ফায়ার সার্ভিস নিয়োগ ২০২২ সার্কুলার (পদ: ফায়ার ফাইটার ও ড্রাইভার)

বাংলাদেশ ফায়ার সার্ভিস এর নতুন নিয়োগ সার্কুলার আজ ২৫ আগস্ট ২০২২ তারিখে পিডিএফ আকারে প্রকাশিত হয়েছে। ফায়ার সার্ভিসের এই নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, ফায়ার ফাইটার ও ড্রাইভার পদে ৭১১ জন যোগ্য প্রার্থী নিয়োগ দেওয়া হবে। এসএসসি পাশে আবেদন করতে পারবেন আপনিও। আবেদন শুরু হবে আগামী 31 আগস্ট 2022 তারিখ হতে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর এ চাকরি করতে চাইলে আপনাকে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন করার জন্য আপনার কি কি যোগ্যতা থাকতে হবে তা জানতে পারবেন এই পোস্টের মাধ্যমে। সকল তথ্য বাংলাদেশ ফায়ার সার্ভিস জব সার্কুলার হতে সংগ্রহ করা হয়েছে। English Edition.

ডুবুরি ও নার্সিং এ্যাটেনডেন্ট পদে ১৪ জন পুরুষ প্রার্থী নিয়োগ দেওয়া হবে। এ সংক্রান্ত একটি সার্কুলার প্রকাশ করা হয়েছে। এই পোস্টে সার্কুলারটি ডাউনলোড লিঙ্কসহ আপ্লোড করা হয়েছে। তবে এটি নিয়ে আলাদাভাবে কোন আলোচনা করা হয়নি।

 

ফায়ার সার্ভিস নিয়োগ ২০২২ সার্কুলার

আজ থেকে প্রায় ৪০ বছর আগে, ১৯৮১ সালের ৯ এপ্রিল বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর প্রতিষ্ঠিত হয়। সংস্থাটি সরাসরি স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত হয়।

এর মূল কাজ হলো, বাংলাদেশের জনসাধারণের অগ্নি সুরক্ষা, জরুরী চিকিৎসা সেবা এবং অন্যান্য জনস্বার্থ নিরাপত্তার সেবা প্রদান করা।

উইকিপিডিয়া (Wikipedia) তে দেওয়া এক তথ্য অনুসারে, এই সংস্থার বর্তমান কর্মী সংখ্যা ১৩ হাজার ০৩ শত ১৬ জন।

ফায়ার সার্ভিসে কর্মী সংখ্যা বৃদ্ধি করার জন্য আরও জনবল নিয়োগ দেওয়া হবে। এজন্য আজ ২৫ আগস্ট ২০২২ তারিখে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নতুন ০২ টি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে।

ফায়ার সার্ভিস নোটিশ বোর্ড 2022 অনুযায়ী, ফায়ার ফাইটার ও ড্রাইভার পদে মোট ৭১১ জন লোক রিক্রুট করা হবে। তবে ফায়ারম্যান ও স্টেশন অফিসার পদে এবার লোক নিয়োগ দেওয়া হচ্ছে না।

তাহলে চলুন এই পোস্টের মাধ্যমে আমরা ফায়ার সার্ভিসের নিয়োগ সার্কুলার ২০২২ এর আদ্যোপান্ত জেনে নেই।

এক নজরে প্রয়োজনীয় তথ্যাবলী
  • সংস্থা: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর
  • পদ: ফায়ার ফাইটার ও ড্রাইভার
  • শূন্যপদ সংখ্যা: ৭১১ টি
  • চাকরির ধরণ: ফুলটাইম
  • কর্মস্থল: বাংলাদেশের যেকোন স্থান
  • বেতন: ৯,০০০ – ২৩,৪৯০/- টাকা
  • গ্রেড: ১৫-১৭
  • আবেদন মাধ্যম: অনলাইন
  • আবেদন ফি: ৫৬/- ও ১১২/- টাকা
  • অনলাইনে আবেদন শুরু: ৩১ আগস্ট ২০২২
  • আবেদনের শেষ সময়: ২১ সেপ্টেম্বর ২০২২
  • অফিসিয়াল ওয়েবসাইট: www.fireservice.gov.bd

 

আরও পড়ুন: সকল এনজিও চাকরির খবর

 

শূন্যপদ সম্পর্কিত সকল তথ্য

ফায়ার সার্ভিসের বিভিন্ন পদে আবেদনের জন্য কি শিক্ষাগত যোগ্যতা ও শারীরিক যোগ্যতা থাকতে হবে তা আমরা এই সেকশন হতে জানবো। এছাড়াও বিভিন্ন পদ সমূহের বেতন স্কেল সম্পর্কেও জানবো। সকল তথ্যের উৎস হল ফায়ার সার্ভিস নিয়োগ বিজ্ঞপ্তি-২০২২ ।

 

০১. পদের নাম: ফায়ার ফাইটার (পুরুষ)
শূন্যপদের সংখ্যা: ৫৫০ টি
বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০/- টাকা
গ্রেড: ১৭
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাস।
শারীরিক যোগ্যতা: (i) উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি (ii) এবং বুক ৩২ ইঞ্চি।
বয়স: ১৮ – ২০ বছর।

০২. পদের নাম: ড্রাইভার
শূন্যপদের সংখ্যা: ১৫০ টি
বেতন স্কেল: ৯,৭০০ – ২৩,৪৯০/- টাকা
গ্রেড: ১৫
শিক্ষাগত যোগ্যতা: ৮ম শ্রেণী পাস।
শারীরিক যোগ্যতা: (i) উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি (ii)  বুক ৩২ ইঞ্চি (iii) এবং ওজন ৪৯.৮৯ কেজি।
বয়স: ১৮ – ৩০ বছর।

০৩. পদের নাম: মাস্টার ড্রাইভার (মেরিন)
শূন্যপদের সংখ্যা: ০৩ টি
বেতন স্কেল: ৯,৭০০ – ২৩,৪৯০/- টাকা
গ্রেড: ১৫
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রী থাকতে হবে।
বয়স: ১৮ – ৩০ বছর।

০৪. পদের নাম: ইঞ্জিন ড্রাইভার (মেরিন)
শূন্যপদের সংখ্যা: ০৪ টি
বেতন স্কেল: ৯,৭০০ – ২৩,৪৯০/- টাকা
গ্রেড: ১৫
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রী থাকতে হবে।
বয়স: ১৮ – ৩০ বছর।

০৫. পদের নাম: স্পীডবোট ড্রাইভার
শূন্যপদের সংখ্যা: ০৪ টি
বেতন স্কেল: ৯,৭০০ – ২৩,৪৯০/- টাকা
গ্রেড: ১৫
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রী থাকতে হবে।
বয়স: ১৮ – ৩০ বছর।

 

আরও পড়ুন: ০২ টি শূন্য পদে জনবল নিয়োগ দেবে বাংলাদেশ শিপিং কর্পোরেশন

 

আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য

ফায়ার সার্ভিস নিয়োগ বিজ্ঞপ্তি-2022 আলোকে চলুন আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্যাবলী জেনে নেই।

 

আবেদনের সময়সীমা

অনলাইনে ফায়ার সার্ভিসের আবেদন ফরম পূরণ করতে পারবেন ৩১ আগস্ট ২০২২ তারিখ সকাল ১০.০০ টা হতে। আবেদন করার জন্য সময় দেওয়া হয়েছে মাত্র ২২ দিন। আবেদনপত্র অনলাইনে পূরণ এবং সাবমিট করতে পারবেন ২১ সেপ্টেম্বর ২০২২ তারিখ বিকাল ০৫.০০ টা পর্যন্ত।

 

ফায়ার সার্ভিস অনলাইন আবেদন (Apply) পদ্ধতি

ফায়ার সার্ভিসে বিভিন্ন পদের জন্য কিভাবে অনলাইনে আবেদন করবেন চলুন দেখি ধাপে ধাপে-

আবেদন ফরম পূরণ করতে প্রথমে fscd.teletalk.com.bd লিঙ্কে প্রবেশ করুন।

“Application Form” এ ক্লিক করুন।

একটি পদের নাম সিলেক্ট করে Next বাটন প্রেস করুন।

এবার স্ক্রিনে প্রদর্শিত নির্দেশাবলি পড়ুন এবং অনুসরণ করুন। আবেদনপত্র সাবমিটের পূর্বে সকল তথ্য যাচাই করে নিন।

মনে রাখা প্রয়োজন যে আবেদনপত্র পূরণের সময় সকল শিক্ষাগত যোগ্যতার কথা অবশ্যই উল্লেখ করতে হবে। উল্লেখ না করলে পদোন্নতি বা এই ধরণের কোন সুবিধা ভোগ করতে পারবেন না।

 

আবেদন ফি জমাদান পদ্ধতি

আবেদনপত্র অনলাইনে সফলভাবে সাবমিট করলে User ID সম্বলিত একটি আবেদনের কপি আপনাকে দেওয়া হবে। পরীক্ষার ফি দিতে পারবেন আবেদন কপিতে থাকা User ID ব্যবহার করে মাত্র দুটি SMS এর মাধ্যমে।

পদ অনুযায়ী আবেদন ফি ৫৬/- ও ১১২/- টাকা। চলুন দেখি কিভাবে টেলিটক প্রি-পেইড সিম থেকে আবেদন ফি জমা দিবেন।

প্রথম SMS: FSCD <স্পেস> User ID লিখে সেন্ড করুন 16222 নম্বরে।

দ্বিতীয় SMS: FSCD <স্পেস> Yes <স্পেস> PIN লিখে সেন্ড করুন 16222 নম্বরে।

উল্লেখ্য, ফায়ার সার্ভিস সার্কুলার-2022 অনুযায়ী, অবশ্যই ৭২ ঘন্টার মধ্যে আবেদন ফি জমা দিতে হবে।

 

বাংলাদেশ ফায়ার সার্ভিস নিয়োগ সার্কুলার ২০২২

অফিসিয়াল ওয়েবসাইটের ফায়ার সার্ভিস নোটিশ বোর্ড ২০২২ থেকে পাওয়া ০২ টি নিয়োগ বিজ্ঞপ্তি নিচে দেওয়া হলো। এটি পিডিএফ আকারে ডাউনলোড করতে নিচের ডাউনলোড বাটনে ট্যাপ করুন।

 

ফায়ার-সার্ভিস-নিয়োগ-২০২২-সার্কুলার

বাংলাদেশ-ফায়ার-সার্ভিস-নিয়োগ-২০২২

 

 

ফায়ার সার্ভিসের নিয়োগ সার্কুলার ২০২২

ফায়ার সার্ভিস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

 

 

বাংলাদেশ ফায়ার সার্ভিস নিয়োগ ২০২২

বাংলাদেশ ফায়ার সার্ভিস নিয়োগ ২০২২

 

 

ফায়ার সার্ভিস নিয়োগ পরীক্ষার তারিখ

ফায়ার সার্ভিস নিয়োগ পরীক্ষা হবে মোট ০৩ টি ধাপে।

  1. শারীরিক যোগ্যতা যাচাই;
  2. লিখিত পরীক্ষা;
  3. এবং মৌখিক পরীক্ষা।

শারীরিক যোগ্যতা যাচাই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাকা হবে। শুধুমাত্র লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলেই মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।

এই ০৩ টি পরীক্ষার তারিখ, সময় ও রেজাল্ট  আপনাদের SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

 

ফায়ার সার্ভিস এডমিট কার্ড ডাউনলোড

এডমিট কার্ড ডাউনলোডের জন্য এভাইলেবল হলে তা SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। একি সাথে fscd.teletalk.com.bd ওয়েবসাইটেও নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

তবে SMS শুধুমাত্র নির্বাচিত যোগ্য প্রার্থীদের দেওয়া হবে। যে সকল প্রার্থীগণ কোন SMS পাবেন না সে সকল প্রার্থীগণ অযোগ্য বলে বিবেচিত হবেন।

 

 

ফায়ার সার্ভিস প্রবেশপত্র ডাউনলোড করতে উপরে বাটনে ক্লিক করুন। তারপর User ID এবং Password প্রবেশ করিয়ে কাঙ্ক্ষিত এডমিট কার্ড ডাউনলোড করে নিন।

 

আরও পড়ুন: ১২ টি শূন্য পদে জনবল নিয়োগ দেবে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো

 

ফায়ার সার্ভিস সম্পর্কিত কিছু প্রশ্ন ও উত্তর

প্রশ্ন: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর কত সালে গঠিত হয়?
উত্তর: ১৯৮১ সালে।

