আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানী লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি 2021 PDF প্রকাশ হয়েছে। নতুন বিজ্ঞপ্তিটি প্রথম প্রকাশিত হয়েছে অফিসিয়াল ওয়েবসাইট www.apscl.gov.bd -এ। ৬৩ টি শূনপদে জনবল নিয়োগ দেওয়া হবে। যোগ্য হলে আবেদন করতে পারেন আপনিও। চলুন আবেদন যোগ্যতা এবং আবেদন করার পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে আসি আশুগঞ্জ পাওয়ার স্টেশন নিয়োগ ২০২১ -এর আলোকে। English Edition.
আশুগঞ্জ পাওয়ার স্টেশন নিয়োগ 2021
সংক্ষেপে এপিএসসিএল (APSCL) নামে পরিচিত আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানী লিমিটেড (Ashuganj Power Station Company Limited) একটি সরকারী মালিকাধীন কোম্পানি। সম্প্রতি এই কোম্পানির ৬৩টি শূণ্যপদ পূরণের লক্ষ্যে একটি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয় গত ১১ আগস্ট ২০২১ তারিখে । সার্কুলার অনুযায়ী, মোট ১৩টি পদের বিপরীতে জনবল নিয়োগ দেওয়া হবে।
আজ আমরা এই পোস্টের মাধ্যে এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত তথ্য জানবো। আগ্রহী প্রার্থীগণ আবেদন করার পূর্বে পোস্টটি সম্পূর্ণ পড়ে নিবেন।
এক নজরে প্রয়োজনীয় তথ্যাবলী |
---|
|
আরোও পড়তে পারেন:
সংশোধিত নোটিশ
সংশোধিত নোটিশ অনুযায়ী দু’টি জিনিসের পরিবর্তন আনা হয়ছে। i) ৫নং ক্রমিকে উল্লিখিত পদের জন্য শিক্ষাগত যোগ্যতা ii) এবং প্রার্থীর বয়সীমা নির্ধারণের তারিখ ৩০ জুন ২০২১ এর পরিবর্তে ২৫ মার্চ ২০২১ করা হয়েছে। নিচে সংশোধিত নোটিশ দেওয়া হলো।
পদ সংক্রান্ত তথ্যাবলী
পদ সংক্রান্ত বিভিন্ন তথ্যাবলী নিচে টেবিলের মাধ্যমে উপস্থাপন করা হলো।
ক্রমিক নং | পদ | শূন্যপদ সংখ্যা | মূল বেতন |
০১ | সহকারী প্রকৌশলী (যান্ত্রিক ও বিদ্যুতিক) | ২০টি | ৫২,০০০/- টাকা |
০২ | সহকারী ব্যবস্থাপক (অর্থ/হিসাব/ইন্টারনাল অডিট) | ০৩টি | ঐ |
০৩ | সহকারী কোম্পানী সচিব | ০১টি | ঐ |
০৪ | সহকারী ব্যবস্থাপক (শেয়ার এন্ড বন্ড) | ০১টি | ঐ |
০৫ | সহকারী ব্যবস্থাপক (এইচআর/এডমিন) | ০৩টি | ঐ |
০৬ | সহকারী ব্যবস্থাপক (প্রকিউরমেন্ট) | ০১টি | ঐ |
০৭ | সহকারী ব্যবস্থাপক (আইন) | ০১টি | ঐ |
০৮ | সহকারী ব্যবস্থাপক (এমআইএস এন্ড আইসিটি) | ০৪টি | ঐ |
০৯ | মেডিকেল অফিসার (পুরুষ/মহিলা) | ০২টি | ঐ |
১০ | উপ-সহকারী প্রকৌশলী (যান্ত্রিক ও বিদ্যুতিক) | ১২টি | ৪০,০০০/- টাকা |
১১ | ল্যাবরেটরী এসিসট্যান্ট | ০৭টি | ২৬,০০০/- টাকা |
১২ | কম্পিউটার অপারেটর (জুনিয়র এসিসট্যান্ট) | ০৬টি | ২০,০০০/- টাকা |
১৩ | আইটি এসিসট্যান্ট (জুনিয়র) | ০২টি | ২০,০০০/- টাকা |
আরোও পড়তে পারেন:
আবেদন যোগ্যতা
বয়স: সকল সাধারণ প্রার্থীর বয়স ২৫ মার্চ ২০২১ তারিখে ১৮ বছর হতে অনুর্ধ্ব ৩০ বছর পর্যন্ত হতে পারবে। তবে মুক্তিযোদ্ধা কোটাধারীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ০২ বছর বাড়িয়ে ৩২ বছর পর্যন্ত রাখা হয়েছে।
শিক্ষাগত যোগ্যতা: পদ ভেদে শিক্ষাগত যোগ্যতাও ভিন্ন ভিন্ন চাওয়া হয়েছে। আবেদন করতে আগ্রহী প্রার্থীকে নিচে দেওয়া আশুগঞ্জ পাওয়ার প্লান্ট জব সার্কুলার ২০২১ থেকে শিক্ষাগত যোগ্যতা দেখতে পরামর্শ দেওয়া যাচ্ছে।
আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানী লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি 2021
আরোও পড়তে পারেন:
আবেদনের সময়সীমা
Online -এ আবেদন ফরম পূরণ করতে পারবেন ১৭ আগস্ট ২০২১ তারিখ সকাল ১০.০০ ঘটিকা হতে। আবেদনের শেষ সময় ০৭ সেপ্টেম্বর ২০২১ তারিখ বিকাল ৫.০০ ঘটিকা।
অনলাইন আবেদন ফরম পূরণ পদ্ধতি
অনলাইনে আবেদন ফরম পূরণ করার পদ্ধতি নিচে ধাপে ধাপে বর্ণনা করা হলো।
১) apscl.teletalk.com.bd লিঙ্ক ভিজিট করুন।
২) “Current Circular” -এ ক্লিক করুন।
৩) “Apply Now” -এ ক্লিক করুন।
৪) স্ক্রিনে প্রদর্শিত পেজে বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের লিস্ট পাবেন। আপনি যে পদের বিপরীতে আবেদন করতে চান উক্ত পদে ক্লিক করুন।
৫) এবার পরবর্তী নির্দেশনা অনুসরণ করে সঠিক তথ্য দিয়ে আবেদন ফরমটি পূরণ করুন এবং সাবমিট করুন।
আবেদন ফি
ক্রমিক নং ১ হতে ১০ -এ উল্লিখিত পদের বিপরীতে আবেদন করলে আবেদন ফি হিসেবে ১,০০০/- টাকা জমা দিতে হবে। বাকি পদ অর্থাৎ ক্রমিক নং ১১ হতে ১৩ -এর বিপরীতে আবেদন করলে ৫০০/- টাকা ফি হিসেবে জমা দিতে হবে।
উল্লেখ্য, অবশ্যই আবেদন পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে আবেদন ফি জমা দিতে হবে।
আবেদন ফি জমাদান পদ্ধতি
আবেদন ফরম (Application Form) নির্দেশনা মত পূরণ করে অনলাইনে সাবমিট (Submit) করলে User ID যুক্ত একটি Applicant’s Copy পাবেন। এই User ID ব্যবহার করে Teletalk Pre-paid Mobile নম্বরের মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে। মাত্র দুটি এসএমএস (SMS) করে কিভাবে ফি জমা দিবেন তা নিচে দেখানো হলো।
- প্রথম SMS: APSCL <space> User ID লিখে SMS পাঠান 16222 নম্বরে।
- দ্বিতীয় SMS: APSCL <space> Yes <space> PIN লিখে SMS পাঠান 16222 নম্বরে।
প্রথম SMS সঠিক ভাবে সেন্ড করলে একটা PIN আপনাকে দেওয়া হবে। উক্ত PIN দ্বিতীয় SMS এ ব্যবহার করতে হবে। পর্যন্ত পরিমাণ ব্যালেন্স রেখে উপরুক্ত নিয়মে SMS দুটি পাঠালে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে। আবেদন প্রক্রিয়া সম্পন্ন হলে আপনাকে একটা পাসওয়ার্ড SMS এ দেওয়া হবে।
প্রবেশপত্র ডাউলোড
প্রবেশপত্র যখন প্রকাশ করা হবে তখন SMS এর মাধ্যমে প্রার্থীদের জানানো হবে। তবে আশুগঞ্জ পাওয়ার স্টেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ -অনুযায়ী, যে সকল প্রার্থীগণ অযোগ্য বলে বিবেচিত হবেন তারা প্রবেশপত্র সংক্রান্ত কোন SMS পাবেন না। অর্থাৎ শুধুমাত্র যোগ্য প্রার্থীদের SMS করা হবে।
প্রবেশ পত্র প্রকাশিত হতে apscl.teletalk.com.bd এই লিঙ্ক থেকে ডাউনলোড করতে পারবেন। উক্ত লিঙ্ক ভিজিট করে User ID এবং Password ব্যবহার করে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।
অন্যান্য তথ্য
- অনলাইনে আবেদন ফরম পূরণের সময় যদি কোন ভূল তথ্য প্রদান করা হয় তবে আবেদনপত্র বাতিল করা হবে।
- নিয়োগ প্রাপ্তির আশায় যদি কোন প্রার্থী কোন ধরণের অসদুপায় গ্রহণ করেন তাহলে তা নিয়োগের যে কোন পর্যায়ে তার অযোগ্যতা বিবেচিত হবে। এই ধরণের প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
- করোনা অতিমারির কারণে যদি বিজ্ঞপ্তির আংশিক পরিবর্তন আসে তা www.apscl.gov.bd ওয়েবসাইট থেকে জেনে নিতে পারবেন। এছাড়াও আমাদের এই পোস্টের মাধ্যমে বিজ্ঞপ্তির আপডেট তথ্য জেনে নিতে পারবেন।
আরোও পড়তে পারেন:
যে সব চাকরী প্রার্থীগণ আশুগঞ্জ সার কারখানা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ খুঁজছেন সে সকল প্রার্থীগণ আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করতে পারেন। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হওয়া মাত্রই আমাদের ওয়েবসাইট তা প্রকাশ করা হবে।