্টোর পদ মহিলা চট্টগ্রাম কেন্দ্র কত তারিখ হবে দয়া করে জানান স্যার
স্যার একটি জেলা থেকে কত জন নাবিক নেওয়া হবে?
নির্দিষ্ট কোন জেলা বা প্রতি জেলা হতে কত জন নাবিক নিয়োগ করা হবে এই ধরণের কোন তথ্য প্রকাশিত হয়নি।
স্যার আমি মেডিকেল শাখাই যোগদান করতে চাই, কিন্তু officer cadet or sailor কোন শাখাই apply কঅরতে হবে, আর বয়স ১৭ বছর থেকে ৩/৪ মাস কম হলে কি apply করতে পারব না।একটু জানাবেন স্যার ?
1) sailor
2) বয়স সর্বনিম্ন ১৭ হতে হবে। কম হলে হবে না।
স্যার ‘ আপনাদের সকল নিয়মানুযায়ী ঠিক আছে!
শিক্ষাগত যোগ্যতা, সাতার জানা, উচ্চতা ৬’১ ইঞ্চি
কিন্তু স্যার বয়স ২৪ , আমি কি কোনো ভাবে আবেদন করতে পারবো..?
দুঃখিত! বয়স বেশী হলে আপনি আবেদন করতে পারবেন না।
আমি আবেদন করার চেষ্টা করতাসি, কিন্তু ওয়েবসাইটে ঢুকতে পারতাসি না। ৩ টা ডিভাইস দিয়ে চেষ্টা করছি সবগুলাতেই রিলোড পেইজ আসতাছে।কেন?
মাঝে মধ্যে সার্ভারে একটু সমস্যা থাকে। অন্য সময় ট্রায় করতে হবে।
For the post of topas, what is the necessary certificate
Please see the reply to your previous comment.
Vai, stor a apply korbo kun website diye?
টোপাস পদের জন্য, কি কি প্রয়োজনীয় সনদপত্রের প্রয়োজন
টোপাস পদে শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আবেদন যোগ্যতা ৮ম শ্রেণি পাস। ৮ম শ্রেনি পাস প্রার্থীদের ক্ষেত্রে শুধুমাত্র স্কুল হতে প্রাপ্ত সনদপত্র এবং মার্কশিট হলেই হবে।
আমার উচ্চতা ৫’৪” আমি কি আবেদন করতে পারবো?? আর পারলে কোন পোষ্টে পারবো?
জ্বি, আবেদন করতে পারবেন। আপনি কমিউনিকেশন, টেকনিক্যাল, মেডিকেল, রাইটার, স্টোর, কুক বা স্টুয়ার্ড ও টোপাস শাখায় আবেদন করতে পারবেন।
স্যার, প্রথমেই আমার সালাম গ্রহণ করবেন,আসলে এভাবে বলাটা ঠিক না তবু বলছি,কিছু মনে করবেন না।
কারন আপনার হাতে আছে আমার লাইফ।
আসলে আমি খুব দরিদ্র পরিবারের সন্তান।
আমার বাবা তার নিজের জীবনের পুরো সময়টা
দিয়ে আমাকে লালন-পালন,-পড়াশুনা করিয়াছে।
আমার সপ্ন ছিল নৌবাহিনী একজন কর্মকর্তা হব।
দেশের জন্য পুরুসময় টা দিব।
আমি পুরো ফিট আছি।উচ্চতা 5.6″
আমি প্রয়োজনে free তে কাজ করব বেতন দিতে হবেনা।
তবু আমার এই চাকরি টার ব্যবস্থা করেন প্লিজ।
আসলে আমার কোন ফোন নেই।আমি আমার বন্ধু র ফোনে লিখলাম।আপনি যদি না পারেন তাহলে আর কিছু করার নেই।
আর কিছু লিখতে চাইনা।দয়াকরে আমার বিষয়টা যদি দেখেন।তাহলে আমার জীবন ধন্য হবে।বাকীটা আপনাদের হাতে। আমার ফোন নাম্বার:-01776036809।
এইটা একটা স্বতন্ত্র ওয়েবসাইট। আমাদের সাথে নৌ-কর্তৃপক্ষের কোন ধরণের যোগাযোগ নেই। আমি দুঃখিত।
আমার মাথায চুলের সমস্যা আমি কি আবেদন করতে পারবো
প্রতিদিন প্রত্রিকা দেখে সেই আনুযায়ী পরীক্ষার কেন্দে যেতে হবে? নাকি এখন কেন্দের তালিকায় যেই তারিখ দেওয়া আাছে সেই তারিখে পরীক্ষা হবে? বিষয় টা ভালোভাবে বুঝতে পারছি না। আমার বাসা পরীক্ষার কেন্দ থেকে অনেক দূরে তাই পরীক্ষার সঠিক তারিখ জানাটা অনেক দরকার ছিল।
আপনি আমাদের ফেইসবুকে পেজের ম্যাসেজ অপশনের মাধ্যমে এই প্রশ্নটি করুন। ধন্যবাদ।
আার একটা সাহায্য করবেন, পরিক্ষায় কি negative marks থাকবে। জানালে উপকার হতো।
না থাকবে না।
আমি অনলাইনে আবেদন করেছি sailor- medical পদ এ। এই পদে লিখিত পরিক্ষা কোন কোন বিষয়ের উপর হবে একটু জানাবেন?
আর লিখিত পরিক্ষার তারিখ কি ফোনে SMS এর মাধ্যমে জানানো হবে নাকি?
এই দুইটা তথ্য আমাকে একটু জানান।
স্বাগতম! লিখিত পরীক্ষার বিষয়গুলো হলো – বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, সাধারণ জ্ঞান এবং বুদ্ধিমত্তা। তবে Sailor – Medical পদের বিপরীতে পরীক্ষার বিষয়গুলি আলাদাভাবে উল্লেখ নেই। আর লিখিত পরীক্ষার বিষয়টি SMS এ জানানো হবে কিনা এই সংক্রান্ত কোন তথ্য এখন পর্যন্ত আমাদের হাতে নেই। তবে আপনি যখন প্রাথমিক পরীক্ষার জন্য নির্ধারিত কেন্দ্রে উপস্থিত হবেন তখন কর্তৃপক্ষের নিকট জেনে নিতে পারবেন।
ফোনে SMS দিয়ে জানানো না হলে বুঝবো কিভাবে কবে আামার লিখিত পরিক্ষা?
সাধারণ জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে জানানো হয়।
সাঁতার জানাটা কি অতীব জরুরী। পরে শিখে নিলে কি হবে না
জ্বী, জানতেই হবে। আগে থেকে জানা থাকতে হবে।
স্যার রাজবাড়ী জেলা থেকে মহিলা নাবিক নিবে নাকি?কেন্দ্রর ও জেলার নাম দেখে সঠিক বুঝি নি। একটু জানান আমাকে।
জ্বি, আপনি রাজবাড়ী থেকে আবেদন করতে পারবেন। কেন্দ্র হচ্ছে যেখানে পরীক্ষার জন্য আপনাকে উপস্থিত থাকতে আপনার সকল কাগজপত্রাদি নিয়ে।
৮ ম শ্রেণির তাদের বয়স কত হতে হবে,
সার আমার,, ssc,, 3.06 আমার হাইট ৫ ফুট ৬ ইন্সি,, আমি কি হতে পারবো,,, প্লিজ ছার রিপ্লাই,, আমার বাসা লালমনিরহাট
জ্বি আপনি আবেদন করতে পারেন।
স্যার আমাদের বাড়ি ফেনীতে। আমি এইচএসএসি পাস করছি। আমি কি নোবাহিনীতে আবেদন করতে পারব।আমাকে বিস্তারিত বলবে খুব খুশি হবো।
জ্বি, আপনিও আবেদন করতে পারবেন। আপনি এই পোস্টের “শিক্ষাগত যোগ্যতা”, “শারীরিক যোগ্যতা”, এবং “অন্যান্য যোগ্যতা” এই ৩টি সেকশনের লেখা একটু ভাল করলেই পড়লেই একটা পরিষ্কার ধারণা পেয়ে যাবেন।
স্যার, আসসালামুআলাইকুম,আমি বিবাহিত তাহলে কি আবেদন করতে পারব না,কিন্তু বয়সসীমা আপনাদের নিয়মানুযায়ী আছে।
দুঃখিত!
প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে।
আবেদন করতে চায়!
২০০ টাকা নয়, ২২৫ টাকা আবেদন ফি
জ্বি, মোবাইল ব্যাংকিং এর সার্ভিস চার্জসহ হিসেব করলে ২২৫/- টাকা হবে। কিন্তু সার্ভিস চার্জ ব্যাতিত মূল আবেদন ফি হচ্ছে ২০০/- টাকা।
স্যার নাবিক মহিলা স্টোর পদের পরীক্ষা চট্টগ্রাম কেন্দ্র কত তারিখ হবে বা এটা দেখা র নিয়ম টা একটু বলুন দয়া করে
এখন কি আমি নৌবাহীনি তে
এমওডিসি তে আবেদন করতে পারবো স্যার???
ami bandarbaner hoye apply korchi.amder prathomik nirbachon kothai ba kon jai gai hobe.aktu bole dile vlo hoye karon ami khub confutione ase. sir
আসসালামু আলাইকুম স্যার,
স্যার আমার বাবা একজন প্রবাসী, ওনি ৫-৬ বছর পর বাংলাদেশে আসেন,
আমার বাবার ভোটার কার্ড নেই,,
তবে পাসপোর্ট আছে।
মাতার ভোটার কার্ড আছে।
কিন্তু সার্কুলারে পিতার ভোটার কার্ড চেয়েছে,,
এখন আমি কি এপ্লাই করতে পারবো না?
প্লিজ আমাকে একটু জানাবেন,অনেক কৃতজ্ঞ থাকবো
আসলে সরকরী চাকরীর ক্ষেত্রে নিয়ম-কানুন একটু কঠোর হয়ে থাকে। যে সব ডকুমেন্ট চাওয়া হবে, সবই দিতে হবে, অন্যথায় আপনার আবেদন গ্রহণ করবে না।
তবে আপনার বাবা যখন ৫-৬ বছর পর দেশে আসেন তখন উনি কেন ভোটার হওয়ার জন্য আবেদন করেন নাই আপনার এই প্রশ্নের সম্মুখীন হতে হবে।
তারপরও আপনি একবার চেষ্টা করে দেখতে পারেন। আমাদের এই পোস্টে হেল্পলাইন নম্বর দেওয়া হয়েছে। আপনি উক্ত নম্বরে কল করে এ বিষয়ে একুরেট তথ্য জেনে নিতে পারেন।
স্যার,, বাবা আবেদন করলেও ছবি তোলার জন্য যখন জানানো হতো তখন বাবা দেশে থাকে না,
জ্বী, আপনার সমস্যাটা বুঝতে পারছি। আপনি পোস্টে উল্লিখিত হেল্পলাইন নম্বরে কল করেন। এ বিষয়ে উনাদের থেকে ভাল এবং নির্ভুল তথ্য আর কেউ দিতে পারবে না।
আমি এস এসসি পাশ করেছি । আমার পয়েন্ট 3.94 আমি কি আবেদন করতে পারবো
অবশ্যই পারবেন যদি অন্যান্য যোগ্যতাও থাকে।
নৌবাহিনীর টোপাস পদটা কেমন আর কতটা ভালো হবে যদি একটু বিস্তারিত বললে কৃতজ্ঞ থাকবো
স্যার আমার বয়স ২৭/১১/২০০৪/ আমি নাবিক পদে Apply করতে চাই আমার হাইট ৫.৬ আর ওজন ৭৫ আমি এসএসসিতে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৩.০০ পেয়েছি আমি কি Apply করতে পারবো
আপনার বয়স ১৭ বছর পার হইছে। আপনি আবেদন করতে পারেন।
স্যার মাঠে কয়টা সময় যেতে হবে…?
Amar Kaj Ta Onek Dorkar Plz Sir. Help Me🙏🙏
আপনি আবেদন করেন। যদি যোগ্য হোন, আশা করি আপনার চাকরিটা হয়ে যাবে। শুভ কামনা রইলো।
ভাই আমি sscব্যবসা শিক্ষা থেকে ৩.৬৭ পেয়েছি
আমার বয়স ২১ বছর উচ্চতা ৫.৭”
ভাই আমি কি এপ্লাই করতে পারবো
সবার জন্য দোয়া রইল
স্যার আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া । আমার উচ্চতা ৫”৪ ।ssc তে 2.39 পেয়েছি। আমার মুক্তি যুদ্ধার কুটা আছে আমি কি এপ্লাই করতে পারব
দুঃখিত! আপনি আবেদন করতে পারবেন না।
মো ইউসুফ মোড়ল আমি বাংলাদেশ ,নৌবাহিনীতে কাজ করতে চাই
Kaj ta amr vari vari inpore. Plz… Sir…..
Ami navy te HSC pasear por kun pode jate parbo??? Give me answer please,??
আসসালামু আলাইকুম
স্যার আমি এসএসসি পাস, আমার উচ্চতা ৫.ফুট ৪ নোয়াখালী বাড়ী।আমি কি পারুম আবেদন করতে।
হ্যাঁ পারবেন।
স্যার আমি টোপাশ পদে আবেদন করতে চাই, বাড়ী আমাদের নোয়াখালী। উপরে পদ গুলো খালি থাকলে আমাদের ঐ স্থানে নিবে এমন কেনো? যদি খালি না থাকে তাহলে কি আমাদের নিবে না?
আর ৪ টা পরিক্ষার জন্য কি আলাদা আলাদা টাইমে আসতে হবে? নাকি একসাথে সব নিবে।?
আমার রেজাল্ট দুইটাতেই 4.50+ কিন্তু এসএসসি তে উচ্চতর গণিত এ A- .আমি কি অফিসার ক্যাডেট পদে আবেদন করতে পারবো?উচ্চতা ৫.৫