প্রশ্ন: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগের কাজ কয়টি?
উত্তর: এ বিভাগের কর্মীরদের বিভিন্ন কাজ রয়েছে। এর মধ্যে উল্লেখ্য যোগ্য কিছু কাজ হলোঃ অগ্নি নির্বাপণ, অগ্নি প্রতিরোধ, উদ্ধার, আহতদের প্রাথমিক চিকিৎসা প্রদান, মুমূর্ষু রোগীদের হাসপাতালে প্রেরণ ও দেশী-বিদেশী VIP ব্যাক্তিদের অগ্নি নিরাপত্তা প্রদান করা।

প্রশ্ন: বাংলাদেশ ফায়ার সার্ভিস কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৯৮১ সালে।

প্রশ্ন: ফায়ার সার্ভিসের প্রধান কার্যালয় কোথায়?
উত্তর: ৩৮-৪৬ কাজী আলাউদ্দিন সড়ক, ঢাকা-১০০০

প্রশ্ন: বর্তমান ফায়ার সার্ভিসের প্রধান কে?
উত্তর: ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইন উদ্দিন।

প্রশ্ন: ফায়ার সার্ভিসের মহাপরিচালক এর নাম কি?
উত্তর: ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইন উদ্দিন।

প্রশ্ন: ফায়ার সার্ভিস এর কাজ কি?
উত্তর: ফায়ার সার্ভিস এর কাজ হলো অগ্নি নির্বাপণ, অগ্নি প্রতিরোধ, উদ্ধার ও আহতদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা।

প্রশ্ন: ফায়ার সার্ভিস এর কাজ কয়টি?
উত্তর: প্রাথমিকভাবে এর ০৭ টি কাজ রয়েছে।

প্রশ্ন: ফায়ার সার্ভিসে চাকরি কি সরকারি?
উত্তর: হ্যাঁ, সরকারি চাকরি।

প্রশ্ন: ফায়ার সার্ভিস এর বেতন কত?
উত্তর: পদ অনুযায়ী বেতন ভিন্ন। যেমনঃ ফায়ার ফাইটার পদের বেতন স্কেল ৯,০০০-২১,৮০০/- আবার ড্রাইভার পদের বেতন স্কেল ৯,৭০০ – ২৩,৪৯০/- টাকা।

প্রশ্ন: ফায়ার সার্ভিস এ যোগ দিতে কত পয়েন্ট লাগবে?
উত্তর: নির্দিষ্টভাবে কোন পয়েন্ট চাওয়া হয় না। আপনি JSC/SSC পাশ করলেই আবেদন করতে পারবেন।

প্রশ্ন: ফায়ার সার্ভিস এ নিয়োগ পেতে বয়স কত লাগে?
উত্তর: ২০২২ সালে ফায়ার সার্ভিস এ নিয়োগ পেতে আপনার বয়স ১৮-৩০ বছরের মধ্যে থাকতে হবে।

প্রশ্ন: ফায়ার সার্ভিস এ যোগ দিতে উচ্চতা কত লাগে?
উত্তর: ৫ ফুট ৪-৬ ইঞ্চি।

আরোও কিছু প্রশ্ন ও উত্তর

প্রশ্ন: ফায়ার সার্ভিসের মাঠ কবে?
উত্তর: ফায়ার সার্ভিস এর মাঠ কবে হবে তা যোগ্য প্রার্থীদের SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হয়।

প্রশ্ন: ফায়ার সার্ভিসের মাঠ কোথায় হয়?
উত্তর: ফায়ার সার্ভিস মাঠ কোথায় হবে তা বিজ্ঞপ্তিতে উল্লেখ না থাকলে SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হয়।

প্রশ্ন: ফায়ার সার্ভিসে মাঠে কি কি কাগজ লাগে?
উত্তর: কি কি কাগজ লাগবে তার লিস্ট নিচে দেওয়া হলোঃ

  • Application Form
  • শিক্ষাগত যোগ্যতার সনদ
  • জাতীয় পরিচয়পত্র
  • নাগরিকত্ব সনদ
  • অবিবাহিত সনদ
  • এবং চারিত্রিক সনদ।

প্রশ্ন: ফায়ার সার্ভিস স্টেশন অফিসার গ্রেড কত?
উত্তর: ১২ তম গ্রেড।

প্রশ্ন: ফায়ার সার্ভিস স্টেশন অফিসারের বেতন কত?
উত্তর: বেতন স্কেল ১১৩০০-২৭৩০০/- টাকা।

প্রশ্ন: ফায়ার সার্ভিস স্টেশন অফিসার এর কাজ কি?
উত্তর: ফায়ার সার্ভিস এর স্টেশন অফিসারের কাজ হলো ফায়ার স্টেশন এর দায়িত্বে নিয়োজিত থাকা।

প্রশ্ন: ফায়ার ফাইটার এর অর্থ কি?
উত্তর: অগ্নিকাণ্ড-নির্বাপণকারী দমকলকর্মী।

প্রশ্ন: ফায়ার ফাইটার এর কাজ কি?
উত্তর: ফায়ার ফাইটার সাধারণত অগ্নিকাণ্ড-নির্বাপণকারী দমকলকর্মী হিসেবে কাজ করে।

প্রশ্ন: ফায়ার ফাইটার এর বেতন কত?
উত্তর: ৯,০০০-২১,৮০০/- টাকা।

প্রশ্ন: ফায়ারম্যান এর কাজ কি?
উত্তর: একজন দমকলকর্মী ও ফায়ারম্যানের কাজ একই।

প্রশ্ন: ফায়ারম্যান এর বেতন কত?
উত্তর: ৮,৮০০–২১,৩১০/- টাকা।

 

ফায়ার সার্ভিস নিয়োগ ২০২২ সার্কুলার বিজ্ঞপ্তি এর মত অন্যান্য সকল সরকারী চাকরির বিজ্ঞপ্তি নিয়মিত পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করতে পারেন।

Similar Posts

27 Comments

  1. স্যার আমার পেশাদার ড্রাইভিং লাইসেন্স আমি কি চাকরিটা করতে পারি

  2. স্যার আমি অপেশাদার ড্রাইভিং লাইসেন্স দিয়ে কি ড্রাইভার পদে এ আবেদন করতে পারব

  3. একটা জব এর মেসেজ আসছে কিন্তু এডমিট কার্ড ডাউনলোড করতে পারছি না আমি পিন ভুলে গেছি এখন কিভাবে পিন টা ফিরে পাবো
    আশা করি বলবেন

  4. ফায়ার ম্যান পদে ছেলেদের উচ্চতা কত আর বয়স সীমা সর্বোচ্চ কত

    1. আপনার কিছু জিজ্ঞাসা করার থাকলে সরাসরি ঐটা লিখে কমেন্ট করুন। ধন্যবাদ।

  5. ফায়ার সার্ভিস এর নতুন নিয়োগ এর পঞ্চগড় জেলার মাঠ কত তারিখে শুরু হবে,আর sms এ জানাবে কবে।

  6. ফায়ার সার্ভিস এর নতুন নিয়োগ এর সিলেক্ট এর জন্য যে sms দেওয়া হবে, সেটা কত তারিখে দিবে?

  7. আচ্ছা ফায়ার সার্ভিসের ভর্তি পরীক্ষার কেন্দ্র কোথায় হয়ে থাকে? জানালে উপকৃত হতাম।

  8. আমার মুক্তিযোদ্ধা কোটা আছে,কিন্তু আমার বয়স ২১ বছর..আমি কি আবেদন করতে পারবো ?

    1. স্যর .. firefighter পদে নভেম্বর 2021এর সার্কুলার এর মাঠ করে

  9. Online এ আবেদন করা যাচ্ছে না কেন আবেদনের শেষ তারিখ তো ২৪-১১-২১

  10. আমার জন্ম ১৯৯৯ -১২-১০ তারিক আমি কি এপলাই করতে পারবো

  11. স্যার আমি ফিল্ড টেস্ট এ উত্তিনো হবার পরও কেনো not selected দেখেছে???

    1. মুক্তিযোদ্ধা নাতিদের ক্ষেত্রে সর্বচ্চো বয়স কত?

    1. খুব সম্ভবত আসেনি। আমরা আগামীকাল কাল এ বিষয়ে জানবো। যদি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়, এই পোস্ট আগামীকাল আপডেট করে জানিয়ে দিবো।

  12. আমি মোবাইল ফোন থেকে ফায়ার সার্ভিসের নতুন নিয়োগের আবেদন করে তে চাই

    1. নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আমাদের সাইটে পাব্লিশ করা হলে কিভাবে আবেদন করবেন তা জানিয়ে দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *