৫৯ পদে টেলিফোন শিল্প সংস্থা (টেশিস) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

বাংলাদেশ টেলিফোন শিল্প সংস্থা (টেশিস) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ PDF প্রকাশিত হয়েছে। নতুন বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন এই পোস্টের মাধ্যমে। বিজ্ঞপ্তিটি প্রথম প্রকাশিত হয়েছে অফিসিয়াল ওয়েবসাইট www.tss.com.bd-এ। মোট শূন্যপদ সংখ্যা ৫৯টি। আবেদন শুরু হয়েছে ১০ আগস্ট ২০২১ তারিখ হতে। চলুন আবেদন যোগ্যতা এবং আবেদন পদ্ধিত বিস্তারিত সহকারে জেনে নেই টেশিস জব সার্কুলার 2021 -এর আলোকে। English Edition.

 

টেলিফোন শিল্প সংস্থা নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

 

আপনি নিশ্চই ২০১১ সালে বাংলাদেশে লঞ্চ হওয়া দোয়েল ল্যাপটপের নাম শুনেছেন? টেলিফোন শিল্প সংস্থা লিমিটেড (Telephone Shilpa Sangstha) হচ্ছে সেই সংস্থা যেটি দোয়েল ল্যাপটপ বাংলাদেশে এসেম্বল করে এবং বিক্রির জন্য উপযোগী করে তোলে।

সংস্থাটি সংক্ষেপে টেশিস নামে পরিচিত। টেশিস একটি সরকারী মালিকাধীন টেলিকম সংস্থা। সংস্থাটি প্রথম প্রতিষ্ঠিত হয়েছিলো ১৯৬৭ সালে। টেসিস এনালগ ফোন উৎপাদনের পাশাপাশি স্মার্ট ফোনও এসেম্বেল করে থাকে।

এই সংস্থার ১৭টি পদের বিপরীতে ৫৯টি শূন্যপদ পূরণের লক্ষ্যে গত ০৫ আগস্ট 2021 তারিখ একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আজ আমরা এই পোস্টের মাধ্যমে এই টেসিস নিয়োগ বিজ্ঞপ্তির আদ্যোপান্ত জানবো।

 

এক নজরে প্রয়োজনীয় তথ্যাবলী
  • সংস্থা: টেলিফোন শিল্প সংস্থা লিমিটেড (টেশিস)
  • শূন্যপদ সংখ্যা: ৫৯টি
  • আবেদন মাধ্যমে: অনলাইন
  • অনলাইনে আবেদন শুরু: ১০ আগস্ট ২০২১
  • আবেদন শেষ: ৩০ সেপ্টেম্বর ২০২১ (পরিবর্তিত)
  • আবেদন ফি: ৫৬০/-, ৭৮৪/-, ৮৯৬/- এবং ১,১২০/- টাকা
  • অফিসিয়াল ওয়েবসাইট: https://www.tss.com.bd

 

আরও পড়ুন: সকল এনজিও চাকরির খবর

 

নিয়োগ বিজ্ঞপ্তি-এর সংশোধনী

বয়স বিবেচনার তারিখ এবং আবেদনের সময় বৃদ্ধি করা হয়েছে। চলুন এ সংক্রান্ত টেশিশ নিয়োগ সংশোধনী নোটিশ দেখে নেই।

 

পদ সংক্রান্ত বিভিন্ন তথ্যাবলী

পদ সংক্রান্ত বিভিন্ন তথ্যাবলী যেমনঃ পদ, পদের সংখ্যা এবং গ্রেড নিচে তুলে ধরা হলো।

 

ক্রম পদের নাম পদ সংখ্যা গ্রেড
০১ কোম্পানি সচিব ০১ গ্রেড-৪
০২ উপ মহাব্যবস্থাপক 
(কারিগরি)
০৩ গ্রেড-৪
০৩ উপ মহাব্যবস্থাপক 
(অর্থ ও হিসাব)
০১ গ্রেড-৪
০৪ প্রোগ্রামার ০১ গ্রেড-৫
০৫ সহকারি প্রোগ্রামার ০১ গ্রেড-৬
০৬ সহকারি ব্যবস্থাপক
(কারিগরি)
১১ গ্রেড-৬
০৭ সহকারি ব্যবস্থাপক
(সাধারণ)
০২ গ্রেড-৬
০৮ কনিষ্ঠ সহকারি ব্যবস্থাপক
(কারিগরি)
১৮ গ্রেড-৭
০৯ কনিষ্ঠ সহকারি ব্যবস্থাপক
(সাধারণ)
০১ গ্রেড-৭
১০ কনিষ্ঠ সহকারি ব্যবস্থাপক
(হিসাব)
০২ গ্রেড-৭
১১ কনিষ্ঠ সহকারি ব্যবস্থাপক
(অডিট)
০১ গ্রেড-৭
১২ কনিষ্ঠ হিসাবরক্ষক ০২ গ্রেড-৯
১৩ ষ্টোর কিপার ০২ গ্রেড-৯
১৪ কম্পিউটার অপারেটর ০১ গ্রেড-১০
১৫ অফিস সহকারি ০২ গ্রেড-১০
১৬ বিক্রয় সহকারি ০৫ গ্রেড-১০
১৭ টেকনিশিয়ান ০৫ গ্রেড-১১

 

টেলিফোন শিল্প সংস্থা আবেদন যোগ্যতা

বয়স ও শিক্ষাগত যোগ্যতা: টেলিফোন শিল্প সংস্থা নিয়োগ 2021 -এ উল্লিখিত প্রতিটি পদের ক্ষেত্রে শর্ত সাপেক্ষে বয়সসীমা ভিন্ন চাওয়া হয়েছে। একিভাবে শিক্ষাগত যোগ্যতাও ভিন্ন চাওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীকে নিচে দেওয়া TSS নিয়োগ বিজ্ঞপ্তি 2021 থেকে বয়সসীমা এবং শিক্ষাগত যোগ্যতা দেখে নিতে পরামর্শ দেওয়া যাচ্ছে।

 

টেশিস জব সার্কুলার ২০২১

 

 

আরও পড়ুন: ১৪৯ টি শূন্য পদে জনবল নিয়োগ দেবে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড

 

আবেদনের সময়সীমা

অনলাইনে টেশিস আবেদন ফরম পূরণ করা যাবে ১০ আগস্ট ২০২১ তারিখ সকাল ১০ টা থেকে। আবেদন ফরম পূরনের শেষ সময় ৩০ সেপ্টেম্বর ২০২১ তারিখ বিকাল ৫ টা।

 

অনলাইন আবেদন পদ্ধতি

টেলিফোন শিল্প সংস্থা লিমিটেডের আবেদন ফরম পূরণ করতে হবে অনলাইনে। কিভাবে অনলাইনে আবেদন ফরম পূরণ করবেন তা নিচে ধাপে ধাপে বর্ণনা করা হলো।

  • “Application Form” -এ ক্লিক করুন।
  • এখানে বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের লিস্ট দেখতে পাবেন। আপনি যে পদের বিপরীতে আবেদন করতে আগ্রহী পদটি সিলেক্ট করুন এবং “Next” বাটনে ক্লিক করুন।
  • আপনি যদি AllJobs এর প্রিমিয়াম মেম্বার হয়ে থাকেন তাহলে “Yes” অপশন সিলেক্ট করুন। অন্যথায়, “No” সিলেক্ট করুন। তারপর “Next” এ ক্লিক করুন। তাহলে টেশিস আবেদন ফরম পেয়ে যাবেন।

আবেদন ফরমটি নির্ভুল তথ্য দিয়ে পূরণ করুন। তারপর ভাল করে যাচাই করুন এবং সাবমিট করুন।

 

আবেদন ফি

ক্রমিক নং অনুযায়ী আবেদন ফি নিচে দেওয়া হলো। উল্লেখ্য, আবেদন ফি দিতে হবে অবশ্যই আবেদন পরবর্তী ৭২ ঘন্টা সময়ের মধ্যে। অন্যথায়, টেসিস জব সার্কুলার -এ দেওয়া তথ্য অনুযায়ী, আপনার আবেদনপত্র গ্রহণ করা হবে না।

 

ক্রমিক নং আবেদন ফি টেলিটক এর সার্ভিস চার্জ মোট আবেদন ফি
০১ – ০৪ ১,০০০/- ১২০/- ১,১২০/-
০৫ – ০৭ ৮০০/- ৯৬/- ৮৯৬/-
০৮ – ১১ ৭০০/- ৮৪/- ৭৮৪/-
১২ – ১৭ ৫০০/- ৬০/- ৫৬০/-

 

আবেদন ফি জমাদান পদ্ধতি

Online-এ আবেদন ফরম নির্ভুল তথ্য দিয়ে পূরণ করে সাবমিট করলে প্রার্থী একটি Applicants’ Copy পাবেন। যেখানে একটি User ID নম্বর থাকবে। এই User ID নম্বর ব্যবহার করে আবেদন ফি জমা দিতে হবে।

ফি জমা দিতে হবে Teletalk Pre-paid মোবাইল নম্বরের মাধ্যমে মাত্র ০২টি SMS করে। চলুন SMS এর মাধ্যমে আবেদন ফি জমা দেওয়ার পদ্ধতি দেখে নেই।

  • প্রথম SMS: TSS <স্পেস> User ID লিখে SMS পাঠান 16222 নম্বরে।

SMS টি উপরুক্ত নিয়মে পাঠালে আপনাকে ফিরতি SMS এ একটি PIN নম্বর দেওয়া হবে।

  • দ্বিতীয় SMS: TSS <স্পেস> Yes <স্পেস> PIN লিখে SMS পাঠান 16222 নম্বরে।

Teletalk Pre-paid মোবাইল নম্বরে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স রেখে উপরুক্ত নিয়মে SMS দুটি পাঠালে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে। একটি পাসওয়ার্ড আপনাকে ফিরতি SMS -এ দেওয়া হবে। এটি সেভ করে রাখুন পরবর্তী কাজের জন্য।

 

আরও পড়ুন: ১০৭৫ টি শূন্য পদে জনবল নিয়োগ দেবে পূবালী ব্যাংক

 

অন্যান্য তথ্য

  1. অনলাইনে টেশিস আবেদন ফরম পূরণ করার প্রক্রিয়াটা খুবই সহজ একটা বিষয়। একিভাবে আবেদন ফি জমা দেওয়ার বিষয়টিও খুবই সহজ। এজন্য টেলিফোন শিল্প সংস্থা লিমিটেড কর্তৃপক্ষ প্রার্থীর নিজেকে নিজের কাজটি করতে উৎসাহিত করে। তবে আপনি যদি অন্য কোন ব্যাক্তির মাধ্যমে আবেদন করেন বা আবেদন ফি জমা দেন আর এক্ষেত্রে যদি প্রতারণার শিকার হোন, সম্পূর্ণ দায়ভার প্রার্থীর নিজেকে নিতে হবে।
  2. আবেদন করার সময় প্রদত্ত কোন তথ্য নির্ভুল না হলে আবেদনপত্র গ্রহণ করা হবে না। এছাড়াও প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে যদি প্রার্থী ইচ্ছাকৃত ভাবে ভুল তথ্য দিয়ে থাকে।
  3. টেশিস এর নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে, পরীক্ষায় অংশগ্রহনের জন্য প্রার্থীকে কোন ধরণের ভাতা/ডিএ/টিএ দেওয়া হবে না।

Similar Posts

2 Comments

    1. জ্বি, আপনি আবেদন করতে পারবেন ২০২২ এর নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *