ঢাকা ওয়াসা নিয়োগ বিজ্ঞপ্তি 2022
ঢাকা ওয়াসা নিয়োগ বিজ্ঞপ্তি 2022 প্রকাশিত হয়েছে। আজ ২৭ নভেম্বর ২০২২ তারিখে ঢাকা ওয়াসার ওয়েবসাইট www.dwasa.org.bd এ ০১ টি জব সার্কুলার প্রকাশ করা হয়েছে। কর্মকর্তা পদের বিপরীতে মোট ০৩ জন লোক রিক্রুট করা হবে। চাকরি করতে ইচ্ছুক যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের ২২ ডিসেম্বর ২০২২ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। নিয়োগ সংক্রান্ত বিভিন্ন তথ্য যেমনঃ আবেদন ফরম পূরণ পদ্ধতি জানতে পারবেন এই পোস্টের মাধ্যমে। সকল তথ্য নতুন প্রকাশিত ওয়াসা চাকরির বিজ্ঞপ্তি 2022 হতে নেওয়া হয়েছে। English Edition.
ঢাকা ওয়াসা নিয়োগ বিজ্ঞপ্তি 2022
১৯৬৩ সালে প্রতিষ্ঠিত ঢাকা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ সংক্ষেপে ঢাকা ওয়াসা নামে পরিচিত। এটি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়। তাকসেম এ. খান বর্তামানে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক হিসাবে দায়িত্বরত রয়েছেন।
সম্প্রতি প্রকাশিত একটি চাকরির খবর অনুযায়ী, বাংলাদেশ ঢাকা ওয়াসা তে জিও-হাইড্রোলজিষ্ট পদে জনবল নিয়োগ দেওয়া হবে। বিস্তারিতভাবে জানতে পোস্টটি সম্পূর্ন পড়ুন।
এক নজরে গুরুত্বপূর্ণ তথ্যাবলী |
---|
|
আরও পড়ুন: সকল সরকারি চাকরির খবর
শূন্যপদ সম্পর্কিত সকল তথ্য
চলুন শূন্যপদ সম্পর্কিত সকল তথ্য জেনে নেই। তবে আপনি যদি ঢাকা ওয়াসা পাম্প অপারেটর/কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ খুঁজে থাকেন এই পোস্টটি আপনার জন্য নয়। কারণ, এবার পাম্প অপারেটর বা কনস্টেবল পদে লোকবল নিয়োগ করা হবে না।
০১. পদের নাম: কর্মকর্তা (ফিন্যান্স ও ভ্যাট-ট্যাক্স)
শূন্যপদের সংখ্যা: ০১ টি;
বেতন: ৫০,০০০/ টাকা;
শিক্ষাগত যোগ্যতা: বানিজ্য/ফাইন্যান্স/হিসাব বিষয়ে স্নাতক ডিগ্রী;
অভিজ্ঞতা: ০৫ বৎসর;
বয়স: কমপক্ষে ৩২ বৎসর।
০২. পদের নাম: সহকারী কর্মকর্তা (ফিন্যান্স ও ভ্যাট-ট্যাক্স)
শূন্যপদের সংখ্যা: ০২ টি;
বেতন:৪০,০০০/ টাকা;
শিক্ষাগত যোগ্যতা: বানিজ্য/ফাইন্যান্স/হিসাব বিষয়ে স্নাতক ডিগ্রী;
অভিজ্ঞতা: ০৩ বৎসর;
বয়স: কমপক্ষে ৩২ বৎসর।
আবেদন সংক্রান্ত সকল তথ্য
চাকরি করতে ইচ্ছুক প্রার্থীদের অনলাইনে দরখাস্ত প্রদান করতে হবে। দরখাস্ত প্রদানের শেষ তারিখ ২২ ডিসেম্বর ২০২২। চলুন এই সেকশন হতে ঢাকা ওয়াসা জব সার্কুলার ২০২২ অনুযায়ী কিভাবে আবেদন করবেন তা জেনে নেই।
অনলাইনে আবেদন করার নিয়ম
- প্রথমে ঢাকা ওয়াসার জবপোর্টাল old.dwasa.org.bd/career এ প্রবেশ করুন।
- ঢাকা ওয়াসার জবপোর্টালে আপনার কোন একাউন্ট না থাকলে “প্রোফাইল তৈরী করুন” বাটন প্রেস করে একাউন্ট খুলুন এবং তারপর লগইন করুন।
- এবার আপনার প্রত্যাশিত পদের নামের উপর ক্লিক করলে বিস্তারিত দেখতে পাবেন। নিচে থেকে Apply বাটনে ক্লিক করলে ঢাকা ওয়াসা চাকরির আবেদন ফরম ওপেন হবে।
- সম্পূর্ন ফরমটি পূরন করুন এবং টাকা প্রদানের পূর্বে সংরক্ষণ করে রাখুন।
- এবার টাকা প্রদান করুন। ফরমটির সমস্ত আবশ্যিক ঘর পূরন করে সংরক্ষন করার পরে, “টাকা প্রদান করুন” বাটনটি সক্রিয় হবে।
ঢাকা ওয়াসা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
আরও পড়ুন: বিভিন্ন শূন্য পদে জনবল নিয়োগ দেবে বাংলাদেশ সেনাবাহিনী
নিয়োগ পরীক্ষা
আবেদনকারী প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে দু’টি পরীক্ষার মাধ্যমে। পরীক্ষাগুলো হলো-
- লিখিত পরীক্ষা;
- এবং মৌখিক পরীক্ষা;
মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র প্রদর্শন করতে হবে।
অন্যান্য তথ্য
ঢাকা ওয়াসা নিয়োগ বিজ্ঞপ্তি 2022 এ উল্লিখিত আরো কিছু তথ্য নিম্নে বর্ণনা করা হলো-
- বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা শিথিল যোগ্য হবে যদি প্রার্থী যোগ্যতা সম্পন্ন হয়।
- অবশ্যই চাকরীরত প্রার্থীদের যথাযথ কর্তৃক্ষের মাধ্যমে দরখাস্ত প্রেরণ করতে হবে।
- নির্ধারিত তারিখের পর আর কোন দরখাস্ত গ্রহণ করা হবে না।
- অবশ্যই নিয়োগ সংক্রান্ত সকল ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন এবং কর্তৃপক্ষ প্রয়োজন মনে করলে পদের সংখ্যা কম বা বেশী করতে পারবেন।
আরও পড়ুন: ৫৫০০ টি শূন্য পদে জনবল নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ কনস্টেবল