ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় – ডুয়েট ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২০২১

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় – ডুয়েট ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২০২১ প্রকাশিত হয়েছে। ভর্তির নোটিশ প্রকাশিত হয়েছে এই admission.duetbd.org ওয়েবসাইটে। ডুয়েট ভর্তি বিজ্ঞপ্তি 2020-2021 অনুযায়ী, অনলাইনে আবেদন শুরু হয়েছে ০২ মে ২০২১ তারিখে। আজ আমরা এই পোস্টের মাধ্যমে DUET ভর্তির যোগ্যতা এবং ডুয়েটে ভর্তি সম্পর্কিত সকল তথ্য জানবো।

 

ডুয়েটে ভর্তি আবেদনের সময়সীমা এবং ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে।

 

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় – ডুয়েট ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২০২১

 

বাংলাদেশের রাজধানী ঢাকা হতে প্রায় ৪০ কি.মি. উত্তরে গাজীপুর জেলার ভাওয়ালের গড় এলাকায় অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টি সংক্ষপে ডুয়েট নামেও পরিচিত। ডুয়েট বাংলাদেশের অন্যতম সেরা একটি ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়।

এ ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়টিতে 2020-2021 শিক্ষাবর্ষে বিভিন্ন বিভাগে বি.এসসি. ইঞ্জিনিয়ারিং ও ব্যাচেলর অব আর্কিটেকচার (বিআর্ক) প্রোগ্রামে ভর্তির জন্য ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় – ডুয়েট ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২০২১ প্রকাশিত হয়েছে।

এই পোস্টের মাধ্যমে উক্ত ভর্তি বিজ্ঞপ্তির আলোকে ডুয়েটে ভর্তির সকল তথ্যসমূহ জানবো।

 

এক নজরে প্রয়োজনীয় তথ্যাবলী
  • অনলাইনে আবেদন শুরু:  ০২ মে ২০২১ (সকাল ১০.০০ ঘটিকা)
  • আবেদন শেষ: ১৮ আগস্ট ২০২১ (বিকাল ৪.০০ ঘটিকা)
  • আবেদন ফি: ৯৮০/- টাকা
  • যোগ্য প্রার্থীদের তালিকা:  ২৬ আগস্ট ২০২১ (বিকাল ৪.০০ ঘটিকা)
  • প্রবেশপত্র ডাউনলোড:  ০২ মে থেকে ১৮ আগস্ট ২০২১
  • ভর্তি পরীক্ষা: ০৫  ও ০৬ সেপ্টেম্বর ২০২১
  • ভর্তি পরীক্ষার ফলাফল:  ১৪ সেপ্টেম্বর ২০২১ (বিকাল ৪.০০ ঘটিকা)
  • আবেদন লিঙ্ক: admission.duetbd.org
  • অফিসিয়াল ওয়েবসাইট: www.duet.ac.bd

 

সংশোধিত বিজ্ঞপ্তি

আবেদন এবং ভর্তি পরীক্ষা সম্পর্কিত সকল তারিখ পরিবর্তন করা হয়েছে। নিচে এই সম্পর্কিত নোটিশটি দেওয়া হলো।

 

আবেদন যোগ্যতা

2020-2021 শিক্ষাবর্ষে ডুয়েটে ভর্তির জন্য আবেদন যোগ্যতা যে কথা, ডুয়েট ভর্তি পরীক্ষার যোগ্যতা ২০২০-২০২১ ও একি কথা। অনেকেই আবেদন যোগ্যতা ভর্তি পরীক্ষার যোগ্যতা হিসেবে সম্বোধন করে থাকেন। তবে চলুন, বুয়েটে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে আবেদন যোগ্যতা কি থাকতে হবে জেনে নেই।

১) ডুয়েটে আবেদনের প্রথম শর্ত হচ্ছে, যে শিক্ষার্থী আবেদন করবেন তাকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।

২) শিক্ষার্থীকে যে কোন শিক্ষা বোর্ড হতে এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষায় আলাদাভাবে জিপিএ ৩.০০ (ঐচ্ছিক বিষয়সহ) পেয়ে উত্তীর্ণ হতে হবে।

৩) ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং/এগ্রিকালচার/আর্কিটেকচার পরীক্ষায় ২০১৯ এবং পরবর্তী কোন বছরে উত্তীর্ণ প্রার্থীরাই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন। তবে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত, সেক্টর কর্পোরেশন-এ শিক্ষাকতাসহ অন্যান্য পদধারী কোন প্রার্থীর ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না।

৪) যেসব প্রার্থী চাকুরীরত অবস্থায় আছেন তাদেরকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।

 

সম্প্রতি প্রকাশিত অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি দেখুন এখান থেকে

 

ডুয়েট ভর্তি পরীক্ষা ২০২১

ডুয়েট ভর্তি বিজ্ঞপ্তি 2020-2021 অনুসারে, ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে নির্ধারিত সিলেবাসের উপর ভিত্তি করে। ভর্তি পরীক্ষার সকল বিষয়ের উপর ২০-২৫% MCQ (Multiple Choice Question) থাকবে। নিচে ডুয়েট ভর্তি পরীক্ষার মানবন্টন দেওয়া হলো। পোস্টের শেষের দিকে ভর্তি পরীক্ষার সিলেবাস দেওয়া আছে।

 

মানবন্টন

পত্র বিষয় নম্বর মোট নম্বর
 

১ম পত্র

 

রসায়ন ৪০  

 

১৫০

 

পদার্থ বিজ্ঞান ৪০
গণিত ৪০
ইংরেজি ৩০
২য় পত্র টেকনিক্যাল বিষয় ১৫০ ১৫০

সর্বমোট =

৩০০

 

পাশ নম্বর

ডুয়েট ভর্তি পরীক্ষায় পাস নম্বর সর্বনিম্ন ৪০%। তবে প্রথম পত্র ও দ্বিতীয় পত্রে আলাদাভাবে ৩৫% এর কম পেলে অকৃতকার্য বলে গণ্য করা হবে। মেধা তালিকায় শুধু মাত্র কৃতকার্য শিক্ষার্থীরাই থাকবেন।

 

ভর্তি পরীক্ষার তারিখ ও সময়সূচী

ডুয়েট ভর্তি পরীক্ষার তারিখ ও সময়সূচী নিচে দেওয়া হলো। তবে এ তারিখ ও সময়সূচী করোনা পরিস্থিতির উপর নির্ভর করে পরিবর্তন হতে পারে। যদি পরিবর্তন হয় এই পোস্ট আপডেট করে আপনাদের জানিয়ে দেওয়া হবে এবং নতুন তারিখ সম্বলিত ডুয়েট ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২০২১ pdf ও আপ্লোড করে দেওয়া হবে।

 

বিভাগ

তারিখ

সময়

সিভিল ইঞ্জিনিয়ারিং  

০৫ সেপ্টেম্বর ২০২১

১ম পত্র – সকাল ১০.০০ – ১১.০০ ঘটিকা

২য় পত্র – সকাল ১১.০০ – ১২.০০ ঘটিকা

কেমিক্যাল এন্ড ফুড ইঞ্জিনিয়ারিং
ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং  

০৫ সেপ্টেম্বর ২০২১

১ম পত্র – দুপুর ০২.০০ – ০৩.০০ ঘটিকা

২য় পত্র – দুপুর ০৩.০০ – ০৪.০০ ঘটিকা

ম্যাটেরিয়ালস এন্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং  

০৬ সেপ্টেম্বর ২০২১

১ম পত্র – সকাল ১০.০০ – ১১.০০ ঘটিকা

২য় পত্র – সকাল ১১.০০ – ১২.০০ ঘটিকা

টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং
আর্কিটেকচার
কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং

০৬ সেপ্টেম্বর ২০২১

১ম পত্র – দুপুর ০২.০০ – ০৩.০০ ঘটিকা

২য় পত্র – দুপুর ০৩.০০ – ০৪.০০ ঘটিকা

ইন্ডাষ্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং

 

ডুয়েট ভর্তি সার্কুলার ২০২০-২০২১

ডুয়েট এডমিশন সার্কুলার ২০২০-২০২১ নিচে দেওয়া হলো। সার্কুলারটি pdf ফরমেটে ডাউনলোড করতে সার্কুলারের নিচের ডাউনলোড বাটনে ক্লিক করুন।

 

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট ভর্তি বিজ্ঞপ্তি) ২০২০-২০২১

 

ভর্তির নিয়মাবলি

১) ভর্তি জন্য বাছাই কৃত শিক্ষার্থীদের সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের মূল মার্কশীট ও অন্যায় মূল সার্টিফিকেট বা সনদপত্রের সত্যতা যাচাইয়ের জন্য নির্ধারিত তারিখে সংশ্লিষ্ট কমিটির নিকট উক্ত কাজগপত্রাদি দাখিল করতে হবে।

২) কাগজ পত্রের সত্যতা যাচাইয়ের পর প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে।

৩) স্বাস্থ্য পরীক্ষায় উপযুক্ত প্রামণ হলে নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় ফি জমা দিয়ে ভর্তি কমিটির অনুমোদন নিয়ে ভর্তি হতে হবে।

৪) চাকুরীরত প্রার্থীদেরকে অত্র বিশ্ববিদ্যালয়ের ভর্তির পূর্বেই তাদের নিয়োগকারী কর্তৃপক্ষের নিকট হতে ছুটির আদেশ অবশ্যই দাখিল করতে হবে।

 

ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজ পত্র

ভর্তির জন্য নিচে উল্লেখিত কাগজপত্রাদির মূল কপি এবং ফটোকপির সত্যায়িত এক  কপি সঙ্গে আনতে হবে।

১) আবেদনের সময় আপলোডকৃত ছবির পাসপোর্ট সাইজের ০২ কপি সত্যায়িত ছবি

২) মাধ্যমিক পরীক্ষার সার্টিফিকেট

৩) মাধ্যমিক পরীক্ষার নম্বরপত্র বা গ্রেড শীট

৪) ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং বা আর্কিটেকচার বা এগ্রিকালচারপার্ট-২ / ৬ষ্ঠ / ৮ম পর্ব পরীক্ষার নম্বরপত্র বা গ্রেড শীট

৫) ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং/এগ্রিকালচার/আর্কিটেকচার পরীক্ষার সার্টিফিকেট

৬) সংশ্লিষ্ট সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান হতে প্রাপ্ত প্রশংসাপত্র

৭) চাকুরীরত প্রার্থীর নিয়োগকারী কর্তৃপক্ষের একটি অনুমতিপত্র।

 

বিশেষ দ্রষ্টাব্য

১) ভর্তি সংক্রান্ত বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষক, কর্মকর্তা বা অন্য কোন ব্যক্তিকে প্রভাবিত করার প্রচেষ্টা করলে প্রার্থী অযোগ্য বলে বিবেচিত হবে।

২) চাকুরীরত অবস্থায় সংশ্লিষ্ট নিয়োগকর্তার অনুমতি ব্যতিত কোন প্রার্থী ডুয়েটে অধ্যায়ন করলে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে এবন তার ভর্তি বাতিল করা হবে।

৩) ডুয়েত অধ্যয়নরত অবস্থায় কোন শিক্ষার্থী কোন ধরণের কোন চাকরীতে যোগদান করতে পারবেন না।

৪) ভর্তি সংক্রান্ত যে কোন ব্যাপারে ভর্তি কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

 

ডুয়েট ভর্তি পরীক্ষার সিলেবাস

ডুয়েটে ভর্তি পরীক্ষার জন্য নির্ধারিত সিলেবাস নিচে দেওয়া হলো। সিলেবাসটি pdf আকারেও ডাউনলোড করে নিতে পারবেন। সে জন্য ডাউনলোড বাটন ও নিচে যুক্ত করে দেওয়া হলো।

 

 

www.notice24x7.com ভিজিট করার জন্য ধন্যবাদ

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *